আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের ব্লুটুথ/ওয়াইফাই দিয়ে পিসি কন্ট্রোল করা যায়।
আমি এই সফটওয়্যার নোকিয়া ই৬৩ তে ব্যাবহার করেছি। অন্যান্য সেট এ চেষ্টা করে দেখতে পারেন।
প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
Phone Remote Control 5.2 with WiFi & BlueTooth
এবার নিম্মেরমত করে ইন্সটল করুন
এবার ডাউনলোড করা ফোল্ডারে 'regme' লিখা ফাইলটি রান করুন এবং নিম্মেরমত করে কাজ করুন
এবার ডেস্কটপে থাকা সফটওয়্যারটির আইকনে ডাবল ক্লিক করুন। এরপর টাস্কবারের আইকনটিতে ক্লিক করুন নিম্মেরমত স্ক্রীন আসবে
এবার নিম্মের মতো করে চেক করুন ফুল ভার্সন হয়েছে কিনা। না হলে আবার 'regme' ফাইলটি চালান।
এবার আমাদের মোবাইলে সফটওয়্যার ইন্সটল করতে হবে। সেজন্য নিম্মের মতো কাজ করুন
এবার ফাইলটি মোবাইলে পাঠিয়ে ইন্সটল করুন। ইন্সটল করা শেষ হলে সফটওয়্যারটি রান করুন মোবাইলে এবং পিসির সফটওয়্যার ও রান করুন।
এবার settings>Bluetooth settings>COM Port চেক করুন
এবার ব্লুটুথ ডিভাইস সার্চ করুন
এবার সার্চ করে পাওয়া যেকোনো একটি ডিভাইস সিলেক্ট করুন।
ডেস্কটপে কিছু নোটিফিকেশন আসতে পারে নিম্মরুপ। এমন আসলে পোর্ট নাম্বার যা দেখাবে সেটা পিসি সফটওয়ারে সেট করুন।
এবার মোবাইলে নিম্মেরমত স্ক্রীন আসবে যদি ঠিকমত কানেক্টেড হয়
আবার যদি আপনার পিসি এর সাথে মোবাইল পেয়ারড না থাকে তবে নিম্মের মতো নোটিফিকেশান আসবে পাস কী দিবেন তাহলে কাজ শেষ
এবার দেখাবো কিভাবে ওয়াইফাই দিয়ে পিসি কন্ট্রোল করবেন। এটার জন্য আপনার মোবাইল এবং পিসি তে ওয়াইফাই থাকতে হবে
প্রথমে মোবাইলে সফটওয়্যারটি রান করুন নিম্মেরমত করে কাজ করুন
এবার Settings>WiFi Settings যান
এবার পিসির আইপি এড্রেস দিন এবং যেকোনো একটি পাস কী দিন । পোর্ট যা আছে তাই থাকবে । সেভ করুন
এবার পিসি তে সফটওয়্যারটিতে নিম্মেরমত কাজ করুন। সেটিংস্ ট্যাবে যান এবং ওয়াইফাই ট্যাব সিলেক্ট করুন। Enable wifi connection চেক করুন। পাস দিন যা মোবাইলে দিয়েছিলেন এবং ওকে করুন।
এবার মোবাইলে যান নিম্মেরমত কাজ করুন
এবার পাসওয়ার্ড দিবেন যদি ওয়াইফাই প্রটেকটেড হয়
এখানে অনেককিছু করতে পারবেন। অনেক অপশন আছে।
আশা করি কাজে লাগবে। এটা নিয়ে অনেক টিউন আছে তারপরেও আবার লিখলাম কারন আমাকে কোন একজন অনুরোধ করেছিল
ধন্যবাদ
আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................
dhonnobad vai. apner post golo khub kajer.