ক্রোম ব্যবহার করে স্মার্টফোনের ডাটা খরচ কমিয়ে আনুন

সাম্প্রতিক উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের অপারেটিং সিষ্টেম এর জন্য রিলিজ করা হয়  ক্রোম ওয়েব ব্রাউজারের ৩২ তম সংস্করণ। একই সাথে মোবাইল ভার্সনও লঞ্চ করেছে গুগল। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ও আইফোনের আইওএসের জন্য গুগল ক্রোমের ৩২তম ভার্সনটি গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ-স্টোরে ফ্রি পাওয়া যাবে।

google-chromeএই সংস্করণ সাথে গুগলের বহুল আলোচিত মোবাইল ডেটা কমপ্রেশন ফিচার সরবরাহ করা হবে, যা আরও কম সময়ে ও নিরাপদে পেজ লোড নিতে এবং ব্যান্ডউইথ সাশ্রয় করতে পারে। এক্ষেত্রে ভিজিট-কৃত সাইটগুলো গুগল সার্ভিসের মধ্য দিয়ে পার হবে, ফলে ম্যালিসিয়াস ওয়েবপেজসমূহ থেকেও আপনার ডিভাইস সুরক্ষিত থাকবে।

সার্চ কোম্পানি গুগল আশা করছে, ডেটা ব্যবহার কমানোর ফলে গ্রাহকদের মোবাইল খরচও কমে আসবে। গুগল দাবী করছে, নতুন ক্রোম ব্রাউজার মোবাইলে ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করতে পারবে। অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ডেটা খরচ কমাতে চাইলে,ক্রোমব্রাউজারে ডেটা কমপ্রেশন চালু করতে হবে।

আসুন দেখে নেই কিভাবে ডেটা কমপ্রেশন রান করা যাবে

  • অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে গুগল ক্রোম লেটেস্ট ভার্সনে আপডেট করার পর ব্রাউজারের সেটিংস অপশনে যেতে হবে।
  • সেখান থেকে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট ।
  • এর অন্তর্ভূক্ত  রিডিউস ডেটা ইউসেজ, অপশনে গিয়ে সেটি অন করুন।
  •  ওয়েবপেজ ভিজিট করার পর এই মেন্যুতে এসে সাশ্রয়কৃত ডেটার পরিমাণ দেখতে পাবেন।

উল্লেখ্য ২০১৩ সালের মার্চে প্রথমবার এই অপশনটি বেটা সংস্করণে পরীক্ষামূলক নিয়ে আসে গুগল।

পোষ্টটি ভালোলাগলে পেজটিতে একবার ভিজিট করে আসবেন।
পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত এখানে। এ্যান্ড্রোয়েড বিষয়ক আমাদের ফেসবুকপেজ

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস