একনজরে আপকামিং samsung galaxy s5

স্যামসাং মোবাইল পরিবারের সবচেয়ে জনপ্রিয় সিরিজ গ্যালাক্সি সিরিজ। এ্যান্ড্রোয়েড ওএস ভিত্তিক এই সিরিজে নতুন সদস্য হিসেবে যোগ হতে আসছে (Galaxy S5)।কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এর পূর্ব সূত্র অনুসারে চলতি বছরের এপ্রিলেই বাজারে আসছে স্যামসাং এর এই নতুন ফোনটি। আপকামিং এই ফোনটিতে কি কি আকর্ষণ থাকছে, সবাই সেই দিকেই তাকিয়ে আছে। তো দেখাযাক সর্বশেষ তথ্য অনুযায়ী কি কি থাকছে এই ফোনটিতে:

5.25"DISPLAY: স্যামসং এর অফিসিয়াল তথ্য মতে এস৫ এর সিস্প্লের সাইজ হতে পারে ৫.২ইঞ্চি থেকে ৫.২৫ইঞ্চি। যা পূর্বের এস৩ ও এস৪ এর চেয়ে বেশ খানেকটা বড়। এতে ব্যবহার করা হবে সুপার এ্যামুলিড ২৫৬০x১৪৪০পিগ্জেল সাপর্টেড স্কীন।
Octa-core PROCESSOR: এইখানটাতেই সবাইকে অবাক করে দিবে স্যামসাং গ্যালাক্সি এস৫। কারণ এই ফোনটিতে ব্যবহার করা হবে ৬৪বিট এর অক্টাকোর এগ্জিনিও-৬ এবং স্নেহ ড্রাগন এর প্রসেসর। যা সত্যিই অবাক হবার মতো। এ্যাপ্স এবং গেমিংএ সর্বাধিক সুবিধা পাওয়া যাবে এই ফোনটিতে।বিশেষ করে এ্যাপ্স ডিভলপাররা এতে বেশী হ্যাপি হবে। তবে মার্কেটে যে সকল এ্যাপ্স ও গেম্স রয়েছে তার অধিকাংশই ৩২বিট সাপোর্ট করে। তাই ৬৪বিট এর এ্যাপ্স তৈরির আগ পর্যন্ত এই ডিভাইস থেকে আশানুরূপ সার্ভিস পাওয়া যাবেনা। তবে আমরা সবাই জানি ৩২বিট এর সকল এ্যাপই ৬৪বিট রান করতে পারবে।

3GB RAM: স্যামসাং গ্যালাক্সি এস৩ তে ছিলো ১জিবি, গ্যালাক্সি এস৪এ ২জিবি এবং তারই ধারাবাহিকতায় স্যামসাং গ্যালাক্সি এস৫ এ ব্যবহার করা হচ্ছে ৩জিবি র্যা ম। যা ফোনের এ্যাক্সেজ গতিকে তরান্বিত করবে।
স্টোরেজ: বরাবরের মতো দুটি ভার্সনে বের করা হবে এই ফ্লাগশীপ টি। ৩২জিবি এবং ৬৪জিবি স্টোরেজ দিয়ে।এর পরও যদি কারো কাছে মনে হয় এতে ম্যামরী কম হয়ে গেছে। তাদের জন্য এক্সট্রা ৬৪জিবি পর্যন্ত ম্যামরী বাড়িয়ে নিতে পারবেন মাইক্রএসডি কার্ডের মাধ্যমে।

20MP CAMERA: এই ফোনটিতে ১৬ এবং ২০ মেগাপিগ্জেল এর আইএসওসেল সেন্সর সংবলিত ক্যামেরা থাকছে।

এ্যান্ড্রোয়েড ভার্সন: স্যামসাং গ্যালাক্সি এস৫ এ ব্যবহার করা হয়েছে এ্যান্ড্রোয়েড এর সর্বশেষ সংস্করণ এ্যান্ড্রোয়েড ৪.৪ (কিটক্যাট)। এর সাথে স্যামসাং গ্যালাক্সির নিজস্ব স্টাইল টাচউইজ কে নতুন রূপে সাজানো হয়েছে।

ফোনটি দুইটি ভার্শনে এ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে প্লাস্টিক এবং মেটাল বডি। তাছাড়াও ৩ জিবি এবং ৩২ জিবি রম এর ভার্শন তো থাকছেই।তবে গ্যালাক্সি সিরিজের অন্যান্য ফোন গুলো থেকে এর আউটলুক অনেকটাই আলাদা হবে। ছবিতে লক্ষ করলে বুঝতে পারবেন। এছাড়াও নতুন ফিচার হিসেবে থাকছে Eye Scanner ফিচার যা স্মার্টফোন প্রযুক্তিতে এটিই প্রথম।

স্যামসাং গ্যালাক্সি এস৫ এর স্পেসিফিকেশন

SamsungGalaxy S5 Specification
DISPLAYT5.2 – 5.25-inch Super AMOLED; 2,560×1,440 pixels
PROCESSOROcta-core, 64-bit Exynos 6 and Snapdragon 800/805 models
RAM3 GB
MEMORY32 and 64 GB + microSD (up to 64 GB)
CAMERA16 or 20 MP with ISOcell sensor
MATERIALPlastic, metal or a plastic front and metal battery cover
CONNECTIVITYLTE, HSPA, GSM, Wi-Fi, Bluetooth 4.0, Iris scanner, NFC, USB2.0 with MHL
BATTERY2,900 – 4,000 mAh
OPERATING SYSTEMAndroid 4.4 KitKat with newly redesigned TouchWiz UI
AVAILABILITYAvailable April
PRICE---

পোষ্টটি ভালোলাগলে পেজটিতে একবার ভিজিট করে আসবেন।
পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত এখানে। এ্যান্ড্রোয়েড বিষয়ক আমাদের ফেসবুকপেজ

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune….

darunn tune, thanks. 🙂