ওয়ালটন অফিসিয়াল সাইটে প্রিমো NX এর যে আপগ্রেড প্রক্রিয়া দেখানো হয়েছে সেখানে বেশকিছু ফাক ফোকর আছে। স্টেপ টু স্টেপ আপগ্রেড করবার প্রক্রিয়া না থাকায় ঝামেলা হচ্ছিল। অবশেষে XDA সহবেশকিছু ফোরাম ঘেটে NX কে 4.2.1 থেকে 4.2.2 তে আপগ্রেড করতে পারলাম
প্রথমে ওয়ালটন প্রদত্ত অফিসিয়াল লিংক থেকে ফার্মওয়্যার, ফ্ল্যাসটুল এবং ড্রাইভার ইন্সটল করুন । লিংকঃ http://www.mediafire.com/download/bbvlg6myt89jm9g/PrimoNX_JellyBean_4.2.2.rar
১. পিসির ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন (অপরিহার্য নইলে ড্রাইভার ইন্সটলে অটোআপডেট নিয়ে ঝামেলা করে )।
২. এবার মোবাইল বন্ধ করুন। মোবাইলের ব্যাটারী, সিম, মেমরীকার্ড খুলুন।
৩. এবার সবকিছু খোলা অবস্থায় ভলিউম আপ (Volume Up) বাটন চেপে ধরে ডেটাকেবল পিসি থেকে মোবাইলে লাগান। চেপে ধরুন, ছেড়ে দিবেন না।
৪. দেখবেন পিসিতে ড্রাইভার ইন্সটল ফেইলড দেখাবে, প্রব্লেম নাই ফেইলর ইজ দা পিলার অফ সাকসেস! পিসির My Computer>Manage> Other devices> এ MT65xx Preloader এর পাশে হলুদ চিহ্ন দেখাবে নিচের ছবির মত, এরমানে ঠিকমত ড্রাইভার পায়নাই।
৫. এবার MT65xx Preloader এর উপর Right Click করে Update Driver এ ক্লিক করুন। নিচের ছবির মত "Browse my computer for driver software" এ ক্লিক করবেন।
৬. শুরুতেই ওয়ালটনের অফিসিয়াল ফার্মওয়্যার ডাউনলোড করে পিসিতে যেখানে রেখেছিলেন সে ফোল্ডারে যান। PrimoNX_JellyBean_4.2.2\Driver\USB VCOM Driver Win7 ফোল্ডারে ঢুকুন যদি আপনার পিসি Windows 7 হয়। অন্য OS হলে সে মোতাবেক ফোল্ডারে ঢুকবেন।
৭. উইন্ডোজের একটা এলার্ট আসবে। “ Install this driver software anyway” তে ক্লিক করবেন। ছবি নিচে-
৮. ড্রাইভার আপডেট হতে শুরু করবে। আপডেট হলে নিচের মত ছবি আসবে-
৯. ড্রাইভার আপডেট হয়ে গেলে ১. ডেটাকেবল মোবাইল থেকে খুলুন ২. মোবাইলে ব্যাটারী ও ব্যাককভার লাগিয়ে ফেলুন, সিম, মেমরীকার্ড লাগানোর প্রয়োজন নাই। ব্যাটারী লাগাবেন কিন্তু মোবাইল অন করবেন না। মোবাইল অফ থাকবে। আপাতত পিসিতে বসে নিচের ধাপগুলো করুন-
১০. পিসির PrimoNX_JellyBean_4.2.2\Driver\MS_USB_ComPort_Driver_exe_v1.1032.1\MS_USB_ComPort_Driver_exe_v1.1032.1 ফোল্ডার থেকে Install Driver এ ক্লিক করুন। উইনডোজ ৭ হলে স্বাভাবিকভাবে ইন্সটল হবেনা। "Install using recommended settings" ব্যবহার করতে হবে।
১১. এবার Flashtools ফোল্ডার থেকে MultiportDownload.exe রান করুন। smart phone সিলেক্ট করে OK করুন।
১২. Select file এ ক্লিক করুন। PrimoNX_JellyBean_4.2.2_2\PrimoNX_JellyBean_4.2.2\WALTON_Primo_NX_S09_DCC\MT6589_Android_scatter_emmc.txt ফাইলটা সিলেক্ট করুন।
১৩. Download Successfull মেসেজ দেবে। OK চাপবেন।
১৪. এবার "Start all" চাপুন নিচের ছবির দেখানো জায়গায়।
১৫. এবার মোবাইল হাতে নিন। মোবাইল অফ কিন্তু ব্যাটারী লাগানো আছে। পাওয়ার আপ ও ডাউন (UP & Down) দুটো বাটন একসাথে চেপে ধরে মোবাইল ডেটাকেবলের সাথে কানেক্ট করুন। (ডেটাকেবল ঠিকমত পিসিতে লাগোনো আছে কি না চেকআপ করে নেবেন, দেখা গেল কেবল পিসিতে লাগানো নাই আপনি হুদাই মোবাইলে লাগায়া বসে আছেন! )
১৬. পিসিতে Found new hardware দেখিয়ে ড্রাইভার ইন্সটল শুরু হবে। সাথে নিচের ছবির মত ইন্সটল শুরু হবে।
উল্লেখ্য, ইন্সটলের সময় পিসিতে কিছু করবেন না আর 100% দেখিয়ে বন্ধ না হওয়া পর্যন্ত ডেটাকেবল খুলবেন না। সবচেয়ে বড়কথা ১০০% হবার পরে কোন Sucess মেসেজ দেয়না ! মোবাইলেও কোন আলামত আসেনা , আগে যতগুলো ফ্ল্যাসিং টুল দেখছি কোনটাই এইটাইপ গায়েবী ধরণের ছিলনা। আমার উপদেশ থাকবে ১০০% শেষ হবার পরেও ৩-৪ মিনিট পরে ডেটাবেকল খুলবেন। এরপর ব্যাটারী খুলবেন। সিম, মেমরীকার্ড, ব্যাটারী পুনরায় লাগিয়ে মোবাইল অন করবেন।
আপগ্রেড হবার পর প্রথমবার মোবাইল অন হতে বেশ সময় লাগবে (দেরী লাগতেছে দেখে আমি তো ভাবছিলাম মোবাইল নষ্ট হইছে! ) ১০-১৫ মিনিটও লাগতে পারে। বি কুল, সময় লাগলেও মোবাইল ঠিকঠাক অন হবে নো চিন্তা!
ব্যাস হয়ে গেল 4.2.1 থেকে 4.2.2 তে আপডেট! 🙂
১. অনেকের ক্ষেত্রে ৪ ও ৫ নং পয়েন্টের MT65xx Preloader ড্রাইভারটাই নাও দেখাতে পারে। এর কারণ হল দুটো.
২. অনেকে ১৪ ও ১৫ নং ধাপে Volume Up ও ডাউন বাটনের সাথে Power বাটনও চেপে বসতে পারেন .. এতে ফ্ল্যাসিং না হয়ে মোবাইল অন হয়ে যাবে! .. স্যামসাং ফ্লাসিং অভিজ্ঞতা থেকে প্রথমবার আমি নিজেও চাপছিলাম, পরে দেখি সেট অন হয়ে বসে আছে!!
ওয়ালটনের ফ্লাসিং প্রক্রিয়া আমার কাছে আনসেফ মনে হইছে। ফ্লাসিং টুল ও ড্রাইভারগুলা সুবিধার নয়। তাই বাসায় ফ্লাসিং দিতে চাইলে নিজ দায়িত্বে দিন আর সেট নষ্ট হইলে/ফ্লাস করাপ্ট করলে কাস্টমার সেন্টারে দৌড় দেন। তবে আমার ফ্লাস দিতে কোন সমস্যা হয়নাই অবশ্য।
এটি বিখ্যাত সেমিকন্ডাকটর নির্মাতা মিডিয়াটেক (MediaTek) এর MT6589 চিপসেট। বিভিন্ন দেশে বিভিন্ন নামে রিব্রান্ড হয়।
নেট মাস্টার
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thnx