মনে কত প্রশ্নই আসে। হঠাৎ জানতে ইচ্ছা করলো পৃথিবীর সবচেয়ে দামী মোবাইল কোনটি? সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে পেয়ে গেলাম উত্তর এবং রীতিমতো টাস্কি খাইলাম। ৩২লাথ ডলার? বাংলাদেশী টাকায় প্রায় ২১কোটি ৭৫ লাখ টাকা। অ্যাপল আইফোনের গোল্ডস্ট্রাইকার আইফোন ৩জিএস সুপ্রিম নামের এই মোবাইলটি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামী মোবাইলের স্থান দখল করে আছে। নামেই বলে দিচ্ছে সোনার পরতে তৈরি মোবাইল। ২২ক্যারেট সোনার আর ১৩৬ ডায়মন্ডে অলংকৃত এই মোবাইলটি নেভিগেশন বাটনটিও তৈরি করা হয়েছে অতিমূল্যবান ৭.১ ক্যারেট ডায়মন্ড দিয়ে। এমন কি মোবাইলটির কাভারটিতেও অলংকৃত করা হয়েছে চারটি ২.৫ ক্যারেটের মূল্যবান পিংক ডায়মন্ডে। শুধু মূ্ল্যবান রত্নে তৈরি মোবাইলই নয় গোল্ডস্ট্রাইকার আইফোন ৩জিএস সুপ্রিম মোবাইলটিতে পাবেন আপনি আধুনিক মোবাইল প্রযুক্তি সকল সুবিধা। তো আজই কিনে ফেলুন গোল্ডস্ট্রাইকার আইফোন ৩জিএস সুপ্রিম মোবাইল আর মালিক বনে যান পৃথিবীর সবচেয়ে দামী মোবাইলের!
পৃথিবীর সবচেয়ে দামী আরো কয়েকটি মোবাইল সম্পর্কে জানতে চাইলে ঘুরে আসুন এই লিংক থেকে
আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই pc টা বিক্রি করেও যদি কেনা যেত কিনতাম../ এতো দেখি বাপের ভিটাবাড়ি দালান কোটা Car, Bicke বিক্রি করেও হবে না। শুধু আশাই থেকে যাব। don’t mind ভাইয়া।