“কম দামে কোয়াড কোর প্রসেসর এর অসাধারন ফোন”(পর্ব -১২)

আজ আপনাদের সাথে একটি অসাধারন মোবাইল ফোন এর কথা বলব ,এর নাম JIAYU G2F , অনেক সুন্দর ডিজাইন ও ভাল হার্ডওয়্যার এর কারণে এটা খুব সহজে সারা বিশ্বে নজর কেড়েছে ,আসুন এর বিস্তারিত দেখা যাক,

JIAYU G2F
JIAYU G2F

হার্ডওয়্যার

JIAYU G2F তে অপারেটিং সিস্টেম হল এন্ডয়েড ৪.২.২, এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে  ১.৩   গিগাহার্জের কোয়াড কোর MT6582  প্রসেসর । গ্রাফিক্স বা জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে Mali-400 dual-core 500MHz MP2  গ্রাফিক্স ।যা আপনাকে যেকোনো গেম খেলার নিশ্চয়তা দিবে।

JIAYU G2F
JIAYU G2F

ডিসপ্লে

JIAYU G2F তে রয়েছে ৪.৩  ইঞ্চি আই পি এস ডিসপ্লে , যার রেজুলেসন ১২৮০ x ৭২০, আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা । ডিসপ্লে রক্ষা কর্তা হিসাবে আছে করনিং গরিলা গ্লাস ২ ।

JIAYU G2F
JIAYU G2F

ক্যামেরা

JIAYU G2F  তে ৮ মেগা পিক্সেল  সেন্সর সম্বলিত ক্যামেরা , যা দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন । সামনে ২ মেগা পিক্সেল ক্যামেরাতে ভিডিও কল করতে পারবেন ।

JIAYU G2F
JIAYU G2F

মেমরি

JIAYU G2F সেট এ বিল্ট ইন ৪ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আর ও আছে ১ গিগাবাইট রেম । যা আপনাকে যেকোনো গেম খেলার নিশ্চয়তা দিবে। মেমরি  কার্ড ৬৪ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।

JIAYU G2F
JIAYU G2F

বডি

JIAYU G2F  এর বডি হল স্টেনলিস স্টিল  এর তৈরি ১২৫ x ৬২ x ৯.৯ মিলিমিটার তার মানে ১২৫ মিলিমিটার উচ্চতা, ৬২মিলিমিটার প্রস্থ, আর ৯.৯ মিলিমিটার পুরত্ত ।

JIAYU G2F
JIAYU G2F

ব্যাটারি

JIAYU G2F  সেট এ ব্যবহার করা হয়েছে ২২০০ মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে আরও ব্যবহার হয়েছে,

OTG

Gyroscope

Light sensor

Gravity sensor

Distance sensor

DUEL SIM

মূল্য

JIAYU G2F সেট এর দাম মাত্র ৮০০০ টাকার কাছাকাছি  ।

আরও জানতে, http://www.facebook.com/jotilmobile2013

Level 2

আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

symphony w85

কই পামু ? টিকব কয় দিন ?

Kotahi Pabo Doia kore aktu janaben

Level 0

কোথায় পাওয়া যাবে

Vi, kichu mone karen an. apni ato valo bornona dilen, kinto kothay pawa jabe ta bollen na. aita kichu hoilo?

Level 0

How much?