“কম দামে ৮ কোর প্রসেসর এর অসাধারন মোবাইল ফোন”(পর্ব -১১)

আজও  আপনাদের  সাথে একটি জটিল  চায়না মোবাইল  সেট  এর পরিচয়  করিয়ে দিব ।সারা বিশ্ব কে তাক লাগিয়ে দিতে উঠে পরে লেগেছে CHINA BRAND MOBILEকোম্পানি গুলো , যার একটি হচ্ছে  ZOPO BLACK2  ,যাতে সর্ব প্রথম চায়নার তৈরি ৮ কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ।  আসুন এর বিস্তারিত দেখে নেয়া যাক ,

ZOPO BLACK2
ZOPO BLACK2

হার্ডওয়্যার

ZOPO BLACK2 তে অপারেটিং সিস্টেম হল  এন্ডয়েড ৪.২ এর cloud OS 2.3 । এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে প্রথম চায়নার তৈরি  ১.৭  গিগাহার্জের ৮ কোর  MT6592  প্রসেসর । গ্রাফিক্স  হিসাবে ব্যবহার করা হয়ে  700MHz ARM MALI450 গ্রাফিক্স  ।

ZOPO BLACK2
ZOPO BLACK2

ডিসপ্লে

ZOPO BLACK2 তে রয়েছে  ৫.৫  ইঞ্চি  টি, এফ, টি টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১৯২০x১০৮০ ,  ৪০১ পি.পি.আই  যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা ।

ZOPO BLACK2
ZOPO BLACK2

ক্যামেরা

ZOPO BLACK2তে  ১৪ মেগা পিক্সেল  সেন্সর সম্বলিতCMOS ক্যামেরা , যা দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন  ।সামনে ৫  মেগা  পিক্সেল ক্যামেরাতে যা দিয়ে  ভিডিও কল করতে পারবেন।

ZOPO BLACK2
ZOPO BLACK2

বডি

ZOPO BLACK2 এর বডি    ১৫১.৪ × ৭৬.১ × ৯.১   মিলিমিটার তার মানে ১৫১.৪  মিলিমিটার উচ্চতা, ৭৬.১  মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৯.১মিলিমিটার পুরত্ত ।

মেমরি  

ZOPO BLACK2
ZOPO BLACK2

 ZOPO BLACK2 সেট এ বিল্ট ইন  ৬৪  জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে,  আর ও আছে ২ গিগাবাইট  র‍্যাম । যা   আপনাকে যেকোনো  ভাল মানের গেম খেলার নিশ্চয়তা দিবে।

ব্যাটারি

 ZOPO BLACK2   সেট এ ব্যবহার করা হয়েছে ২৪০০ মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে  আরও ব্যবহার হয়েছে,

  • Gyroscope
  • Light sensor
  • Gravity sensor
  • Distance sensor
  • OTG
  • WIFI
  • GPS

মূল্য

 ZOPO BLACK2 সেট এর দাম  মাত্র   এখোণো প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটা ২৪০০০-২৫০০০  টাকার কাছাকাছি  হবে ।

আরও জানতে,   http://www.facebook.com/jotilmobile2013

Level 2

আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice

Level 0

ফাটাফাটি

ভাই ফুইট্টা, ফাট ফাট করতাছে………? ২৪০০০/=—২৫০০০/= ব্র্যান্ডের অনেক ভাল মানের সেট পাওয়া যায়…।। একেই বলে ফাটা বাঁশ।

Level 0

নাইচ।

Level 2

২৪০০০-২৫০০০ আপনার কাছে কম মনে হল ? আজীব!!!!

Level 0

set ta valo laglo…..kin2 chaina seter ato dam kno? 15000/= er moddhe hole valo hoto

Level 2

Asole ei mobile er processor kinto 8 core 1.7Gz,so 8 core processor er tolonay dam kinto kom e.
tnx sobai k for comnts….

Level 0

সেটটির দাম ১৪০০০ টাকা!!! আজকে আমার কাছে অর্ডার দিন, ১ বছর পরে পাবেন!!!

Level 0

সব পাগলের দল, ZOPO সেম্ফুনি ওয়াল্টন এর বাপ এমন কী এখন চাইনার কাছে iPhone,Samsung এর বিলু নাই Xiamoi, OPPO, Mizo max অনেক আপগ্রেড আর Zopo এর এই ডিভাইচটা কেউ এনে দিতে পারবেন এই দামে পারলে বলেন ১০ পিচ নিব চেলেঞ্জ করলাম দেখি কেউ আছেন কিনা।

Level New

8 Core er processor tao abar 24000 takay. ami toe vabsilam 30+ hobe. Walton X2 kinsi. oita beicha eida kinmu ni?

    @saif_precio: apnar g1 koi?amrta valoi choltese. Galaxy S4 custom ROM use kortesi..

HTC 1, 4s, s4, এখন চালাচ্ছি Zopo c2 platinum.
Zopo ই আমার কাছে সবচেয়ে ঠান্ডা মেজাজের ফোন মনে হচ্ছে।
আর পারফরমেন্সে Zopo Zp998 হবে বাজারের সেরা। Real Coad core প্রসেসর সাথে Mali-450MP4 (700 MHz). galaxy S 6 লাগবে এর ওপরে উঠতে গেলে। S4 এর দাম কত জানেন তো?
আর সেট দেখলে পছন্দ হতেই হবে.

এ সেট কি কনুদিন বাংলাদেশে আইবে ?

Level 0

Hi hi ami kinbo na

Level New

computer er power supply (china) er upore lekha thake 400 w but test kore pawa zay 200 w…so aita bolse 8 core but pamu 4 core, china er kono vorosha nai

Level New

দারুন মোবাইল, দেখা যাক, আমার এক্সাম শেষে একটা কিনতে পারি, এই ফোন টা কোথাই পাওয়া যাবে যদি বলতেন তাহলে উপক্রিত হতাম… ধন্যবাদ 🙂