"মোবাইল ফোন"
নামটা শুনলে এক সময় মনে হত -এটা কথা বলার একটি প্রয়োজনীয় যন্ত্র যেটা কেবল মাত্র ব্যাবসা করার জন্য ব্যবহার করা হয় । কিন্ত বর্তমান বিশ্ব এ এটা সুধু কথা বলার কাজে নয় ,সম্পূর্ণ বিনোদন এর কাজে এটা ব্যবহার হচ্ছে । যার ফল আমরা কম বেশী সবাই মোবাইল এর প্রতি আসক্তি হয়ে পরছি । সারা বিশ্বে মোবাইল এ নুতন নুতন ফিচার বের হওয়ায় প্রতি নিয়ত মোবাইল ফোন পরিবর্তন এর প্রয়জনিতা দেখা দিচ্ছে ।যার ফলে প্রচুর পরিমান ইলেক্ট্রনিক আবর্জনা সারা বিশ্ব কে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ।
এই সমস্যা সমাধানে একজন বিজ্ঞানী ভবিষ্যতের মোবাইল ফোন এর একটি ভাবনা তৈরি করেছেন,
যেটা প্রতিটি চার কোনা ব্লক এর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত , প্রতিটি ব্লক সহজে পরিবর্তন করে নিজের ইচ্ছা মত প্রসেসর, ক্যামেরা ,ব্যাটারি , ওয়াইফাই , ডিসপ্লে ইত্যাদি লাগিয়ে নিতে পারবেন।
যেমন ধরুন ডিসপ্লে ভেঙ্গে অথবা কম রেজুলেসন ভাল লাগছে না ,মার্কেট থেকে আপনি কিনে নিয়ে লাগিয়ে নিলেন।
ক্যামেরা ভাল না লাগলে মার্কেট থেকে আপনি কিনে নিয়ে লাগিয়ে নিলেন ।
একই ভাবে ৫০০০ mah ব্যাটারি প্রয়োজন লাগিয়ে নিতে পারবেন নিজেই ।
অন্যান্য স্মার্ট ফোন সকল সুবিধা তো থাকছেই।
এই ভাবনা টা সারা বিশ্ব এ বাপক সমাদ্রিত হয়েছে ।
আমরা ও অপেক্ষায় আছি .....................
আরও বিস্তারিত দেখতে:
আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।