Walton এর অসাধারন একটা ফোন, দেখুনতো পছন্দ হয় কি না! ভাল লাগার কথা!!

আসসালামু-আলাইকুম,

আশা করি সকলেই ভালো আছেন। সকল টেকটিউনসবাসীদের ঈদ-ঊল-আযহার পক্ষ থেকে ঈদ মোবারক । কোরবানীর ঈদ পার হলেই আমি Walton এর PRIMO X2 Smartphone টা কিনতে চাচ্ছি।


Primo X2


আমি নিচে এই ফোনের সকল কনফিগারেশন দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এটা কেনা ঠিক হবে কি না। যদি না হয় অন্য কোন একই ধরনের Smartphone এর জন্য মন্তব্য করার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলের মন্তব্য আশা করছি।

এখানে Walton Company তারা Battery এর ব্যপারে কোন তথ্য দেয়নি। আপনাদের অনেকের জানা থাকতে পারে তাদের বলছি আমাকে জানান Battery এর ব্যপারে।
আশা করি আপনাদের উপদেশগুলো পাবো।

Level 0

আমি bdsharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার তথ্যে কিছুটা ভুল আছে তাই নিচে ফুল কনফিগার দিলাম দেখেনিন এবং ব্যাটারির ব্যাপারে ও জানতে পারবেন। আপনাকে ধন্যবাদ।
Price: 23990 Tk
Camera: 13 Megapixel || Video: Yes, 1080p, 30fps Secondary 5 MP || Video: Yes1080p@30fps
Internet: GPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi b/g/n
FM Radio : No
Audio Player : MP3
Video Player: MP4
Memory: 32GB Internal, 2 GB RAM
Bluetooth: Yes, v4.0
USB: Yes, microUSB v2.0
Infrared: No
Weight: 128 gm
Status: Available
First Arrival: September, 2013
Memory: 32GB Internal, 2 GB RAM
Bluetooth: Yes, v4.0
USB :Yes, microUSB v2.0
Infrared: No
Weight: 128 gm
Status: Available
Display: 5.00″ TFT (1920px * 1080px) Capacitive Full Multi Touch
First Arrival: September, 2013
Memory: 32GB Internal, 2 GB RAM
Bluetooth :Yes, v4.0
USB: Yes, microUSB v2.0
Infrared: No
Weight: 128 gm
Status: Available
Display: 5.00″ TFT (1920px * 1080px) Capacitive Full Multi Touch
Browser: HTML
Java No
Other Features Android v4.2.1 (Jelly Bean), Quad-Core 1.5GHz Processor, 2150mAh Battery, Compass, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope, 3rd generation gorilla glass

আমি এক্স২ না কিনে এক্স১ কেনারই সাজেস্ট করব।
এক্স১ এ মুটামুটি সব কাজই খুব ভাল ভাবে করা যাবে। যেসব প্রবলেম ফেস করতে পারেন এক্স২তে। এইচডি গেমসগুলো ফুল রেজুলেশনে এক্স২তে খেলতে পারবেন না। খেলতে হলে রেজুলেশন কমিয়ে নিয়ে খেলতে হবে। এক্স১ এর ক্ষেত্রে এই ঝামেলাই নাই। সব কিছু ম্যাচিং করেই করা। সরাসরি খেলতে পারবেন। এক্স২তে সুপার এমোলেড ডিসপ্লে দেয়া হয় নাই। আইপিএস ডিসপ্লে। কিন্তু এক্স১ এ সুপার এমোলেড ডিসপ্লে। যদিও বলা হচ্ছে এক্স২ এর আিপিএস হলেও এটা সুপার আমোলেড এর কাছাকাছি এবং বেশ ভাল মানের। তবুও বলব এটা তো আর আমোলেড তো নয়। আর সেই সুবিধা পাবেনও না। ব্যাটারী ফিক্সড। পরবর্তিতে ব্যাটারী চেঞ্জ করতে চাইলে আমি নিশ্চিত অনেক বেশি খরচ লাগবে সে ক্ষেত্রে।

    Level 0

    @রাজিব আহসান: আপনার অসাধারন Suggest এর জন্য ধন্যবাদ। আমার মস্ত বড় ভুল থেকে বেচে গেলাম।
    আমার একটা প্রশ্ন Walton brand এর Smartphone কি অন্যান্য ভালো Brand এর মত টেকসই করবে?
    আশা করি উত্তরটা দিবেন Please.

Level 0

রাজিব অাহসান ভাই না জেনে কাছু বলবেন না HD GAMES চলে মোবাইলের HARDWARE এর উপর। অামি নিজে মোবাইলটি চালিয়ে দেখেছি বেশ ভাল। অাপনি ২টাPROBLEM FACEকরতে পারেন ১BATTERY FIXED ২ DUAL SIM নেই । অার HD GAMES ভালো ভাবেই চলবে। SOUND কম

Level 0

ei price range er moddhe walton kinar cheye sony xperia, onek valo hobe

ভাই, প্রিমো আর ২ টা কেমন হবে একটু জানাবেন ।

    Level 0

    @অরিন্দম পাল: ফোনটার সকল Specification দেখলাম। ভালোই লাগল। Phoneটার ওজন 160GM অনেকটা ভারী, অন্যান্য Smartphone এর চেয়ে। সবকিছুই ঠিক আছে, Camera, Display, Processor, ROM, RAM everything is perfect here. আপনি যদি কিনতে চান কিনতে পারেন কোন সমস্যা নেই।
    ধন্যবাদ।

walton nx আর walton x1 এর মধ্যে কোনটা ভাল হবে?pls কেউ একটু বলেন

    Level 0

    @Ibrahimakash: আপনি যদি Amoled Display চান তাহলে X1 নিতে পারেন।
    আর যদি Amoled Display এর প্রতি লোভ না থাকে তাহলে আপনি নির্ধিদ্বায় Nx কিনবেন। কারণ এতে 5.3 inch display ব্যবহার করা হয়েছে। সরাসরি Pendrive use করতে পারবেন Desktop/laptop এর মত যাকে বলে OTG (On The Go). সবচেয়ে ভালো দিক হচ্ছে ব্যটারী 3000mAh যা আপনাকে অধিক সময় চার্জ ধরে রাখতে সাহায্য করবে। আর এটাতে 13Megapixel Camera ব্যবহার করা হয়ছে BSI সেন্সর সহ।
    যেখানে আপনি অনেক ভালো মানের ছবি পাবেন।
    ধন্যবাদ।

Level 0

সহজ দুইটা কথা বলি। এই ফোনের মাদারবোর্ড বা চিপসেট হল মিডিয়াটেকের যেটা দুনিয়ার সবচেয়ে সস্তা! সব চায়না কমদামী (কনফিগের তুলনায় এক্স২ ও কিন্তু কম দামি) ফোন গুলাতে এই মিডিয়াটেক ব্যবহার করে।
এইটাতে ব্যবহার করা হয়েছে কর্টেক্স এ৭ আর্কিটেকচারের প্রসেসর। এ৭ এর কোয়াড কোর এর চেয়ে এ৯ এর ডুয়েল কোর অনেক বেটার। এখন আপনিই বুঝেন দুর্বল একটা মিডিয়াটেকের চিপসেটের উপর ২জিবি র‍্যাম আর ফুল এইচডি গ্রাফিক্স! পিপড়া দিয়া হাতি টানানো আর কি!
আর ডেভেলপমেন্ট… এন্ড্রইয়েডের মজাটাই ত ডেভেলপমেন্টে। এই ফোন থেকে আপনি যদি ডেভেলপার সাপোর্ট আশা করেন তাহলে আপনার মত বোকা আর কেও নাই।
ফুল এইচডি গ্রাফিক্স … সস্তা মাদারবোর্ড, মধ্যমমানের জিপিইউ আর সিপিইউ এর উপর ফুল এইচডি গ্রাফিক্স যার কারনে মাত্র ৩৩.৭ fps (৪০-৬০ হলে ভাল) । যার ফলে এইচ গেইমস খেলতে গেলে ল্যাগ করবে। রেজুলেশন কমিয়ে নিলে হয়ত ৬০ এর কাছাকাছি পেতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার।
হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo X2: http://www.androidkothon.com/post-id/4321