সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।
জাবা বা সিম্বিয়ার ব্যবহারকারীরা মোবাইলে আগে থেকে বাংলা সাপোর্ট না করলে সাধারনত UC ব্রাউজারে বাংলা দেখতে পারেননা। কারন, UC ব্রাউজারে অপেরার মত বিটম্যাপ ফন্ট সাপোর্ট করেনা আর তাই Selected কিছু ভাষা ছাড়া অন্যান্য ভাষা ব্রাউজারে দেখা যায়না। তবে সিম্বিয়ান ব্যাবহারকারীরা আলাদা Font ব্যাবহার করে ম্যানুয়ালি বাংলা দেখতে পারেন, তবে এটি অনেক জটিল এবং এতেও বাংলা ক্লিয়ার আসেনা, ফন্টগুলো এলোমেলো আর ভাংগা ভাংগা আসে। 😳 😳
আর এ সমস্যা সমাধানে নিচের লিংক থেকে UC ব্রাউজারটি ডাউনলোড করে নিন। এই ইউসিটি বিটম্যাপ ফন্ট সাপোর্ট করে। আর তাই এতে আপনি কোন সমস্যা ছাড়াই বাংলা দেখতে পারবেন। এতে আলাদাভাবে বিটম্যাপ On করতেও হবেনা। জাস্ট Download এন্ড Enjoy...। 😆 😆
নিচের Screenshot গুলো আগে দেখেনিন:
Screen Shot 01
Screen Shot 02
বিটম্যাপ সাপোর্টেড UC ব্রাউজারটির সরাসরি ডাউনলোড করেনিন এখান থেকে।
Advertise বিহীন আমার এই ফেজবুক পেইজটি লাইক দিয়ে রাখতে পারেন।
বি.দ্র: টেকটউনসে এটিই আমার প্রথম টিউন। তাই, টিউস সম্পর্কে আপনার মূল্যবান মতামত/পরামর্শ কামনা করছি।
কষ্ট করে সম্পূরণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks!