আসুন জেনে নেওয়া যাক নকিয়ার একটি সেরা স্মার্টফোন সম্পর্কে যেটা আপনার বাজেটের মধ্যে পড়তে পারে [ PART-2]

আসসালামু আলাইকুম

২ দিন আগে আমি নকিয়া লুমিয়া ৬২০ মডেলের ফোনটিকে নিয়ে একটি টিউন করেছিলাম।টিউনটি করার সময় আমি বলেছিলাম যে যারা এই মোবাইলটি ব্যাবহার করেননি এবং এন্ড্রয়েডের পাগলা ভক্ত তারা যেন উল্টাপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকে।কিন্তু কে শুনে কার কথা?যে যেভাবে পারছে এন্ড্রয়েড এর জন্য যুক্তি প্রদর্শন করেছে।আরে ভাই,আপনাকে যুক্তি প্রদর্শন করা তখুনি মানাবে যখন মোবাইলটি ব্যাবহার করবেন।লজিক ছাড়া তর্ক করতে সবাই জানে।তবে এর মধ্যে অনেকগুলো লুমিয়ার সাপোর্টার ও ছিল।
যাকগে সেসব কথা।কাজের কথায় আসি।লুমিয়া ৫২০ এর দাম পড়বে ১৪০০০ থেকে ১৫০০০ হাজার টাকার মাঝে।৬২০ মডেলটাতে ফ্রন্ট ক্যামেরা ছিল,কিন্তু এটাতে ফ্রন্ট ক্যামেরা নেই।তাই ভিডিও কলিং এ সমস্যা হবে।তাছাড়া বাকি সব ঠিক আছে।
আসুন তাহলে এক নজড়ে জেনে নেয়া যাক লুমিয়া ৫২০ সম্পর্কে.…

লুমিয়া ৫২০ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম
চালিত ফোন । গঠন গত
ভাবে এটি লুমিয়া সিরিজের বাকি ফোন গুলির
মতই – অর্থাৎ পেছনের দিকটা টেবিলের
মত… নোকিয়ার চিরাচরিত অসম্ভব সুন্দর
built quality. পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরী হলেও দেখতে যে কোন
দামী প্রিমিয়াম ফোনের মতই । ফোনের ব্যাক
প্যানেল লাল, নীল, সায়ান, হলুদ , লেমন
ইত্যাদি আকর্ষনীয় রঙে পাওয়া যায়।
এটি রাবাইজড, সাধারন সস্তা প্লাস্টিকের
চেয়ে অনেকটাই নরম । ফোন টির রেয়ার সাইড (পেছনের দিকে) একটি ৫
মেগাপিক্সেলের ক্যমেরা রয়েছে, যদিও কোন
ফ্ল্যশ লাইটের ব্যবস্থা রাখা হয় নি।
ক্যমেরাটি মোটের ওপর চলনসই।
লুমিয়া সিরিজের কিছু বিখ্যাত লেন্স
অ্যাপ্সের স্বাদ এই ফোনেও পাবেন যেমন – সিনেমাস্কোপ, স্মার্ট শুট ইত্যাদি। ৭২০
পি সেমি হাই ডেফিনেশান মোডে ভিডিও
তুলতে সক্ষম এই ক্যামেরা টি। লুমিয়া ৫২০
কোন ফ্রন্ট ফেসিং ক্যমেরা নেই । তাই
ভিডিও চ্যাট করা একটু মুশকিল । ক্যামেরা জন্য ডেডিকেটেড বাটন , ফোন লক /
আনলক বাটন , এবং ভলিউম রকার সবগুলিই
ফোনের ডানদিকে । বামদিকে কোন বাটন নেই
। উপরের দিকে রয়েছে একটি ৩.৫ MM অডিও
জ্যাক ।
লুমিয়া ৫২০ গর্ভে রয়েছে একটি মাইক্রো সিম স্লট, মাইক্রো এস.ডি কার্ড (মেমোরি কার্ড
স্লট) ও একটি ১৪২০ মিলি অ্যাম্পেয়ারের
ব্যাটারী।
সামনের WVGA 800X480 IPS display
মন্দ নয়। ৪” আয়তনের এই স্ক্রিনটির
viewing angle মোটের ওপর ভালই । স্ক্রীনের একেবারে নীচের দিকে ৩ টি সফট
কী রয়েছে । ব্যাক কী, উইন্ডোজ কী ও সার্চ
কী। ফোনটি ব্যাবহার করতে হলে এই ৩
টী কীর ব্যাবহার অত্যাবশ্যক । ফোনটি পরিচালিত হয় ১ গিগাহার্জের ডুয়াল
কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম দ্বারা।
উইন্ডোজ ৮ দ্রত গতির একটি OS আর ক্লোজড
( সোর্স কোড অ্যাক্সসেবল নয়) হওয়ার
কারনে ভাইরাস বা বাগসের
সম্ভাবনা একেবারেই নেই। অফুরন্ত গান ছবি, ভিডিও ও অন্যান্য ডকুমেন্টস
রাখতে পারেন লুমিয়ার ৮ গিগাবাইট
ইনবিলট (৪ গিগাবাইট ইউজার
অ্যাক্সেসেবল) আর ৬৪ গিগাবাইট পর্যন্ত
এক্সাটারনাল মেমোরিতে। এবার আসা যাক লুমিয়া ৫২০ ইউজার
ইনটারফেস প্রসঙ্গে । লক স্ক্রীনের
পর্দা সরালেই
দেখা যাবে কতকগুলি বর্গাকার চৌকো-
যেগুলিকে আদতে লাইভ টাইলস বলে ।
লুমিয়া ৫২০ হোম স্ক্রীনে থাকা প্রত্যেকটি অ্যাপ্পলিকেশন ই
থাকে টাইলসের আকারে । প্রয়োজন
অনুযায়ী এই টাইলগুলিকে রিসাইজ অর্থাৎ
আয়তন কমান- বাড়ান যায়
যা পূর্ববর্তী উইন্ডোজ ৭.৫ (ম্যাঙ্গো)
ভার্সনে করা যেত না। সোশ্যাল নেটওয়ার্কিং জন্য উইন্ডোজের
চেয়ে ভাল OS এর হয় না। বিশেষত, ফেসবুক,
টুইটার ইন্টিগ্রেশন এক কথায় অসাধারন।
“People” নামের টাইলসটি ইউজারের সব
আক্যাউন্টগুলির আপডেট এক সাথে এনে হাজির
করে, যা এককথার অনবদ্য। নেট ব্রাউজ করার জন্য এতে আছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০,
এছাড়াও উইন্ডোজ স্টোর থেকে পছন্দমত
ব্রাউসার ডাউলোড করে নেওয়া যায়। অফিস
ডকুমেন্ট (word, excel, power point ,
share note) দেখা ও এডিট করার জন্য অফিস
১০ এর মোবাইল ভার্সনটি তো আছেই । শেষে আসি, লুমিয়া ৫২০ সবচেয়ে লোভনীয়
নোকিয়া মিউজিক অ্যাপসের কথায় … পৃথিবীর
বিভিন্ন প্রান্তের কয়েক লক্ষ গানের সম্ভার
থেকে বিনামূল্যে ইচ্ছেমত গান ডাউনলোড
করার অনুমতি পাওয়া যায় প্রথম ৩ মাস। তাহলে এর দেরী কেন !!! যদি আপনার বাজেট 15,000
টাকার কম হয় আর
যদি আপনি একঘেয়ে আন্ড্রয়েডের জীবনে একটু
স্বাদ বদল করতে চান , তাহলে অবশ্যই আপনার
প্রথম পছন্দ হওয়া উচিৎ লুমিয়া ৫২০.

Level 0

আমি Bashar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

koi sher((android)),,,ar koi billi ((windows phone))

Level 0

haha manush er buddi lop paice ti sob windows er upor post dei…….

Level 0
Level 0

উনি বোধহয় উইন্ডোজ/নকিয়ার প্রোমোশন করার দায়িত্বে আছেন। মাইক্রোসফটের যেমন স্বভাব অ্যান্ড্রয়েড কে খোচা মেরে নিজের বিজ্ঞাপন করা। কে জানে উনি হয়ত এ ব্যাপারে মাইক্রোসফটের কাছেই প্রশিক্ষণপ্রাপ্ত। আসলে যাদের নিজেদের ক্ষমতা নাই নতুন কিছু করার এবং হিংসুটে তাদেরই কাজ হল নিজেদের বিজ্ঞাপনের সাথে অন্যের দোষ খুঁজে বেড়ানো। এই টেকটিউনসেই এমনকি অনেক চায়না ব্রান্ডের অ্যান্ড্রয়েড সেটের রিভিউ আছে। লেখকের কাছে প্রশ্ন সেগুলোর কয়টাতে উইন্ডোজের সমালোচনা করা হয়েছে? আসলে নিজে ভাল কিছু করতে পারলে অন্যে কি করল তা দেখার দরকার পড়েনা। উইন্ডোজ যদি এতই সুবিধার হয় তাহলে তাদের বিজ্ঞাপনে এত অ্যান্ড্রয়েড অ্যালার্জি কেন?

    Level 0

    হা হা হা.…আমাকে হাসালেন।আপনি যদি চায়না ফোন নিয়ে একটি পর্বভিত্তিক পোস্ট দেওয়া শুরু করেন তাহলে কি সেটাকে মনে করব যে আপনি চায়না কোম্পানির কর্মী? আপনি যদি ফুটবলে নেইমারের সাপুর্টার হয়ে তার পক্ষে সাফাই গান তাহলে আমরা মনে করব যে নেইমার আপনাকে ভাড়া করেছে।আপনারা যারা এন্ড্রয়েড ইউজার তারা উইনডোজকে দাম দেননা।উইনডোজকে নিয়ে বাজে মনোভাব প্রদর্শন করেন।আমি সেটার বিরুদ্বেই বলছি। @m.farjan:

Level 0

আপনার আগের টিউনগুলো দেখলাম। ১৫ হাজার বাজেটের ভিতরে কি ফোন কিনবেন পরামর্শ চেয়ে টিউন করেছেন। এবং পরের টিউনগুলো দেখে বোঝাই যায় আপনি এর ভিতরেই লুমিয়া ফোন কিনেছেন। তো আপনার লুমিয়াতে কি আছে দেখান তো যেটা আমার এক্সপেরিয়া জেড আলট্রা তে নাই? আপনাকে এভাবে আক্রমন করার ইচ্ছা আমার ছিলনা। আপনি আপনার সেট নিয়ে সন্তুষ্ট হতেই পারেন। কিন্তু তার মানে তো এই নয় যে আর বাকি সবার মাথায় ঘিলু নাই, তাই তারা অ্যান্ড্রয়েড নিয়ে মেতে আছে। আর আপনি নিজের সেটের প্রশংসা করার সাথে সাথে অ্যান্ড্রয়েড ইউজারদের মাথায় যে কিছু নাই সেটা বোঝাতে এসেছেন। আপনি নিজেই বুকে হাত দিয়ে বলুনতো আপনাকে যদি আপনার মামা একটা ষাট হাজার টাকার হ্যান্ডসেট গিফট করতে চায় তখন আপনি কোনটা নিবেন?

    @m.farjan: ভাই আমি আমার এলাকার অনেক android ফোনের সফটওয়ার সংক্রান্ত সমস্যা ঠিক করেছি। আমাকে যদি কেউ অত দামের ফোন দিত তবে আমি নকিয়া লুমিয়া ১০২০ চাইতাম। ভাই কখনও মাসখানেক কোন লুমিয়া একটানা চালিয়েছেন? চালানোর পরেও যদি আপনি সনিকে নকিয়ার থেকে ভাল ফোন নির্মাতা বলেন তবে আমি নির্দিদ্বায় তা মেনে নেব।

    Level 0

    @m.farjan: Lumia 1020

Level 0

Apni to dekhsi amar bepare ogrim kotha bola start korechen….ekhon ami jodi boli ami android and lumia 2tai use kore dekhe tader moddhe difference bujhte pere post dicchi tahole ki bolben? tachara amr goto post chilo 620 niye r ekhn 520 niye,tahole ki apni bolben ze ami 2ta lumia phn kinechi.? apni to dekhi bishal joker….60,000 hajar takar mobile ke niye tulona koren 17,000 takar mobile er shathe….hahahahahaha….dami mobile er shathe dami mobile er tulona korun….lumia 1020 model er shathe xperia z er tulona korun,moja bujhben….

VAI APNI SAMSUNG BA NAMI DAMI COMPANY GULAR KOTHA BAD DEN VALO MANER EKTA DESHI PHONE JEMON SYMPHONY W150 ER SATHE NOKI LUMIA 620+ ER TULONA KOREN TO.ASSA APNI ETA BOLEN J ANDROID E KI EMON NAI JETA WINDOWS E ASE(as a mobile os)?R APNI ANDROID ER MOTO INTERFASE WINDOWS E DEKHAN TO.WINDOWS KI ANDROID ER CAITEO USER FRIENDLY???AMAR MONE HOI NA.R WINDOW S J KHARAP ETA NA.TOBE WINDOWS K MANAY PC ER SATHE.R ANDROID K MOBILE ER SATHE.NOKIA JODI ETOI VALO HOITO TOBE WINDOWS CERE ANDROID ER DIKE GHUKTO NA!SESH MESH TO DEULIYA HOYE MICROSOFT ER KACE BIKRY HOYE GELO.JODI ANDROID BANATO TOBE KI EROKOM HOTO?SMARTPHONE E EKHON ANDROID ER RAJOTTO.EKHANE WINDOWS TAL PABE NA.TOBE FUTURE ER KOTHA ALADA.TOBE AMI BOLBO ANDROID IS BETTER THAN WINDOWS (as a mobile os)

Level 0

বাজেট ফোন মনেহয় অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে নাই? আর আপনি আমার প্রশ্নের উত্তর দেন। কোন চায়না অ্যান্ড্রয়েড এর জন্যেও রিভিউ দিতে অন্য প্লাটফর্মের নিন্দা করতে হয়না। আপনার উইন্ডোজ কে প্রোমোট করতে যতটা করতে হয়।

যারা নকিয়ার লুমিয়া সিরিজ সত্যিই ব্যবহার করেছেন তারা এর বিরুদ্ধে কখনও কিছু বলবেন না জানি। কিন্তু যারা তা কখনও ব্যবহার না করেই নেগেটিভ মন্তব্য করেন তাদের প্রতি আমার প্রশ্ন গুগল কি আপনাদের বেতন দেয়? আমার এক সামসাং কর্মী বন্ধু ছিল, যে অফিস থেকে ফিরেই কম্পিউটার নিয়ে বসে সামসাং নিয়ে বিভিন্ন ব্লগে ভাল পোস্ট দিত ও নকিয়ার সমালোচনা করত। পরে জেনেছি দুনিয়াব্যাপী তাদের আদেশে তাদের হাজার কর্মী একই কাজ করে। নকিয়া কখনও গ্রাহক ঠকাত না। তারা সবথেকে ভাল ফোন বানিয়েও আমেরিকা ও তার মিত্র দেশের কোম্পানিগুলোর সাথে কূটনীতিতে পেরে ওঠেনি। তাছাড়া নকিয়া প্রচারের পদ্ধতিতেও দুর্বল। নকিয়া N9 মোবাইল অস্কারখ্যাত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একাই ১২ টা বিভাগে ও Znet বছরের সেরা পুরস্কার জেতার পরও অনেকে এটা চিনতনা। এখন নকিয়া ব্র্যান্ড নাম আমেরিকান কোম্পানি মাইক্রোসফটের। ইতিমধ্যেই তারা কিছুট বেশি মার্কিন মিডিয়া কভারেজ পাওয়া শুরু করছে যেটা আগে অনেক চেষ্টা করেও পেত না।

Level 0

Vai apnar comment amake eirokom post dite inspire kore….thank you so much….@Shawon vai

Level 0

41 megapixel er ekta mobile dekhan to…. @m.farjan:

Level 0

আমি লমিয়া ইউজার…2010 থেকে আমি এনড্রয়েডের ফ্যান ছিলাম…কিন্তু 520 ব্যবহার করার পর এনড্রয়ড কে সবচেয়ে সস্তা (আইফোন আর উইন্ডোজ এর মধ্যে) প্লাটফর্ম মনে হয়েছে । আর সবচেয়ে বড় কথা 20,000 এর উপরে যদি কেউ ফোন কিনতে চায় কখনও এন্ড্রয়েড কিনতে বলব না…এমনেআমার বাজেট কখনও 50,000 কাছাকাছি হলে স্যামসাং (এন্ড্রয়েড) তো দুরের কথা আইফোনও না । উনার আগের টিউন টা পড়েছি । সেটা ভাল লেগেছে । এই টিউনটাকে আরও সুন্দর করতে পারতেন । তবে লুমিয়া নিয়মিত ব্যবহার না করলে এর মজা বুঝবেন না । হয়ত অনেক এপস নাই, কিন্তু ্েকেটু বলবেন আপনার ফোনে এপস কয়টা ..এবং তার মধ্যে কয়টা নিয়মিত ব্যবহার করেন…….

Level 0

apnar comment er jonndo thanks….valo laglo….windows phn er jonno ekhn 2 lakher moto app ache….eteo jodi nahoy tahole oderke ami ki kore bujhabo? @babu_fu

VAIYA AMI KON2 WINDOWS K KHARAP BOLINI.TOBE ANDROID IS SUPER.NOKIAR DEULIYA HOBAR KARONTAI HOSSE ANDROID NA RAKHA.R SHAWON VAI N9 ER KOTHA BOLTECEN KEN?OTA TO ANDROID ASAR AGEI CILO NA???
WINDOWS IS BETTER BT ANDROID IS BEST…BECAUSE ANDRPID IS SOOO USER FRIENDLY…

    Level 0

    @RIPON BDBOY: yes andriod is user friendly and cheap…that’s why we have introduced with smartphone..but when u will think about premium and security …then u have to choose something special..how many times u have to look up on ur task manager on android and how many time u have to close running apps …

একটা জিনিস খেয়াল করেছি, যে যে জিনিসের প্রেমে পরে যায় তার কাছে সেটার ভাল দিক ছাড়া খারপ দিক গুলো চোখে পড়ে না। এটা কোন অস্বাভাবিক না। এ ক্ষেত্রে তৃতীয় কোন মাধ্যম লাগে। আমি সেক্ষেত্রে বিভিন্ন রিভিও দেখাটা ভাল মনে করি। gsmarena র রিভিও গুলো নির্ভরযোগ্য মনে হয়। যদি মনে হয় রিভিওতে পক্ষপাতিত্ত করছে সেক্ষেত্রে কয়েকটা সাইটের review তুলনা করে দেখা যেতে পারে।
এনড্রয়েড না উইনডোজ কোনটা ভাল সেটা আমি কিছুই বলছি না, review দেখার অনুরোধ সবাইকে।

Level 0

@Tauhidul Islam
নকিয়া লুমিয়া ৯২০ রিভিউ(Znet, Engadget): “এর পরও যদি তারা ফোন বিক্রিতে ১ নম্বরে উঠতে না পারে তবে তারা(নকিয়া) দূর্ভাগা”- রিভিউয়ার

Level 0

যারা এন্ডয়েডপ্রেমী তাদের প্রতি আমার প্রশ্ন আপনারা কি জানেন গুগল কি কোম্পানী? ইন্টারনেটে খুঁজে দেখুন তারা কোন সফটওয়্যার কোম্পানী নয় তারা মূলত শীর্ষ বিজ্ঞাপনদাতা কোম্পানী। তারা যদি সফটওয়্যার কোম্পানী না হয় তবে তারা সারা বিশ্বব্যাপী কেন ফ্রি সফটওয়্যার দেয় আপনাদের মনে কখনো কি সে প্রশ্ন জাগেনি? সকল বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানই ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করে। গুগল একধাপ এগিয়ে।

Level 0

ক্রোম ব্রাউজার ইনস্টল করে দেখুন ব্রাউজার চালু বা বন্ধ থাকুক সবসময় তারা আপডেটের কথা বলে একটা ব্যাকগ্রাউন্ড সার্ভিস চালু রাখবে। এছাড়াও এমনকি তারা অন্য ব্রাউজারেও প্লাগইন ইন্সটল করবে। মাইক্রোসফট অনেক আগেই তাদের বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ এনেছে।(ডাকাতের বিরুদ্ধে চোরের অভিযোগ আরকি) তারা আপনাকে ব্রাউজার, অপারেটিং সিষ্টেম ফ্রী দিবে। বিনিময়ে তারা চায় আপনার সকল তথ্য যে সকল তথ্য অন্য বিজ্ঞাপনদাতারা যোগাড় করার কল্পনাও করতে পারবেন পারবেনা

    Level 0

    @Shawon584: Right….আর কদিন পর এন্ড্রয়েড ফোন পাওয়া যাবে 2000 টাকার মধ্যে….সস্তার যে 12 অবস্থা হতে বাকী থাকবে না………………

Level 0

samsung smart phone banai thiki..tobe er style nai!but nokia sobdik bibechona korei set banai…tobe jodi 20000 er ektu upore andrd kinte chan galaxy core nen…1GB ram soho mkv cholbe softwar charai! tobe smart look naai…amr sadhdher moddhe samsung er ei settai amake valo lage..r lumiar sob seti valo lage.hoito bolben 610 er kotha bt er camera n others configur owsome..