আসসালামু আলাইকুম
২ দিন আগে আমি নকিয়া লুমিয়া ৬২০ মডেলের ফোনটিকে নিয়ে একটি টিউন করেছিলাম।টিউনটি করার সময় আমি বলেছিলাম যে যারা এই মোবাইলটি ব্যাবহার করেননি এবং এন্ড্রয়েডের পাগলা ভক্ত তারা যেন উল্টাপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকে।কিন্তু কে শুনে কার কথা?যে যেভাবে পারছে এন্ড্রয়েড এর জন্য যুক্তি প্রদর্শন করেছে।আরে ভাই,আপনাকে যুক্তি প্রদর্শন করা তখুনি মানাবে যখন মোবাইলটি ব্যাবহার করবেন।লজিক ছাড়া তর্ক করতে সবাই জানে।তবে এর মধ্যে অনেকগুলো লুমিয়ার সাপোর্টার ও ছিল।
যাকগে সেসব কথা।কাজের কথায় আসি।লুমিয়া ৫২০ এর দাম পড়বে ১৪০০০ থেকে ১৫০০০ হাজার টাকার মাঝে।৬২০ মডেলটাতে ফ্রন্ট ক্যামেরা ছিল,কিন্তু এটাতে ফ্রন্ট ক্যামেরা নেই।তাই ভিডিও কলিং এ সমস্যা হবে।তাছাড়া বাকি সব ঠিক আছে।
আসুন তাহলে এক নজড়ে জেনে নেয়া যাক লুমিয়া ৫২০ সম্পর্কে.…
লুমিয়া ৫২০ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম
চালিত ফোন । গঠন গত
ভাবে এটি লুমিয়া সিরিজের বাকি ফোন গুলির
মতই – অর্থাৎ পেছনের দিকটা টেবিলের
মত… নোকিয়ার চিরাচরিত অসম্ভব সুন্দর
built quality. পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরী হলেও দেখতে যে কোন
দামী প্রিমিয়াম ফোনের মতই । ফোনের ব্যাক
প্যানেল লাল, নীল, সায়ান, হলুদ , লেমন
ইত্যাদি আকর্ষনীয় রঙে পাওয়া যায়।
এটি রাবাইজড, সাধারন সস্তা প্লাস্টিকের
চেয়ে অনেকটাই নরম । ফোন টির রেয়ার সাইড (পেছনের দিকে) একটি ৫
মেগাপিক্সেলের ক্যমেরা রয়েছে, যদিও কোন
ফ্ল্যশ লাইটের ব্যবস্থা রাখা হয় নি।
ক্যমেরাটি মোটের ওপর চলনসই।
লুমিয়া সিরিজের কিছু বিখ্যাত লেন্স
অ্যাপ্সের স্বাদ এই ফোনেও পাবেন যেমন – সিনেমাস্কোপ, স্মার্ট শুট ইত্যাদি। ৭২০
পি সেমি হাই ডেফিনেশান মোডে ভিডিও
তুলতে সক্ষম এই ক্যামেরা টি। লুমিয়া ৫২০
কোন ফ্রন্ট ফেসিং ক্যমেরা নেই । তাই
ভিডিও চ্যাট করা একটু মুশকিল । ক্যামেরা জন্য ডেডিকেটেড বাটন , ফোন লক /
আনলক বাটন , এবং ভলিউম রকার সবগুলিই
ফোনের ডানদিকে । বামদিকে কোন বাটন নেই
। উপরের দিকে রয়েছে একটি ৩.৫ MM অডিও
জ্যাক ।
লুমিয়া ৫২০ গর্ভে রয়েছে একটি মাইক্রো সিম স্লট, মাইক্রো এস.ডি কার্ড (মেমোরি কার্ড
স্লট) ও একটি ১৪২০ মিলি অ্যাম্পেয়ারের
ব্যাটারী।
সামনের WVGA 800X480 IPS display
মন্দ নয়। ৪” আয়তনের এই স্ক্রিনটির
viewing angle মোটের ওপর ভালই । স্ক্রীনের একেবারে নীচের দিকে ৩ টি সফট
কী রয়েছে । ব্যাক কী, উইন্ডোজ কী ও সার্চ
কী। ফোনটি ব্যাবহার করতে হলে এই ৩
টী কীর ব্যাবহার অত্যাবশ্যক । ফোনটি পরিচালিত হয় ১ গিগাহার্জের ডুয়াল
কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম দ্বারা।
উইন্ডোজ ৮ দ্রত গতির একটি OS আর ক্লোজড
( সোর্স কোড অ্যাক্সসেবল নয়) হওয়ার
কারনে ভাইরাস বা বাগসের
সম্ভাবনা একেবারেই নেই। অফুরন্ত গান ছবি, ভিডিও ও অন্যান্য ডকুমেন্টস
রাখতে পারেন লুমিয়ার ৮ গিগাবাইট
ইনবিলট (৪ গিগাবাইট ইউজার
অ্যাক্সেসেবল) আর ৬৪ গিগাবাইট পর্যন্ত
এক্সাটারনাল মেমোরিতে। এবার আসা যাক লুমিয়া ৫২০ ইউজার
ইনটারফেস প্রসঙ্গে । লক স্ক্রীনের
পর্দা সরালেই
দেখা যাবে কতকগুলি বর্গাকার চৌকো-
যেগুলিকে আদতে লাইভ টাইলস বলে ।
লুমিয়া ৫২০ হোম স্ক্রীনে থাকা প্রত্যেকটি অ্যাপ্পলিকেশন ই
থাকে টাইলসের আকারে । প্রয়োজন
অনুযায়ী এই টাইলগুলিকে রিসাইজ অর্থাৎ
আয়তন কমান- বাড়ান যায়
যা পূর্ববর্তী উইন্ডোজ ৭.৫ (ম্যাঙ্গো)
ভার্সনে করা যেত না। সোশ্যাল নেটওয়ার্কিং জন্য উইন্ডোজের
চেয়ে ভাল OS এর হয় না। বিশেষত, ফেসবুক,
টুইটার ইন্টিগ্রেশন এক কথায় অসাধারন।
“People” নামের টাইলসটি ইউজারের সব
আক্যাউন্টগুলির আপডেট এক সাথে এনে হাজির
করে, যা এককথার অনবদ্য। নেট ব্রাউজ করার জন্য এতে আছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০,
এছাড়াও উইন্ডোজ স্টোর থেকে পছন্দমত
ব্রাউসার ডাউলোড করে নেওয়া যায়। অফিস
ডকুমেন্ট (word, excel, power point ,
share note) দেখা ও এডিট করার জন্য অফিস
১০ এর মোবাইল ভার্সনটি তো আছেই । শেষে আসি, লুমিয়া ৫২০ সবচেয়ে লোভনীয়
নোকিয়া মিউজিক অ্যাপসের কথায় … পৃথিবীর
বিভিন্ন প্রান্তের কয়েক লক্ষ গানের সম্ভার
থেকে বিনামূল্যে ইচ্ছেমত গান ডাউনলোড
করার অনুমতি পাওয়া যায় প্রথম ৩ মাস। তাহলে এর দেরী কেন !!! যদি আপনার বাজেট 15,000
টাকার কম হয় আর
যদি আপনি একঘেয়ে আন্ড্রয়েডের জীবনে একটু
স্বাদ বদল করতে চান , তাহলে অবশ্যই আপনার
প্রথম পছন্দ হওয়া উচিৎ লুমিয়া ৫২০.
আমি Bashar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
koi sher((android)),,,ar koi billi ((windows phone))