আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিউন নিয়ে হাজির হয়েছি।আজকে আপনাদের আমি Nokia S60 3rd Edition মোবাইল ফোনের হ্যাক শেখাব।
3rd Version ফোনের সফটওয়্যার ইন্সটল নিয়ে ঝামেলায় পড়েন না,এমন কেউ আছে বলে আমার মনে হয় না ;-)।সফটওয়্যার ইন্সটল করতে গেলেই Expired লেখা আসে,এমনটি দেখতে দেখতে আপনাদের নিশ্চয়ই ঘেন্না ধরে গেছে।
হ্যাঁ বন্ধুরা,এই ঝামেলা আর না।আজকের পর থেকে আমরা চিরতরে বিদায় জানাবো এই অসহ্য যন্ত্রণাকে। 😀
খুব সতর্কতার সাথে আমি যেভাবে লিখব ঠিক তেমনিভাবে ধাপে ধাপে কাজগুলো করবেন।যখন যেটি ওপেন করতে বলব তখনই তা ওপেন করবেন।
১. প্রথমে এখান থেকে ডাউনলোড করুন হ্যাকিং-এর প্রয়োজনীয় ফাইলগুলো।ফাইলটি 3rd edition hack.rar নামে Rar আর্কাইভ হিসেবে কম্প্রেস করা আছে।এছাড়া হ্যাকিং-এর কাজটি করতে আরো একটি অতিরিক্ত ফাইল ম্যানেজার সফটওয়্যার,যেমনঃProfimail বা Xplore লাগবে।আপনার কাছে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এটি Extract করলে ১টি টেক্সট ফাইল এবং আরো ৫টি কম্প্রেসড ফাইল পাবেন।
২. এবার HelloCarbide.zip ফাইলটি Extract করে ইন্সটল করুন।
সাবধান! এখনই কিন্তু এটি ওপেন করবেন না।
৩. এবার SymbianOS 9.1 Version-এর ফোনের জন্য preFP1_CapsOnOff.rar এবং SymbianOS 9.2 Version-এর জন্য FP1_CapsOnOff.rar ফাইলগুলো Extract করুন।আপনার সেটটি SymbianOS 9.1 Version নাকি SymbianOS 9.2 Version তা নিচের লিস্ট থেকে দেখে নিন।
৪. এবার ফাইল ম্যানেজার(Profimail বা Xplore,যেটি আপনি ব্যবহার করেন) ওপেন করে ফোনের মেনু বাটন চেপে ফাইল ম্যানেজারটি মিনিমাইজ করুন।
[যারা মোবাইলের ফাংশন তেমন বুঝেননা তাদের জন্য আবারো বলছি,কোন সফটওয়্যার চলাকালীন যদি ফোনের মেনু বাটন চাপেন তবে তা মিনিমাইজ হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।আবার যদি আপনি মেনু বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখেন তবে স্ক্রীনের বামদিকে উপরে মিনিমাইজ হয়ে যাওয়া অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে।]
৫. এবার,HelloCarbid অ্যাপ্লিকেশনটি ওপেন করে Option চাপুন এবং Menu1 সিলেক্ট করুন।এখন আপনার মোবাইলের স্ক্রিনে "Done......probably" ম্যাসেজ দেখাবে।ম্যাসেজটি দেখালে Yes সিলেক্ট করুন।
৬. ফোনের মেনু বাটন চেপে ধরে রেখে মিনিমাইজ করা অ্যাপ্লিকেশনগুলো থেকে ফাইল ম্যানেজারটি(Profimail বা Xplore) ওপেন করুন।তারপর CapsOn/CapsOff ফাইলগুলো যেখানে রেখেছেন ওখানে গিয়ে Extract করা ফাইলগুলো থেকে CProfDriver_SISX.ldd নামের ফাইলটি কপি করে C:\sys\bin এ;অর্থাৎ C: ড্রাইভে গিয়ে প্রথমে sys ফোল্ডারে,তারপর bin ফোল্ডারে গিয়ে পেস্ট করুন।লক্ষ্য রাখবেন,আপনি আপনার ফোনের ভার্সন অনুযায়ী preFP1_CapsOnOff.rar বা FP1_CapsOnOff.rar এর extract করা ফাইলগুলো থেকে CProfDriver_SISX.ldd কপি করেছেন কিনা।আবারো বলছি,SymbianOS 9.1 Version-এর ফোনের জন্য preFP1_CapsOnOff.rar এবং SymbianOS 9.2 Version-এর জন্য FP1_CapsOnOff.rar প্রযোজ্য।
৭. এবার ফোন রিস্টার্ট করুন।
৮. এবার আপনি আপনার ফোনের উপযোগী preFP1_CapsOn এবং preFP1_CapsOff বা FP1_CapsOn এবং FP1_CapsOff ফাইলটি ইন্সটল করে নিন।এই গেল হ্যাকিং-এর আসল কাজ।এটি করার ফলে এখন থেকে আপনি আপনার Symbian ফোনটির সিস্টেম ডাইরেক্টরিতে প্রবেশ করে এডিট করতে পারবেন।
৯. এবার Pre-FP1 ফোনগুলোর জন্য installserver9.1.zip এবং Fp1 ফোনগুলোর জন্য installserver9.2.zip ফাইলটি Extract করুন।তারপর installserver9.1.exe/installserver9.2.exe ফাইলটি কপি করে আগের মতো C:\sys\bin এ গিয়ে পেস্ট করুন।
ব্যাস! হয়ে গেল আপনার Symbian OS 3rd edition ফোনটির হ্যাকিং।এখন থেকে 3rd Edition এর কোন সফটওয়্যার ইন্সটল করতে আর Expired দেখাবে না এবং সব 3rd Edition sis,sisx সফটওয়্যার ইন্সটল নিবে। 🙂
আশা করছি আপনারা সফলভাবে করতে পারবেন।
কিছু এক্সট্রা টিপস : আমি যেসব হ্যাকিং সফটওয়্যার দিলাম ওগুলো যদি ইন্সটল না নেয় তবে আপনার ফোনের টাইম সেটিংসে গিয়ে Date পরিবর্তন করে দিতে হবে।আপনার ফোনের Made Date থেকে ১বছর আন্দাজ সামনের কোন তারিখ দিয়ে ফোন রিস্টার্ট করে সফটওয়্যারগুলো ইন্সটল করতে ট্রাই করুন।তাতেও যদি না হয়,তবে ২০০৮ সালের কোন তারিখ দিয়ে ট্রাই করুন।আরেকটি ব্যাপার হল,আপনার ফোনে যতক্ষণ CapsOff সফটওয়্যারটি Running থাকবে ততক্ষণই এই হ্যাক কার্যকর থাকবে।তবে চিন্তার কোন কারণ নেই,ইন্সটল করার পর থেকেই এটি ফোন অন হলে চলতে থাকবে।তারপরও আপনার মনে সন্দেহ থাকলে আপনি Manually একবার CapsOff Run করাতে পারেন।আর যদি CapsOnটি Run করেন,তবে হ্যাক আর কার্যকর থাকবে না।কারণ তখন সিস্টেম ডাইরেক্টরি Protected হয়ে যায়;যা সাধারারণত Default থাকে।
দুঃখ শেয়ার : সন্ধ্যা ৬:৩০ থেকে শেষ শুরু করে রাত ২:৩৫-এ এসে টিউনটি সম্পূর্ন করতে পারলাম।কি?চমকে গেলেন নাকি?হা হা,আমার এই দুর্গতির কারণ আর কিছুই নয়।আবহমান বাংলার চিরায়ত সেই লোডশেডিং আর দুঃখজনকভাবে টেকটিউনসের দুর্বল সার্ভার :-(।অনেকক্ষণ পর বিদ্যুৎ এলেও টিউনার পেইজ লোড নিতে মজিলার প্রায় বাঁচা-মরা অবস্থা।প্রথমে নেট প্রবলেম ভেবেছিলাম,পরে দেখি অন্য পেইজ ঠিকই লোড হচ্ছে :-|।কাকে আর বুঝাই মনের দুঃখ,আসেন একটু গলা মিলিয়ে কেদেঁ নেই :'( ।
আমার টিউনটি আরো আগে করার কথা ছিল।টিউনটির প্রকাশে অনাকাঙ্খিত বিলম্বের কারণে আমি ক্ষমা চাইছি।সবাই ভাল থাকবেন 🙂 ।
[বিশেষ দ্রষ্টব্য : এই টিউনটিতে বর্ণনাকৃত পদ্ধতির ভুল প্রয়োগ ঘটিয়ে কেউ ক্ষতিগ্রস্থ হলে টিউনারকে গালমন্দ করবেন না যেন :p]
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জতিল জিনিস ভাই।দেখি একবার try করুম।thanks……