আসুন শিখে নেই Nokia S60 3rd Edition ফোন হ্যাক!

আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিউন নিয়ে হাজির হয়েছি।আজকে আপনাদের আমি Nokia S60 3rd Edition মোবাইল ফোনের হ্যাক শেখাব।
3rd Version ফোনের সফটওয়্যার ইন্সটল নিয়ে ঝামেলায় পড়েন না,এমন কেউ আছে বলে আমার মনে হয় না ;-)।সফটওয়্যার ইন্সটল করতে গেলেই Expired লেখা আসে,এমনটি দেখতে দেখতে আপনাদের নিশ্চয়ই ঘেন্না ধরে গেছে।

হ্যাঁ বন্ধুরা,এই ঝামেলা আর না।আজকের পর থেকে আমরা চিরতরে বিদায় জানাবো এই অসহ্য যন্ত্রণাকে। 😀

খুব সতর্কতার সাথে আমি যেভাবে লিখব ঠিক তেমনিভাবে ধাপে ধাপে কাজগুলো করবেন।যখন যেটি ওপেন করতে বলব তখনই তা ওপেন করবেন।

১. প্রথমে এখান থেকে ডাউনলোড করুন হ্যাকিং-এর প্রয়োজনীয় ফাইলগুলো।ফাইলটি 3rd edition hack.rar নামে Rar আর্কাইভ হিসেবে কম্প্রেস করা আছে।এছাড়া হ্যাকিং-এর কাজটি করতে আরো একটি অতিরিক্ত ফাইল ম্যানেজার সফটওয়্যার,যেমনঃProfimail বা Xplore লাগবে।আপনার কাছে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।

এটি Extract করলে ১টি টেক্সট ফাইল এবং আরো ৫টি কম্প্রেসড ফাইল পাবেন।

২. এবার HelloCarbide.zip ফাইলটি Extract করে ইন্সটল করুন।

সাবধান! এখনই কিন্তু এটি ওপেন করবেন না।

৩. এবার SymbianOS 9.1 Version-এর ফোনের জন্য preFP1_CapsOnOff.rar এবং SymbianOS 9.2 Version-এর জন্য FP1_CapsOnOff.rar ফাইলগুলো Extract করুন।আপনার সেটটি SymbianOS 9.1 Version নাকি SymbianOS 9.2 Version তা নিচের লিস্ট থেকে দেখে নিন।

SymbianOS 9.1 Version

SymbianOS 9.2 Version

৪. এবার ফাইল ম্যানেজার(Profimail বা Xplore,যেটি আপনি ব্যবহার করেন) ওপেন করে ফোনের মেনু বাটন চেপে ফাইল ম্যানেজারটি মিনিমাইজ করুন।

[যারা মোবাইলের ফাংশন তেমন বুঝেননা তাদের জন্য আবারো বলছি,কোন সফটওয়্যার চলাকালীন যদি ফোনের মেনু বাটন চাপেন তবে তা মিনিমাইজ হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।আবার যদি আপনি মেনু বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখেন তবে স্ক্রীনের বামদিকে উপরে মিনিমাইজ হয়ে যাওয়া অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে।]

৫. এবার,HelloCarbid অ্যাপ্লিকেশনটি ওপেন করে Option চাপুন এবং Menu1 সিলেক্ট করুন।এখন আপনার মোবাইলের স্ক্রিনে "Done......probably" ম্যাসেজ দেখাবে।ম্যাসেজটি দেখালে Yes সিলেক্ট করুন।

৬. ফোনের মেনু বাটন চেপে ধরে রেখে মিনিমাইজ করা অ্যাপ্লিকেশনগুলো থেকে ফাইল ম্যানেজারটি(Profimail বা Xplore) ওপেন করুন।তারপর CapsOn/CapsOff ফাইলগুলো যেখানে রেখেছেন ওখানে গিয়ে Extract করা ফাইলগুলো থেকে CProfDriver_SISX.ldd নামের ফাইলটি কপি করে C:\sys\bin এ;অর্থাৎ C: ড্রাইভে গিয়ে প্রথমে sys ফোল্ডারে,তারপর bin ফোল্ডারে গিয়ে পেস্ট করুন।লক্ষ্য রাখবেন,আপনি আপনার ফোনের ভার্সন অনুযায়ী preFP1_CapsOnOff.rar বা FP1_CapsOnOff.rar এর extract করা ফাইলগুলো থেকে CProfDriver_SISX.ldd কপি করেছেন কিনা।আবারো বলছি,SymbianOS 9.1 Version-এর ফোনের জন্য preFP1_CapsOnOff.rar এবং SymbianOS 9.2 Version-এর জন্য FP1_CapsOnOff.rar প্রযোজ্য।

৭. এবার ফোন রিস্টার্ট করুন।

৮. এবার  আপনি আপনার ফোনের উপযোগী preFP1_CapsOn এবং preFP1_CapsOff বা FP1_CapsOn এবং FP1_CapsOff ফাইলটি ইন্সটল করে নিন।এই গেল হ্যাকিং-এর আসল কাজ।এটি করার ফলে এখন থেকে আপনি আপনার Symbian ফোনটির সিস্টেম ডাইরেক্টরিতে প্রবেশ করে এডিট করতে পারবেন।

৯. এবার Pre-FP1 ফোনগুলোর জন্য installserver9.1.zip এবং Fp1 ফোনগুলোর জন্য installserver9.2.zip ফাইলটি Extract করুন।তারপর installserver9.1.exe/installserver9.2.exe ফাইলটি কপি করে আগের মতো C:\sys\bin এ গিয়ে পেস্ট করুন।

ব্যাস! হয়ে গেল আপনার Symbian OS 3rd edition ফোনটির হ্যাকিং।এখন থেকে 3rd Edition এর কোন সফটওয়্যার ইন্সটল করতে আর Expired দেখাবে না এবং সব 3rd Edition sis,sisx সফটওয়্যার ইন্সটল নিবে। 🙂

আশা করছি আপনারা সফলভাবে করতে পারবেন।

কিছু এক্সট্রা টিপস : আমি যেসব হ্যাকিং সফটওয়্যার দিলাম ওগুলো যদি ইন্সটল না নেয় তবে আপনার ফোনের টাইম সেটিংসে গিয়ে Date পরিবর্তন করে দিতে হবে।আপনার ফোনের Made Date থেকে ১বছর আন্দাজ সামনের কোন তারিখ দিয়ে ফোন রিস্টার্ট করে সফটওয়্যারগুলো ইন্সটল করতে ট্রাই করুন।তাতেও যদি না হয়,তবে ২০০৮ সালের কোন তারিখ দিয়ে ট্রাই করুন।আরেকটি ব্যাপার হল,আপনার ফোনে যতক্ষণ CapsOff সফটওয়্যারটি Running থাকবে ততক্ষণই এই হ্যাক কার্যকর থাকবে।তবে চিন্তার কোন কারণ নেই,ইন্সটল করার পর থেকেই এটি ফোন অন হলে চলতে থাকবে।তারপরও আপনার মনে সন্দেহ থাকলে আপনি Manually একবার CapsOff Run করাতে পারেন।আর যদি CapsOnটি Run করেন,তবে হ্যাক আর কার্যকর থাকবে না।কারণ তখন সিস্টেম ডাইরেক্টরি Protected হয়ে যায়;যা সাধারারণত Default থাকে।

দুঃখ শেয়ার : সন্ধ্যা ৬:৩০ থেকে শেষ শুরু করে রাত ২:৩৫-এ এসে টিউনটি সম্পূর্ন করতে পারলাম।কি?চমকে গেলেন নাকি?হা হা,আমার এই দুর্গতির কারণ আর কিছুই নয়।আবহমান বাংলার চিরায়ত সেই লোডশেডিং আর দুঃখজনকভাবে টেকটিউনসের দুর্বল সার্ভার :-(।অনেকক্ষণ পর বিদ্যুৎ এলেও টিউনার পেইজ লোড নিতে মজিলার প্রায় বাঁচা-মরা অবস্থা।প্রথমে নেট প্রবলেম ভেবেছিলাম,পরে দেখি অন্য পেইজ ঠিকই লোড হচ্ছে :-|।কাকে আর বুঝাই মনের দুঃখ,আসেন একটু গলা মিলিয়ে কেদেঁ নেই :'( ।

আমার টিউনটি আরো আগে করার কথা ছিল।টিউনটির প্রকাশে অনাকাঙ্খিত বিলম্বের কারণে আমি ক্ষমা চাইছি।সবাই ভাল থাকবেন 🙂 ।

[বিশেষ দ্রষ্টব্য : এই টিউনটিতে বর্ণনাকৃত পদ্ধতির ভুল প্রয়োগ ঘটিয়ে কেউ ক্ষতিগ্রস্থ হলে টিউনারকে গালমন্দ করবেন না যেন :p]

Level 0

আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জতিল জিনিস ভাই।দেখি একবার try করুম।thanks……

Quick Hack অথবা Helloox দিয়ে খুব সহজেই এই কাজটি করা যায়। আর টেকটিউনসের দুর্বল সার্ভার ব্যাপারটি ঠিক বুঝলামনা । আমারতো কোন সমস্যা হয়না খুব দ্রুতই লোড হয়।

    Level 0

    কাল সার্ভার চরম লো ছিল :p

ভাল টিউন……..
আচ্ছা আপনাকে আমার চেনা চেনা লাগছে…..
থাকেন কই বলেন তো

    Level 0

    ধন্যাবাদ কামরুল ভাই,আমি চট্টগ্রাম-হাটহাজারী থাকি 😀

    @ russel619
    তাহলে ভাই miss understanding হয়েছে sorry
    আমি ঢাকায় থাকি………. আমাদের এলাকায় আপনার মত একজন থাকে

    Level 0

    WOW!! Interesting :p

ভাই আমি তো Symbian OS 3rd edition V 9.3 ব্যাবহার কোরি। nokia 6220c. আমি কি কোরবো??

    Level 0

    তাহলে আপনার মোবাইলে কাজটি হচ্ছে না।আমি আন্তরিকভাবে দুঃখিত 🙁

সুন্দর টিউন। তবে আমি Manually date পরিবর্তন করে Application install করি।

    Level 0

    ধন্যবাদ ফাসিক ভাই 🙂

Level 0

ফোন হ্যাক করা হয় মূলত আনসাইন ফোন সপ্টয়্যার ( specially SIS type) install করার জন্য। Expire Date problem তো ডেট পিছালেই solved………..

    Level 0

    জ্বি।ঠিক বলেছেন।তবে আমি শেষের দিকে কি বলেছি তা একটু ভাল করে দেখবেন :D,আর Date পিছালে সবসময় কাজ হয় না।আমি আপনাকে সেরকম সফটওয়্যার দিতে পারব।যাই হোক,বার বার Date পিছানোর ঝামেলা আমার ভাল লাগেনা।এটা একটা All in one solution,তাই এই পদ্ধতি কাজে লাগাই।যাদের Date পিছাতে ভাল লাগে তারা এই পদ্ধতি অনুসরণ না করলেই চলবে।
    ধন্যবাদ maxbd ভাইকে 🙂

[বিশেষ দ্রষ্টব্য : এই টিউনটিতে বর্ণনাকৃত পদ্ধতির ভুল প্রয়োগ ঘটিয়ে কেউ ক্ষতিগ্রস্থ হলে টিউনারকে গালমন্দ করবেন না যেন :p]

গালমন্দ করব কেন ভাই???? অনেক ভালো লিখেছেন

    Level 0

    তাই বুঝি!! :p অ-নে-ক ধন্যবাদ প্রোসেসর ভাই।টিউনটি করতে আসলেই আমার অনেক কষ্ট হয়েছে,তাই আপনারা ভাল বললে আমার টিউন করা সার্থক 🙂 ।

bhi jan amr mobile e ei directory ti nai C:\sys\bin.and ami jokhon hello carbid on kore menu1 dai tokhon “Done……probably” eti o ashe na.apni jebabe bolechen ami thik shebabe korchi. kin2 hoy na. ami nokia N82 use kori Black ta……………………………………………..

    Level 0

    বুঝতে পেরেছি,আমিও 9.2 এর জন্য Experiment করতে N82 ব্যবহার করেছি।আপনি যদি Xplore ব্যবহার করে থাকেন তবে,Xplore এর Tools এ গিয়ে Configuration ওপেন করুন।ওখানে Show system application বা show system folder নামে চেক বক্স পাবেন,ওটায় টিক মার্ক দিয়ে দিন।এবার আপনি C: তে গেলে sys এবং bin পাবেন।আরেকটা কথা,যখন Hellocarbid রান করবেন তখন Xplore/Profimail আপনার ব্যাকগ্রাউন্ডে Running থাকতে হবে;নতুবা কাজ হবে না।Hellocarbid ওপেন করে দুইবার ফোনের Left Soft Key এবং একবার Right Soft Key চাপুন।স্ক্রীনে কিছু দেখা যাক বা নাই যাক।এরপর Xplore ওপেন করে কপি করুন।
    এরপরও যদি না হয় তবে আপনার N82 নিয়ে অন্য ফোন দিয়ে আমাকে ০১৭১৪৩১০৬০২ এ কল দিন।

Level 0

আচ্ছা হ্যাকিং টা কি জন্য কেউকি আমাকে বুঝিয়ে বালতে পারেন ???? আমি যতদূর জানি হ্যাকিং জিনিষটাই খারাপ, তাই নয় কি??

    Level 0

    হা হা হা……,তা নয় আপু।হ্যাকিং সবসময় খারাপ না।আপনি যদি Authorization এর অনুমতি ব্যতিরেকে বা অসদুপায়ে কোন কিছু ব্যবহার করেন অথবা ব্যবহার করার উপায় বের করেন তাহলে তা হ্যাকিং-এর আওতায় পরে।কোনকিছুর Security কতটুকু শক্তিশালী হয়েছে তা কিন্তু হ্যাকারদের হাতে না পড়লে ১০০% বুঝা যায় না।তাই Develop-এর পর Authorization-কেও একবার হ্যাকার হতে হয়। কি? মজা না ব্যাপারটা?? 😀

ধন্যবাদ ভাই…
🙂 🙂 🙂 🙂

ইন্টারনেটে ঘাটাঘাটি করে অনেক হ্যাকার দের ভুলে ভরা হ্যাক করতে গিয়ে আমার সেট পুরা গেছে। শেষপর্যন্ত আপনার টিপ্সটা ই কাজে লাগলো।
ধন্যবাদ। রাসেল।

    Level 0

    আপনার কাজে লেগেছে শুনে খুব ভাল লাগলো 🙂 আপনাকেও ধন্যবাদ তমাল 😀

নোকিয়া ৬২৯০ আছে, ৬৩০০ থাকলে কি ক্ষতিটাই বা হইতো 🙁

    Level 0

    হা হা হা…….. মনে মনেই ধরে নিন রনি ভাই,তাতেও তো কোন ক্ষতি নেই 😛 😀

Level 0

vai ami N86 8MP use kori..vai go bohut chesta koreo hack korte parsi na..vai easy ekta upay ber kore den.plz….plzzzz

menu1 a click korle software stop hoye back kore