আসুন জেনে নেওয়া যাক নকিয়ার একটি সেরা স্মার্টফোন সম্পর্কে যেটা আপনার বাজেটের মধ্যে পড়তে পারে

আসসালামু আলাইকুম

চারপাশে শুধু এন্ড্রয়েড এন্ড্রয়েড। সবার হাতে হাতে এখন এন্ড্রয়েড।ব্যাপারটা এমন হয়ে দাড়িয়েছে যে এন্ড্রয়েড নামটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়।আর তাই সাভাবিক ভাবেই আমি আপনাদের জন্য এন্ড্রয়েড ব্যাতিত ব্যাতিক্রমধর্মী স্মার্টফোন নিয়ে আলোচনা করব।আজ আপনাদের সাথে যে স্মার্টফোন নিয়ে আলোচনা করব সেটা হল নকিয়া লুমিয়া ৬২০।তবে একটা কথা আগেই বলে রাখি যারা এন্ড্রয়েডের পাগলা ভক্ত তারা এই ফোনটি ব্যাবহার না করে বাজে মন্তব্য করবেন না।

একনজড়ে নকিয়া লুমিয়া ৬২০ঃ

tবাজেটবান্ধব দামে উইন্ডোজ ফোনের
চমৎকার একটি উদাহরণ হতে পারে এটি।
বাংলাদেশের
এই ফোনটি পাওয়া যাবে নজর
কাড়া ৫টি (সাদা, কালো, নীল, হলুদ এবং ম্যাজেন্ডা) আলাদা রঙে। ডিসপ্লে: টিএফটি ক্যাপাসিটিপ টাচ স্ক্রিন যুক্ত
লুমিয়া ৬২০ এর পর্দার আকৃতি ৩.৮" ।
রেজুলেশন ৪৮০X৮০০ পিক্সেল, যা লুমিয়া ৭২০
এর মত রেজুলেশন। তবে লুমিয়া
৬২০(২৪৬পিপিআই) এর পিক্সেল
ডেনসিটি লুমিয়া ৭২০(২১৭পিপিআই) এর চেয়ে বেশি। সাথে আছে মাল্টি পয়েন্ট টাচ
ফাংশন। প্রসেসর: প্রসেসর হিসেবে দেয়া আছে স্ন্যাপড্রাগন
এস৪ মানের ১ গিগাহার্য কোয়ালকম ক্রেইট
ডুয়াল কোর প্রসেসর। জিপিইউ
আছে অ্যাড্রিনো ৩০৫। ক্যামেরা: এর ক্যামেরাটি মধ্যম মানের। ৫
মেগাপিক্সেল সমৃদ্ধ এই ফোনে অটো ফোকাস
এবং লেড ফ্লাশ আছে। স্থির চিএে সবোর্চ্চ
রেজুলেশন ২৫৯২X১৯৩৬
এবং সাথে এইচডি (৭২০X১২৮০@৩০এফপিএস)
ভিডিও রেকর্ডিং সম্ভব। এপারচার এফ২.৪, ফোকাল লেন্থ ২৮এমএম, এবং লেড ফ্লাশের
কার্যকরী এলাকা ৩ মিটার পর্যন্ত।
সামনে ভিডিও কলের জন্য আছে ভিজিএ
(৬৪০X৪৮০) ক্যামেরা। মেমরি এবং স্টোরেজ: র্যাম ৫১২এমবি, ইন্টারনাল মেমরি ৮ জিবি,
যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪
জিবি পর্যন্ত বাড়ানো যাবে। বিজনেজ ফিচার: মাইক্রোসফটের অফিস প্রোগ্রামগুলো যেমন
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট
চালাতে পারবেন যা অফিসিয়াল
কাজে আপনাতে সাহায্য করবে। কানেক্টিভিটি: ইন্টারন্টে এক্সপ্লোলার ১০, জিপিআরএস,
থ্রিজি, ওয়াইফাই+হটস্পট,
মাইক্রোইউএসবি V2, জিপিএস, ব্লুটুথ V৩,
এনএফসি, অডিও জ্যাক ৩.৫এমএম। ব্যাটারি: ১৩০০এমএএইচ
সর্বোচ্চ টকটাইম ২জি ১৪.৬ ঘন্টা, ৩জি ৯.৯
ঘন্টা
সর্বোচ্চ ৩জি স্টান্ডবাই টাইম ৩৩০ ঘন্টা
মিউজিক প্লেব্যাক টাইম ৬১ ঘন্টা

এই ফোনটি আপনারা পাবেন ১৭ থেকে ১৮ হাজার টাকার মধ্যে।আমার বিশ্বাস এই ফোনটি ব্যাবহারের পর এন্ড্রয়েডের কথা ভূলে যাবেন।অনেকে এপলিকেশন নিয়ে চিল্লা পাল্লা করতে পারেন।তাদেরকে আমি বলতে চাই বর্তমানে উইনডোজ মোবাইলের জন্য ২ লক্ষের অধিক এপলিকেশন আছে।তাছাড়া বেশি এপলিকেশন এন্ড্রয়েডে ইনস্টল দিলে সেটা স্লো হতে পারে তবে এটা এত সহজে স্লো হয় না।তাই এটি ব্যাবহার করে দেখতে পারেন।আলাদা একটা মজা পাবেন।
সবাই ভাল থাকবেন।ধন্যবাদ।

Level 0

আমি Bashar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ekta android tab a
se.ekta windows phone hole kharap hoy na

Level 0

hmmm….use kore dekhen vai….preme pore jaben….

আমি Apple,android দুটোই চালাইছি বাট নোকিয়া লুমিয়া ৫২০ যেটা আছে এটার মত মজা পাই নাই কসম.

    @শাওন: বিশ্বাস করলাম না, উইন্ডোজে সুবিধার চাইতে ঝামেলায় বেশি। উইন্ডোজফোন 6.1, 7.5 এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করেছি, বিরক্তিকর একটা প্লাটফ্রম।

    আপনি কোন ফিচারে আকৃষ্ট কসম করছেন?

      Level 0

      really zodi apni use kore thaken tobe apnar kache emon ekta comment asha korini.apni chara tahole windows use kore sobai happy? @মতিউর রহমান:

Level 0

জি ভাইয়া। আপনার কমেন্ট টা পড়ে ভাল লাগলো। যাক আমার পক্ষে একজন পাওয়া গেল। তবে ৬২০ মডেলটা ৫২০ এর চেয়ে একটু ভাল মানের।@ শাওন ভাই

ভাই আমি লুমিয়া ৯২০ চালাই পার্ফরমেন্স ভালো কিন্তু আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়নাই এর ইউয়াই টা। এন্ড্রয়েড এদিক দিয়ে এগিয়ে আছে। দেন এগেইন এটা আমার ব্যাক্তিগত অভিমত।

Level 0

apnar comment er jonno thanks….performance valo but user friendly na-ei beparta kirokom gulmele hoye gelo na?

Mia moja lon!18000 taka koi pamu?

    Level 0

    lojja kisher? taka lagle bolben na…. :p@CYANIDE-of-BANGLADESH:

@Bashar 786 ==vy ai world e andrid user crore gun beshi,,so sobar ei je chinta dhara eta ki apni vul bolte chan????

    Level 0

    apni ki mone koren only aplication er jonno android niya eto lafalafi kora uchit?
    are vai,ekta lumia use koren….tarpor bujhben ke egiye….tachara windows phone ekhon popular hocche….@TONMOY gazi:

Level 0

bro i used both windows and android. actually whole world e android e egiye, ei bepare kono confusion karo thakar kotha na, only nokia chara r valo kono brand o windows platform e nei.n nokia o keno android platform e gelona sejonno tara pore suffer korse. akhon to nokia microsoft kine nilo.anyway os er bepara user dependable. Tech pagla vai bolte cheye User Interface er kotha n offcourse eidik diye android egiye. sobmiliye ejonnoi smartphone er market e 76% er moto android dokhol kore ache……..

আমি উইন্ডোজ ফোন এখনই নয়। নোকিয়া যখন দাড়ানোর মত শক্ত স্থান পাবে তখন ব্যবহার করব। আপাতত এন্ড্রয়েডই ভাল। তবে রিভিউটা ভাল হইসে।

ভালো লাগলো…। ধন্যবাদ টিঊন এর জন্য………।।

Level 0

ekhn porjonto zara lumia use korse tara android er tulonai lumia kei egiye rekheche….idaning android mobile gulu name chole….ekbar ekta lumia use korun,tarpor comment korun….ami nijeo android and windows use korsi….
tachara onekei bolchen ze world e android user beshi,tara ki vul?
are vai chaina jinish o to beshi chole,tai bole sheta kotodin tike….

Level 0

are vai bujhen na keno,android namer vut ta matha theke jhere lumia use kore dekhun.ter paben mobile use korar moja.tachara apnara use na korle nokia kivabe shokto obosthane darabe@আশরাফ:

Onek din tt te log in korini.bt apnar tune pore login na kore parlam na.amr chokhe aj porjonto kauke paini je windows platform er mob use kore setake khub valo bolce.windows theke sobai e ios & android k egiye rakhe.ami nijeo htc er windows use korci.1 yr use kore otake sell diye dici. Bt apnar oi 18000tkr moddhe sony xperia sola ta kine use korteci.je moja goto 1yr a paini sei mojar thekeo besi moja goto 4mash a peyechi. Nokia lumia bolen r htc bolen platform kintu ak e,windows.so nokia k egiye dekhabar kono proyojon nei. R apps er katha bolle android best. Amr sony te prochur Apps install kora bt akhno slow hote dekhlam na. Jai hok ata amr nijossho motamot.

    Level 0

    are vai eta nokia er windows phone….apni ektu valo kore khuj niye dekhen zara nokia lumia use korse tara sontusTo….age nokia lumia windows phone use koren tarpor comment korte ashen@স্বপ্ন স্বার্থক:

    Level 0

    @স্বপ্ন স্বার্থক: nice boss

vaiya ashole ami nokiar vokto..kintu apni beparta kholamela vabe dekhen..android platform chalito phone gulo bortomane 4000 taka teo pawa jacche..r ei 4000 takar phone e ja khub easily jesob jinish kora jacche segulo kintu 12000 takar symbian platform eo kora jetona..eta amio mani j windows platform manei giant platform..kintu sorbonimno giant platform kinte geleo amake gunte hobe 13-14000 taka..jeta sobai parbena..kintu oi eki rokomer moja ami matro 4-5000 taka khoroch koreo pete parchi jodi android k choose kori..

Level 0

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
কিন্তু আপনি বললেন যে ১৩০০০-১৪০০০ টাকার উইনডোজ ফোনে যেটা পাওয়া যায় সেটা নাকি ৪০০০ টাকার এন্ড্রয়েডে পাওয়া যায়।উইনডোজ আর এন্ড্রয়েড কি এক হল?
১৭ থেকে ১৮ হাজার টাকাই যে এন্ড্রয়েড কিনবেন সেই দামে একটা নকিয়া লুমিয়ার উইনডোজ ফোন কিনে দেখুন।তাহলে আপনার চিন্তা ধারায় পরিবর্তণ আসবে বলে আমার বিশ্বাস।@sopnil sopno:

Level 0

চাচা, সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না! winshit দিয়া আর কাম হইবো না।

    Level 0

    logic chara comment koren keno? @m.farjan:

windows Software Gula Kothin xbox player ow sundor valo je use korbe Moja Pabe ..amar Mote Samsung er Cheye Nokia Lumia Hajar Gun Valo ,sony mobile gula ow sundor

    Level 0

    ji vai ami eta jani,zara lumia use korche tara etakei sera bole….apnar awesome comment er jonno dhonnobad…. @black-devil-atiq:

Level 0

সত্যিই আমি ৫২০ ব্যাবহারের পর এন্ড্রয়েডের কথা ভূলে গেছি , কোনভাবেই এন্ড্রয়েডে ব্যাক করার ইচ্ছা নাই আর…আর আমার ফোন মেমরী 3 GB Apps এ ভরা তারপরওে একটুও স্লো হয়নি , আসলে উইন্ডজ ৮ এর সুবিধাই এটা । পিসি ৮ ব্যবহার করলে আরও ভাল বুঝবেন ।

    Level 0

    ভাই, ওদেরকে আমি কি করে বুঝাই বলুন? লুমিয়ার উইনডোজ ফোন ব্যাবহার না করে এখানে এসে আজাইরা পেচাল পারতাছে।
    যায়হোক, আপনার চরম মন্তব্যের জন্য চরম ধন্যবাদ @babu_fu:

Level 0

bhai mathato purai ghola koira dilen. lumia 620 budgeter moddhe ache. abar android o budgeter vitore acche . purai confused. faissa gechi mainkar chipay………………….!!!!!!!!!!!

Level 0

vai, apnar matha thik korte kodur tel lagan….eta apnar budgeter moddhe porbe inshallah @Sea hawk

520 use kortesi.. Seriously ami mughdho… 🙂

যারা নকিয়ার লুমিয়া সিরিজ সত্যিই ব্যবহার করেছেন তারা এর বিরুদ্ধে কখনও কিছু বলবেন না জানি। কিন্তু যারা তা কখনও ব্যবহার না করেই নেগেটিভ মন্তব্য করেন তাদের প্রতি আমার প্রশ্ন গুগল কি আপনাদের বেতন দেয়? আমার এক সামসাং কর্মী বন্ধু ছিল, যে অফিস থেকে ফিরেই কম্পিউটার নিয়ে বসে সামসাং নিয়ে বিভিন্ন ব্লগে ভাল পোস্ট দিত ও নকিয়ার সমালোচনা করত। পরে জেনেছি দুনিয়াব্যাপী তাদের আদেশে তাদের হাজার কর্মী একই কাজ করে। নকিয়া কখনও গ্রাহক ঠকাত না। তারা সবথেকে ভাল ফোন বানিয়েও আমেরিকা ও তার মিত্র দেশের কোম্পানিগুলোর সাথে কূটনীতিতে পেরে ওঠেনি

Level 0

জি ভাইয়া,আপনি একদম সঠিক কথাটাই বলেছেন।অসংখ্য ধন্যবাদ। @Junaid Ahmed Shawon:

Level 0

ভাই অনেকে অনেক মন্তব্য করলেন । কেউ কেউ যুক্তি দিছেন যে দুনিয়াতে ৭৬ % android use করেন । একটা কথা আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা অপারেটিং সিস্টেম হিসেবে কি ইউজ করি । কিন্তু কেন ? কারন এটা সহজ লভ্য এবং সহজ । তাই বলে কি লিনাক্স খারাপ ? না ইউজ করতে গেলে কম্পিউটার কান্না করে ? তো এরকম স্মার্টফোনের জগতে android সেরকমই একটা place পাইছে । আবার অনেকে বলছেন windows এ নাকি apps এর ঘাটতি । আমার মনে হয় এটা আপনি নিজে না জেনে বলছেন । বাঙালীর নিজস্ব গুনে আপনি এটা বলেছেন । গুন টা হল শুনে শুনে হাফেজ । যাই হোক এটা আমার একান্তই নিজের অভিব্যক্তি ।

Level 0

আপনার মন্তব্যটা পড়ে খুবই ভাল লাগলো। @hridoy_akh:

Level 0

HAHA

Level 0

আমি ৫২০ নিতে চাইতাসি কি কন ভাই ??