আপনার জাভা মোবাইলের জন্য থিম,গেমস এবং এপলিকেশন কাষ্টমাইজ করুন খুব ইজিলি

আমরা হয়ত অনেকে নিজের মত করে মোবাইলের জন্য থিম,গেমস এবং এপলিকেশন কাষ্টমাইজ করতে চাই।  তাদের জন্যই এই পোষ্ট।

১ম ধাপঃ

আপনি যে থিম,গেমস এবং এপলিকেশন কাষ্টমাইজ করতে চান তা কম্পিউটারে নিয়ে আসুন।

২য় ধাপঃ

এবার যদি আপনার কম্পিউটারে Win RAR/Win ZIP থাকে তবে দেখুন ফাইলটা zip ফাইল আকারে দেখাচ্ছে।

৩য় ধাপঃ

ফাইলটাকে Extract করুন।

৪র্থ ধাপঃ

Extract করা ফাইলগুলোর মধ্যে দেখুন আপনার মোবাইলের মধ্যে থাকা সব রেজিষ্ট্রি কোড, পিকচার, এনিমেশন কোড ইত্যাদি দেখাচ্ছে।

৫ম ধাপঃ

এই ধাপটা সম্পূর্ণ আপনার।  বুঝতেইত পারছেন কিসের জন্য।

এবার মনের মত সবকিছু কাষ্টমাইজ করুন নিজের মত।

বি:দ্র: আপনি যদি .jar এক্সটেনশন যুক্ত মানে এপলিকেশন বা গেমস কাষ্টমাইজ করতে চান তাহলে তা অটোমেটিক কম্পিউটারে এসে zip ফাইল হয়ে যাবে।  কিন্তু থিম্‌স এর ক্ষেত্রে কম্পিউটারে এনে .nth এক্সটেনশন কেটে .jar এক্সটেনশন দিয়ে দিন এবার বেটা যায় কই, দেখছেন ঠিক ধরা পরছে।

আরেটা কথা কখনও নিজের নামে কিছু ক্রিয়েট করবেন না।  যতটা সম্ভব মূল থিম বজায় রেখে কাষ্টমাইজ করবেন।  যদিও কেউ বুঝতে পাবে না যে আসলে মূল ক্রিয়েটর কে।  তবে vendor চেক করলে ধরা খাইবেন নিশ্চিত।  কাজেই সাবধান।

অবশ্য ভবিষ্যতে, কীভাবে vendor ক্রিয়েট করতে হয় তা দেখাব !!!!!

কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ৤

Level 0

আমি Tanzidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস