সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের টিউনে।অনেক ভাইকেই বেশ কয়েকদিন ধরে দেখছি Call Recorder সফটওয়্যারের জন্য অনুরোধ করতে।আমার কাছে যেহেতু আছে তাই ভাবলাম জিনিসটা শেয়ার করা যাক।
সফটওয়্যারটি হলো 'Total Recall'।এটি কেবল মাত্র Nokia series60 3rd edition মোবাইল ফোনে কাজ করবে।এই সফটওয়্যারটির সবচেয়ে চমৎকার দিক হল যে,এটি দিয়ে Call Record করলে কোন Beep বা Warning tone শোনা যায় না!এটির ইন্সটল্যাশন অন্যান্য সফটওয়্যারগুলোর মতোই,তাই আশা করছি কোন সমস্যা হবে না।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড করার পর আনজিপ করলে ৩টি ফাইল পাবেন,যার ২টি হচ্ছে main sis ফাইল ও ১টি Keygen।Sis ফাইল দুটির যেটি আপনার মোবাইলে support করে সেটি ইন্সটল করে নিন।তারপর Keygen ইন্সটল করে Run করলে আপনার সেটে ইন্সটল করা Total Recall-এর সাথে Compatible কয়েকটি লাইসেন্স কোড পাবেন।এই লাইসেন্স কোডগুলো দিয়ে এবার Total Recall সফটওয়্যারটি Active করে নিন।ব্যাস,এইবার মোবাইলটি Restart করে নিন এবং ব্যবহার করা শুরু করুন চমৎকার এই সফটওয়্যারটি :D।যদি কোন সমস্যা হয়,তবে আমাকে mail করুন।
দুর্ভাগ্যবশত আমার মোবাইলটি কিছুদিন আগে চুরি হয়ে গেছে,তাই Screenshot দিতে পারলাম না।Nokia মোবাইলের যেকোন সফটওয়্যার লাগলে আমাকে মেইল করে জানাবেন,আশা করছি দিতে পারব :D।
এই সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করে থাকতে পারেন,কিন্তু আমি টিউন করেছি শুধুমাত্র নতুনদের জন্য।আর যদি কেউ আগে এটি নিয়ে টিউন করে থাকেন;তবে মডারেটগণ অবশ্যই আমার টিউনটি নির্দ্বিধায় মুছে ফেলার অধিকার রাখেন।
[বিশেষ দ্রষ্টব্যঃএই টিউনটিতে দেয়া সফটওয়্যারটি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে টিউনার দায়ী থাকবে না।]
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি বিষয়ক ব্লগসাইট http://www.techtechbd.blogspot.com এতে রয়েছে না জানা আনেক তথ্য। তাই দেরি না করে এখনেই প্রবেশ করুন