টিউনটি অনেক চিন্তা-ভাবনা করে দিলাম। সম্ভবত এরকম টিউন আগে করা হয়ে থাকতে পারে।যদি এরকম টিউন যদি আগে করা হয়ে থাকে তাহলে মডারেটরগণ নিঃদ্বিধায় লেখাটি মুছে দিতে পারেন।
আমরা কম্পিউটারে ওয়েব ব্রাউজ করতে করতে অভ্যস্থ।কিন্তু আমরা চাইলে আমাদের মুঠোফনেও একইভাবে ওয়েব ব্রাউজ করতে পারি।কিন্তু মোবাইলের জন্য ওয়াপ সাইট গুলা একটা বিশেষ কাঠামো দিয়ে তৈরী করা হয়। এজন্য কোডিং এর প্রয়োজন হয়।কিন্তু আপনি চাইলে আপনার ইন্টারনেট ওয়েবসাইটকে মোবাইলের ওয়াপ সাইটে রূপান্তর করে মোবাইলে ব্রাউজ করতে পারেন। আজকে আমি তেমনই সহজ একটা পদ্বতি জানাবো। তাহলে প্রথমেই চলুন Skweezer নামের এই সাইটে যাওয়া যাক।নিচের চিত্রের মত একটা ওয়েবপেজ আসবে।
এখানে লাল মার্ককৃত স্থানে আপনার ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিন।তারপর এখান থেকে আপনাকে সরাসরি আপনার ওয়াপ সাইটে নিয়ে যাবে।সেখানে মূল ওয়েবসাইটের কিছু পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে।
এবার আসুন আপনার ওয়েব ব্রাউজারে যে লিঙ্কটি পাবেন সেটা ফরওয়ার্ডিং বা মাস্কিং করতে হবে। যেমনটি ধরুন আমি আমার সাইটি সার্চ বক্সে সার্চ দেয়ার পর তারা সরাসরি আমার ওয়াপসাইটে নিয়ে গেছে। সেখানে ওয়েব ব্রাউজারে এমন একটা লিঙ্ক পাবেন
http://www.skweezer.com/s.aspx?q=infobd24.weebly.com এখন আমি এটাকে ফরওয়ার্ডিং করে mobinfobd24.tk করেছি। এভাবে আপনি আপনার সাইটের ওয়াপসাইট তৈরী করতে পারবেন। আমার ওয়েবসাইটির মূল ইন্টারনেট ভার্সন infobd24.tk সমস্যাসমূহঃ যেহতু এটি একটা ফ্রী সার্ভিস তাই ওয়াপ ভার্সন করার আপনি আপনার সাইটে skweezer এর এড দেখতে পাবেন।এই এড সাইটের একেবারে উপরে বা শেষে থাকতে পারে। আপনারা Demo স্বরূপ উপরের সাইটি দেখতে পারেন।
আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।
আরে টিউন আগে থাকলে সমস্যা কি? আপনার টিউনটি ভাল…….. আমার এই বিষয়ক একটা লেখা দেখতে পারেন http://earnhelp.com/?p=99