আমার মতো যারা ওয়ারিদের প্যাকেজ অথবা Market থেকে Sumsung B110 মডেলের সেটটি কিনেছেন, তাদের এই টিউনটা কাজে আসবে বলে আমার আশা। আর আপনার যদি Samsung B110 সেটটি না থাকে কিন্তু password টা জানা থাকে তাহলে আপনি আপনার বন্ধু কিংবা আত্নীয়কে সাহায্য করতে পারবেন।
কয়েকদিন আগে ওয়ারিদের সেন্টার থেকে একটা Samsung B110 মডেলের সেট কিনলাম। নরমাল হলেও সেটের যে ফিচারটি সবচেয়ে ভাল লেগেছে তাহল Privacy Setting এর মাধ্যমে আপনি Phonebook, Message, Call log, Images, Sounds গুলোকে password protect করতে পারবেন। কিন্তু সমস্যা হলো Defalt Password জানা থাকতে হয়। নকিয়া, মটোরোলা ইত্যাদি সেট গুলোর পাসওয়ার্ড সাধারণত (0000, 1234, 12345, 00000 Etc) হয়। অনেকদিন খোঁজাখোঁজি করেও এই সেটটির password পাচ্ছিলাম না। সবশেষে আজ পাসওয়ার্ডটি পেলাম। পাসওয়ার্ডটি হলো ৮ টি শূন্য (00000000).
Samsung B110 সেটের ডিফল্ট পাসওয়ার্ড : 00000000
এখন আপনি আপনার পছন্দ মতো password পরিবর্তন করে নিতে পারবেন এবং প্রয়োজন বোধে message এ পাসওয়ার্ড দিতে পারবেন, যাতে অন্য কেউ আপনার ব্যক্তিগত ম্যাসেজ গুলো দেখতে না পারে।
আমি জাকারিয়া উজ্জ্বল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিডিয়াফায়ারবিডি.কম সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!
ভাই নতুন কিছু চাই, আমার মনে হয় এটা অনেকে আগে থেকেই 60% মানুষ জানে.