আজ আপনাদের সাথে একটি অসাধারন মোবাইল ফোন এর কথা বলব ,এর নাম Motorola Moto X, অনেক সুন্দর ডিজাইন ও ভাল হার্ডওয়্যার এর কারণে এটা খুব সহজে সারা বিশ্বে সবার মন কেড়েছে ,আসুন এর বিস্তারিত দেখা যাক,
হার্ডওয়্যার
Motorola Moto X তে অপারেটিং সিস্টেম হল এন্ডয়েড ৪.২.২ , এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে 1.7 গিগাহার্জের ডুয়েলকোর Qualcomm MSM8960Pro Snapdragon প্রসেসর । গ্রাফিক্স বা জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে Adreno 320 গ্রাফিক্স ।যা আপনাকে যেকোনো গেম খেলার নিশ্চয়তা দিবে।
ডিসপ্লে
Motorola Moto X তে রয়েছে ৪ .৭ ইঞ্চি অ্যামুলেড টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১২৮০x৭২০ , ৩১২ পি.পি.আই যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা ।ডিসপ্লে রক্ষা কর্তা হিসাবে আছে করনিং গরিলা গ্লাস।
ক্যামেরা
Motorola Moto X তে ১০ মেগা পিক্সেল সেন্সর সম্বলিত ক্যামেরা , যা দিয়ে 1.4 µm pixel size সম্বলিত ছবি ও ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন । সামনে ২ মেগা পিক্সেল ক্যামেরাতে ভিডিও কল করতে পারবেন ও ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন ।
বডি
Motorola Moto X এর বডি হল ১২৯.৩ x ৬৫.৩ x১০.৪ মিলিমিটার তার মানে ১২৯.৩ মিলিমিটার উচ্চতা, ৬৫.৩ মিলিমিটার প্রস্থ, আর ১০.৪ মিলিমিটার পুরত্ত ।
মেমরি
Motorola Moto X সেট এ বিল্ট ইন ১৬/৩২ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আর ও আছে ২ গিগাবাইট রেম । যা আপনাকে যেকোনো গেম খেলার নিশ্চয়তা দিবে।
ব্যাটারি
সেট এ ব্যবহার করা হয়েছে ২২০০ মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে আরও ব্যবহার হয়েছে,
মূল্য
Motorola Moto X সেট এর দাম মাত্র ২৪০০০-২৫০০০ টাকার কাছাকাছি বা $৩০০ ডলার এর নিচে থাকবে ।
আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ওয়ালটন X2 এর চেয়ে কি এটা ভাল হবে ?
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।