“ভাল দামে অসাধারন মোবাইল ফোন”(পর্ব -৭)

আজ আপনাদের সাথে একটি অসাধারন মোবাইল ফোন এর কথা বলব ,এর নাম  Motorola Moto X, অনেক সুন্দর ডিজাইন  ও ভাল হার্ডওয়্যার এর কারণে এটা খুব সহজে  সারা বিশ্বে সবার  মন কেড়েছে  ,আসুন এর বিস্তারিত দেখা যাক,

Motorola Moto X

হার্ডওয়্যার

   Motorola Moto X তে অপারেটিং সিস্টেম হল এন্ডয়েড ৪.২.২ , এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে  1.7 গিগাহার্জের  ডুয়েলকোর Qualcomm MSM8960Pro Snapdragon প্রসেসর । গ্রাফিক্স বা জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে Adreno 320 গ্রাফিক্স ।যা আপনাকে যেকোনো গেম খেলার নিশ্চয়তা দিবে।

Motorola Moto X

ডিসপ্লে

Motorola Moto X  তে রয়েছে ৪ .৭ ইঞ্চি  অ্যামুলেড টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১২৮০x৭২০ ,  ৩১২ পি.পি.আই  যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা ।ডিসপ্লে রক্ষা কর্তা হিসাবে আছে করনিং গরিলা গ্লাস।

Motorola Moto X

ক্যামেরা

Motorola Moto X  তে  ১০  মেগা পিক্সেল  সেন্সর সম্বলিত ক্যামেরা , যা দিয়ে 1.4 µm pixel size সম্বলিত ছবি ও  ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন । সামনে ২ মেগা পিক্সেল ক্যামেরাতে ভিডিও কল করতে পারবেন ও ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন  ।

Motorola Moto X

বডি

Motorola Moto X  এর বডি হল ১২৯.৩ x ৬৫.৩ x১০.৪  মিলিমিটার তার মানে ১২৯.৩ মিলিমিটার উচ্চতা, ৬৫.৩  মিলিমিটার প্রস্থ, আর ১০.৪  মিলিমিটার পুরত্ত ।

মেমরি

Motorola Moto X  সেট এ বিল্ট ইন ১৬/৩২ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে,  আর ও আছে ২ গিগাবাইট  রেম । যা আপনাকে যেকোনো গেম খেলার নিশ্চয়তা দিবে।

Motorola Moto X

ব্যাটারি

সেট এ ব্যবহার করা হয়েছে ২২০০ মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে  আরও ব্যবহার হয়েছে,

  • Gyroscope
  • Light sensor
  • Gravity sensor
  • Distance sensor
  • Electronic compass
  • TEMPERATURE sensor
  • NFC
  • WIFI
  • GPS

মূল্য

Motorola Moto X সেট এর দাম  মাত্র   ২৪০০০-২৫০০০  টাকার কাছাকাছি  বা   $৩০০ ডলার এর নিচে থাকবে ।

আরও জানতে,   http://www.facebook.com/jotilmobile2013

Level 2

আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওয়ালটন X2 এর চেয়ে কি এটা ভাল হবে ?
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

আরে ভাই ! শেখ সাদি আর কোথায় বকরির………
ওয়াল্টন এর চাইতে অবশ্যই মটরোলা ভাল ব্রান্ড। কিন্তু চুরি করে আমদানি না করলে এই দামে দিতে পারবেনা এই ডিভাইস।

এই ফোনের দাম জিএসএমআরিনা তে ৫৭৫ডলার দেখাচ্ছে। সাথে আমদানি শুল্ক যোগ করতে হবে।

দাম তো বলছিল ২০০ ড.
২০০*৮৫=১৭০০০ + ……..আর কত ভাই

Level 2

দুঃখিত এটা google play store $400 এর কম বিক্রি করবে ।