নকিয়া ১১০ ফোনের চার্জিং সমস্যার সমাধান
যদি কারো ১১০ ফোনে চার্জিং সমস্যা হয় তাহলে এই সমাধান টি দেখে আপনার ফোনের সমস্যার সমাধান করতে পারবেন প্রথমে অন্য একটি চার্জার দিয়ে ফোন টি চেক করুন তারপর যদি দেখেন সমস্যার সমাধান হয়নি তাহলে ফোনটি খুলুন ফোনটি খোলার পর প্রথমে চার্জিং কানেক্টর টি চেক করুন দেখুন কোনো কার্বন পরেছে কিনা অথবা পরিবর্তন করুন যদি কানেক্টর ঠিক থাকে তারপরেও সমস্যা তাহলে নিচের ছবিটি দেখুন চার্জিং কানেক্টর এর + থেকে লাইনটিতে গিয়াছে সেটি হলো একটি ফিউজ ফিউজ টি পরিবর্তন করুন অথবা ডাইরেক্ট করে দিন আশা করি আপনার সমস্যার সমাধান হবে এই পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত মোবাইল ফোনের আরো সমাধান পেতে এখানে ভিজিট করুন
আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই পোষ্টটি করার জন্যে ধন্যবাদ, আশা করি এরকম পোস্ট আরও দিবেন। আর আরেকটি কথা জানিয়ে দেই ভুয়া চার্জার থেকে সাবধান। অনেকে এর জন্যে মারাও গেছে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/07/iphone-related-death-could-be-linked-to.html