আপনার নোকিয়া ফোনটি কি অরজিনাল? এখনি দেখুন।

আমার এটি মোবাইলীয় টিউনে আপনাদের স্বাগতম। যাদের নোকিয়া ফোন আছে টিউনটি তাদের জন্য গুরুত্বপূণ।

নোকিয়া। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা মোবাইল কোম্পানি। যেটা একন বিভিন্ন ভাবে নকল হচ্ছে। আপনি কি বুঝতে পারেন আপনার নোকিয়া ফোনটি আসল কিনা নকল। পারলে খুবই ভালো আর না পালে আমার এই টিউন আপনাকে শেখাবে কিভাবে নোকিয়া ফোন যাচাই করবেন। প্রত্যেক মোবাইলেরই একটা নিজস্ব আইমেল নাম্বার থাকে। আইমের নাম্বার মানে হচ্ছে IMEI (International Mobile Equipment Identity)। এটাই হচ্ছে আপনার ফোনটি চেক করবার প্রধান হাতিয়ার। তবে চলুন দেখা যাক কিভাবে চেক করবেন আপনার ফোনটি আসল কি নকল।

আপনার নোকিয়া মোবাইল থেকে *#06# প্রেস করুন। আপনি আপনার ফোনের IMEI number(serial number) দেখতে পাবেন।

এখান থেকে আপনাকে ৭ (7th )এবং ৮ (8th) নং ডিজিটদ্বয় লক্ষ করতে হবে।

Phone serial no. x x x x x x ? ? x x x x x x x

এবার আসুন,

  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  02 অথবা 20 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Emirates থেকে যেটা নোকিয়ার জন্য খারাপ কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  08 অথবা 80 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Germany থেকে যেটা নোকিয়ার জন্য একটা ফেয়ার কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  01 অথবা 10 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Finland থেকে যেটা নোকিয়ার জন্য খুবই ভালো কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা 00 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে অরজিনাল নোকিয়ার সেন্টার থেকে এবং এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি।
  • যদি আপনার মোবাইলের সাত ও আট নম্বর সংখ্যা  13 থাকে তাহলে বুজবেন এটা তৈরি হয়েছে Azerbaijan থেকে যেটা নোকিয়ার জন্য সবচেয়ে খারাপ কোয়ালিটি।

জানিনা টিউনটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল একটা ইনফর্মেশন যে দিস তা বুঝতে পারছি। আমি কয় এক দিন পর নকিয়া কিনব । টিউনটা কাজে লাগবে।
(এই লিঙ্ক এর ans টা একটু দাও https://www.techtunes.io/download/tune-id/22266/ বসে আছি অনেক্ষন)

    ans তো দিয়েছি ভাইয়া। একবার রিফ্রেশ দিন।

    আর হ্যা, কমেন্টের জন্য ধন্যবাদ।

Boss! amrta to dekha 03 aita kon dasher……..aita ki China dasher!!!
lolss

    আমি জানিনা ভাইয়া। আমি শুধু এই টা সম্পর্কেই জানি। চেষ্টা করব জানার জন্য যিদি জানতে পারি আপনাকে জানাবো।

Level 0

jotil jinis amr 2tai 00 . thanks ..

    আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

আমারটা 01,ভালো টিউন ধন্যবাদ.

    সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, আতাউরি আংকেল।

    দু:খিত আপনার নামটা ভুল লিখে ফেলেছি।

ধন্যবাদ। কাজের তথ্য। খুব উপরার হল।

ভালো টিউন শোয়েব ….. চালিয়ে যাও ভাই ….

    ধন্যবাদ টিনটিন ভাই, অনেকদিন পর আপনার কমেন্ট পাইলাম।

Level 0

as I know..it is not only for nokia but also for all brands of handset……..thanks foa a nice tune……

    আমি জানতাম না, জানলাম খুবই ভালো লাগল।

ধন্যবাদ শোয়েব ভাই। খুবই সুন্দর এবং কাজের টিউন। আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর টিউন পাব বলে আশা করি।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

ভাই আমারটা ০০ অরিজিনাল নকিয়া।ধন্যবাদ

দরকারী জিনীস। কিন্তু শুধূ নকিয়া কেন অন্য ব্রান্ডের ও দেখান।

    একবারেতো পারব না, সময় লাগবে দোয়া করবেন যেন পারি।

Thanks a lot. Go ahead………. 🙂

আমিতো sony ericsson ব্যবহার করি 🙁

আমারটা ০০, এক্কেবারে খাটি। ধন্যবাদ।

Level 0

আমার টা 01 তা হলে তো ভালোই মনে হয়।

03 হলে কোন দেশ?

    10 = Finland also 01 = Finland
    20 = Germany or 02
    30 = Korea or 03
    40 = China or 04
    50 = Brazil, USA, Finland or 05
    60 = HK, China, Mexico or 06
    70 = Finland or 07
    80 = Hungary or 08
    91 = Finland or 19

    ধন্যবাদ শিমুল ভাই। ইউ আর গ্রেট।

    বস,আমারটাতো ০৩ এটার কোয়ালিটি কেমন?আর শোয়েব ভাই ধন্যবাদ।

ভালো টিউন শোয়েব চালিয়ে যাও…..

এই তথ্যের সঠিক ভিত্তি কি?

A+

আমি জানি 02 হলো মেড ইন চিন । বাকি গুলো ঠিক আছে ।
এমিরাতস কোনো সেট তৈরী করে না ।
(আমার এক নকিয়া -এর বন্ধু বলেছিলো )
আর 03 টা কোন দেশের টা আমি জেনে পরে বলবো ।
আর এখানে একটু ঢু মারলে আনেক কিছু্ই জানা যাবে > http://en.wikipedia.org/wiki/Nokia
আপনাকে ধন্যবাদ সুন্দর টিউনটি করার জন্য ।

    অনেক ধন্যবাদ আপনাকে।

শোয়োবের টিউন দিনে দিনে খুবই ভাল হচ্ছে তাই তোমার সবগুলি টিউন পড়ছি এখন

    অনেক ধন্যবাদ শাকিল ভাইয়া উৰসাহ দেবার জন্য।

log in korte gele password er jonno korte pari na attttto haaaarrrrd password paichi bapre……….. Tarpor o dhonnobad debar jonno log in korlam………… dhonnobad shoeb bhai……..Amar ta 00 daikha bhalo laglo

    আপনাকে অকেন ধন্যবাদ যে কষ্ট করে লগ ইন করে ধন্যবাদ দিছেন।

খুব ভালো পোষ্ট…

Shemul vi er post tai sobgula ache. Batary er niche ba Packet er gaye to lekhai thake, eta ki khokono difference hote pare?@raju vi>pasword ta change kore nen

খুবেই ভালো হইছে।

আমার টা ০২

অনেক কাজের টিউন, প্রিয়তে রাখলাম।
প্রিন্ট করে এক কপি রাখলাম নিজের কাছে।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

03 show kortese,ki bujhbo,vaia?

Level 0

03 Korea howar shomvobona beshi… source: http://a.com.pk/nokia-manufacturer-imei-country-of-origin-check/

kintu, phone a likha made in finland.kahani bujhlam na!

Level 0

Thanx for this useful tune. Iv checkek my iPhone 4s it is 00
Means the best quality.

Level 0

I do hv an old Samsung e900 . And checked it. Says 01 means Finland made according ur tune. But iv check the back side of this mobile has written made in Korea ..lolz

Level 0

amar ta 00