মোবাইলে বাংলা : [পর্বঃ ০১] :: এবার মোবাইল দিয়েই বাংলা লিখুন আরো সহজে

বর্তমান সময়ে মোবাইল জিনিসটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মোবাইল বিহীন আমরা একটা মুহূর্তও কল্পনা করতে পারিনা। আর মোবাইল এর এখনকার সর্বোত্তম ব্যাবহার শুধুমাত্র কথা বলা বা টেক্সট আদান-প্রদানের ভিতরই শুধু সীমাবদ্ধ নয়। এখন মোবাইল বেশি ব্যাবহার করা হয় ইন্টারনেট ব্রাউজিং করতে। আর এখন বাংলাদেশের প্রেক্ষিতে ইন্টারনেট বলতে ফেসবুককেই বেশি গুরুত্ব দেয়া হয়। এই ফেসবুকের মাধ্যমেই মানুষ তার মনের ভাষা খুব সহজেই সবার সাথে শেয়ার করতে পারে। আর বাংলাতে মনের ভাষা শেয়ার করার বিষয় উঠলে তো কোনো কথাই নেই।

আমরা বিভিন্ন স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারি। কিন্তু সব জাভা সেট কিংবা সিম্বিয়ান ফোনে বাংলা লেখাটা এতো বেশি সহজ নয়। এর আগে আমরা বাংলা লিখতে ইন্ডি-এসএমএস, পানিনি-বাংলাসহ বিভিন্ন অনলাইন আপ্লিকেশন ব্যাবহার করতাম।

আজ আমি আপনাদের সাথে একটা অপেরা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন। এখান থেকে বাংলা লিখে সেটা আবার এসএমএস হিসেবেও কাউকে পাঠাতে পারবেন। এটা সকল সিম্বিয়ান এবং জাভা সাপোর্টেড ফোনে কাজ করবে।

বাংলা লেখার ধাপ সমূহঃ

১। আর কথা নয়, এবার অপেরাটা   এখান থেকে   ডাউনলোড করে নেন।

২। এবার অপেরাটা আপনার ফোনে ইন্সটল করুন। তারপর এটা ওপেন করুন।

৩। এবার কোন লেখার বক্সে গিয়ে menu তে গিয়ে ইনপুট ভাষা বাছুন এ যান এবং এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। [ফোন দিয়ে স্ক্রীন শর্ট নিতে পারলাম না, তাই দেখাতে পারলাম না]

৪। এবার আপনি বাংলা লেখা শুরু করে দিন।

৫। ফোন এর অক্ষর গুলাতে নিম্নলিখিত সন্নিবেশ রয়েছেঃ

1- . , । ১

2- অ আ ই ঈ া ি ী ২

3- উ ঊ ঋ এ ু ূ ৃ ে ৩

4- ঐ অ ঔ ক ৈ ো ৌ ৪

5- খ গ ঘ ঙ চ ছ জ ৫

6- ঝ ঞ ট ঠ ড ঢ ণ ৬

7- ত থ দ ধ ন প ফ ব ৭

8- ভ ম য র ল শ ষ ৮

9- স হ ড় ঢ় য় ৎ ং ঃ ৯

10- [নিজে দেখে নিন] ( ) { } []

৬। এরপর বাংলা লিখে কাউকে এসএমএস করতে চাইলে menu তে গিয়ে edit অপশন এ গিয়ে mark সিলেক্ট করুন। এবার মার্ক করা হয়ে গেলে সেটা এবার edit অপশন থেকে সেটা কপি করুন এবং টেক্সট মেসেজ এ গিয়ে সেটা পেস্ট করে যাকে পাঠাবেন তাকে সেন্ড করুন।

৭। আবার ইংলিশ লিখতে গেলে মেনু তে গিয়ে ভাষা নির্বাচন অপশন থেকে English সিলেক্ট করুন।

আমার দেখা মতে ফোনে বাংলা লেখার জন্যে এটাই সর্বোৎকৃষ্ট অ্যাপ্লিকেশন। কয়েকদিন চেষ্টা করুন, তখন দেখবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি লিখতে পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।

এটা সর্বপ্রথম এখানে পাবলিশ করা হয়েছিল

আমার ব্লগ ।। আমার ব্লগ ।। আমি ।।

 

Level 0

আমি মোস্তাফিজুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post

এটা ১৯৭১ সালের টিক্স । তবুও অনেক ধন্যবাদ

    @TipsTune.Com: যত আগেরই হোক না কেনো এটা যারা জানে না, শুধুমাত্র তাদের জন্য । আর টেকটিউন্সে সার্চ করে দেখতে পারেন যে এমন পোস্ট আগেই করা হয়েছে কিনা। আগেই অবশ্য একটা এমন পোস্ট আছে, কিন্তু সেটাতে কিভাবে লিখতে হবে তার কোন দিক-নির্দেশনা দেয়া নাই। আর বড় ব্যাপার হল, সেই অপেরাটা ডাউনলোড এর লিঙ্ক এখন অ্যাক্টিভ নাই। এবার ব্যাপারটা আপনিই বলবেন। কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। 🙂

Level 0

@tipstune.com১৯৭১ সালে ইন্টারনেট ই আসে নি বাংলাদেশে।

আরে ভাই ডাউনলোড লিংক এই তো কাজ করে না ??? দেখেন ???

ঠিকই তো আছে। এটা থেকে চেষ্টা করে দেখতে পারেনঃ http://hulkload.com/pb4e49ztxf5u

Kintu Bro Jai sob mobile a bangla support dei akmatro tarai ai Softare use kore bangla post korta pare,kintu ami chalacchi Nokia E63 bangla language support dai na mobile a,jodi tomar janamota kono software thake tobe amake please tar site ar addres ta please facebook e massage koro,my id:[email protected]…………..Thank u……Bye

    @Imran Hossain: আপনি Font-Router দিয়ে আপনার ফোনে বাংলা ইন্সটল করে নিতে পারেন। আর এই অপেরাটা ব্যাবহার করতে গেলে ফোনে বাংলা না থাকলেও চলবে। বাংলাটা এই অপেরাতে build in আছে। আপনি আরেকবার চেষ্টা করে দেখেন। 🙂