অনেক সময় দরকারে কাউকে এসএমএস (খুদে বার্তা) করতে গিয়ে দেখলেন মোবাইলে টাকা নেই। কিন্তু বার্তা পাঠানোটা জরুরি। এমন সমস্যার সমাধান আনা যাবে ইন্টারনেট থেকে বিনা মূল্যে এসএমএস পাঠিয়ে। বিশ্বের ৩৫টি দেশে এমন সেবা দিয়ে যাচ্ছে আমেরিকাভিত্তিক পিঙ্গার ডট কম। এটি একই সঙ্গে কম্পিউটার, আইফোন, অ্যান্ড্রয়েড চালিত মুঠোফোনেও ব্যবহার করা যায়। কম্পিউটারে চালানোর জন্য http://goo.gl/GpV1R ওয়েব ঠিকানা থেকে পিঙ্গার ডেক্সটপ নামিয়ে নিয়ে ইনস্টল করে নিন। মোবাইলের জন্য http://goo.gl/XzSKr থেকে নামিয়ে নিন। পিঙ্গারে অ্যাকাউন্ট খোলা কিছুটা ত্রুটিপূর্ণ, তাই সহজে অ্যাকাউন্ট খুলতে http://www.pinger.com/tfw ওয়েব ঠিকানায় গিয়ে Create an account এ ক্লিক করুন। Username ঘরে মৌলিক নাম (ইউনিক নেম) দিন। Password ঘরে কমপক্ষে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে E-mail ঘরে ব্যবহূত ই-মেইল লিখুন। I agree to the Terms of services and Privacy Policy তে টিক চিহ্ন দিয়ে security ঘরে সংকেত (কোড) লিখে Create বোতাম চাপুন। পরের পাতায় To find numbers enter zip code ঘরে আমেরিকার যেকোনো শহরের জিপ কোড (যেমন, ৯০০০১) লিখে বাকি তথ্য প্রদান করে find বোতাম চাপুন। আমেরিকার শহরের জিপ কোড পাওয়া যাবে http://www.zip-area.com ঠিকানায়। পরের পাতা থেকে পছন্দমতো ফোন নম্বর নির্বাচন করে confirm বোতাম চাপলে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হবে। এবার কাজ হবে ই-মেইল ঠিকানা প্রমাণ করা (ভেরিফাই)। এটি করতে উল্লেখকৃত ই-মেইলে গিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। এবার পিঙ্গার ডেক্সটপ চালু করে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে সেটিতে লগইন করুন। New message এ ক্লিক করে নতুন বার্তা পাঠানোর পর্দা খুলবে। To এর ঘরে যাকে বার্তা পাঠাতে চান, তার মোবাইল নম্বরের পূর্বে +88 লিখে এন্টার চাপুন। প্রয়োজনীয় কথা লিখে আবারও এন্টার চাপুন। সতর্কীকরণ বার্তাসহ Verify your account লিঙ্ক দেখাবে। লিঙ্কে ক্লিক করলে ব্রাউজার খুলে গিয়ে Account Verification আসবে। বক্সে +88 সহ আপনার মোবাইল নম্বর লিখে register phone number বোতাম চাপলে আপনার নম্বরে পিঙ্গার থেকে ফোন আসবে, ফোন রিসিভ করে ১ চাপলে বিনা মূল্যে এসএমএস পাঠানোর জন্য পিঙ্গার সক্রিয় হয়ে যাবে । সময় পেলে আমার ব্লগে একবার ঘুরে আসবেন।
আমি iron man3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।