দেখুন কিভাবে একটি নষ্ট মোবাইল ফোন ঠিক করতে হয়

বর্তমান সময়ে মোবাইল ফোন একটি বহুল ব্যবহৃত একটি ইলেকট্রনিক্স ডিভাইস |আজকে আমি দেখাবো কিভাবে নষ্ট ফোন মেরামত করতে হয় মোবাইল ফোন বিভিন্ন কারণে নষ্ট হতে পারে   যেমন পানিতে পরে , আচার খেয়ে ,হঠাত করে বন্ধ হযে যাওয়া, ভুল অপারেটিং এর জন্য |দুই কারণে মোবাইল ফোন নষ্ট হতে পারে এক হল সফটওয়ার দুই হার্ডওয়ার 

প্রাথমিক সমাধান :প্রথমে চেক করতে হবে বাটারিতে চার্জ আছে কিনা তা চেক করতে হবে অথবা অন্য বাটারি দিয়ে চেক করতে হবে তারপর দেখতে হবে বাটারি কিংবা বাটারি কানেক্টরে কার্বন আছে কিনা চেক করতে হবে

সফটওয়ার সমস্যার সমাধান : যদি ফোনটি হঠাত করে বন্ধ হযে থাকে অথবা ভুল অপারেটিং এর জন্য নষ্ট  হযে থাকে তবে বেশির ভাগ ই তাতে সফটওয়ার সমস্যা হয় আর সফটওয়ার সমস্যা সমাধান করতে হয় ফোন ফ্ল্যাশ দিয়ে |

হার্ডওয়ার  সমস্যার সমাধান : যদি ফোনটি পানিতে পরে নষ্ট হয় তবে ফোনের মাদার বোর্ড টি ভালো করে পেট্রল বা থিনের দিয়ে ওয়াশ  করতে হবে এবং 100w বাল্বের নিচে ১০ মিনিট রাখতে হবে

আর যদি আচার খেয়ে নষ্ট হয় তবে প্রথমে বাটারি কানেকশন চেক করতে হবে
যদি বাটারি কানেকশন ঠিক থাকে তাহলে চেক করতে হবে কোনো পার্চ উঠে গেছে নাকি অথবা লুজ হযেছে নাকি তা দেখতে হবে এবং re -solder  করতে হবে.
এই পোস্টটি পূর্বে এই ব্লগে প্রকাশিত 
http://repairhelps.blogspot.com/2013/07/how-to-repair-dead-phone.html
যদি আপনাদের হাতে সময় থাকে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন অথবা মোবাইল ফোন মেরামত সম্পর্কে কমেন্টস করতে পারেন 
http://repairhelps.blogspot.com

Level New

আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ঘরে বসে ফ্ল্যাশ দিমু কেমনে মোবাইল?i mean by pc?is it psbl?

Level New

ঘরে বসে সকল ফোন ফ্ল্যাশ দিতে পারবেন না তবে অনেক ফোন ঘরে বসে ফ্ল্যাশ দিতে পারবেন খুশির খবর হচ্ছে নতুন মডেলের অনেক ফোনই ডাটা কেবল এবং সার্ভিস সফটওয়্যার দিয়ে ফ্ল্যাশ করা যায়

Level 0

thnx bro…