ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৩৭] :: যেনেনিন আপনার বয়স কত মোবাইলে এবং PC তে ==

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

  • পৃথিবীতে জন্ম নেয়া মানেই মৃত্যু কুলে গাড়িতে চরে বসা। পৃথিবীতে জন্ম নেয়া মানেই মৃত্যুর জন্য অপেক্ষা করা।
  • আজ যে শীশুটি জন্মনিল আগামি কাল সে বাল্য কালে পরিনত হবে তেমনি ভাবে একদিন বৃদ্ধ বয়সে পরিনত হবে।
  • এই যে বৃদ্যা  মহিলা  তিনি এক দিন দুলনায় খেলার শীশু চিল আজ সে বৃদ্ধাতে পরিনত হল
  • এমনি ভাবে একদি আপনি আমি সকলেই এই অবস্তা হয়ে যাব।
  • এই যে কবর দেখতেছেন পৃথিবীতে যদি ভাল কাজ করেন তালে কবর আপনার সঙ্গে  ভাল আচরন করবে না হয় ঐ অবস্তা হবে।
  • বন্ধুরা অনেক কথাই হল কাজের কথায় আসা যাক সফ্টওয়ারটির জন্য এখানে ক্লিক করুন। এবং নিজের বয়সটা মাযে মধ্য দেখুন এবং পর কালের কথা ভাবুন
  • এখানে দুইটি সফ্টওয়ার দেয়া হয়েছে এখটি PC তে ব্যবহার করতে পারবেন অন্যটি মোবাইলে ব্যবহার করতে পারবেন।
  • যেসব বন্ধুরা ব্যবসা করেন এবং গ্যারান্টী মালা মাল বিক্রি করেন তাদের জন্য ও কত দিন কত মাস কত বৎসর হয়েছে  গ্যরান্টীর আউতায় আছে কি না তা বের করা খুব সহজ।
  • কি ভাবে সফ্টওয়ারটি কাজ করে ওপেন করলেই দেখবেন DAY-MONTH-YEAR তিনটি অপসান রয়েছে। এখানে বিক্রিত মালের সন তারিখ বসিয়ে CALCULATE ক্লিক করু
  • বের হয়ে যাবে বিক্রিত মালটি কত দিন হল। এমনি ভাবে আপনার নিযের বয়সটি ও বের করে নিন। বিদায় নিলাম মোঃ সেন্টু =০১৭১৩৫৩১৯৬৫

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে (আপনার থেকে আরো ভালো টিউন চাই)

Level 3

ভাই আমার দেয়া ক্ষুদ্র টিউনটি দেখার জন্য আপনা কে অনেক ধন্য বাদ ।

Level 0

thanks

Level 0

ভাই আপনা কে অনেক ধন্য বাদ ।