বিসমিল্লাহির রাহমানির রাহীম, আসসালামু আলাইকুম। হে ভাই বন্দুরা আছেন কেউ আমাকে সমাধান দেওয়ার মতো? আমার মোবাইল Nokia 5800 এই মোবাইলে Fring নতুন ভার্সন ইন্সটল করার পর রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার চায়। মোবাইল নাম্বার দেওয়ার পর ম্যাসেজ আসে Registration Attempts Exceeded. You have exceeded the allowed number of attempts to register your account. please contact support at http://www.fring.com/help দয়া করে যদি কেউ সমাধান দেন তাহলে উপকৃত হবো এবং কৃতজ্ঞ থাকবো।
আমি mitua। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওটা হবে না।নতুন ১ টা নাম্বার দিয়ে চেষ্টা করেন হয়ে যাবে।