সুপারফোন (ii) … সুপার পাওয়ার এখন আপনার সাথে

আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু

বর্তমানে দুনিয়া অনেক এগিয়ে গেছে, কয়েক বছর আগেও যা কল্পনা করা হয়নি, আর এখন তা সেই কল্পনা থেকেও অনেক এগিয়ে গিয়েছে, আর এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মোবাইল টেকনলজি। একসময় ছিল যখন মোবাইল ব্যাবহার ছিল সুধুমাত্র কথাবলার জন্য। আর এখন মোবাইলের মাধ্যমে কি না করা যায়, প্রায় কম্পিউটারের জায়গা নিয়ে নিয়েছে ছোট এই ডিভাইসটি। আপনি যেখানেই থাকেন না কেন, মোবাইলের সাহায্যে এখন যে কোন কাজ সহজেই করতে পারছেন। হোক অফিসের বা অন্য যে কোন কাজ।

 

এখন প্রায় সকল হাই-অ্যান্ড স্মার্টফোন গুলো এখন ফুলএইচডি (১৯২০*১০৮০) ডিসপ্লে ব্যাবহার করছে এবং সাথে রয়েছে নানা রকম ফিচার কোনটা রেখে কোনটা কিনবেন আপনি প্রায় কনফিউজ হয়ে যাবেন। কেউ কাউকে ছেড়ে নেই। তো দেখে নেওয়া যাক বর্তমানের সুপারফোনগুলো।

 

 

SAMSUNG GALAXY S4

price: 55000 (aprox)

Samsung I9500 Galaxy S4 MORE PICTURES

GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900
3G NetworkHSDPA 850 / 900 / 1900 / 2100
4G NetworkLTE (market dependent)
Micro-SIM
Announced2013, March
Status
Available. Released 2013, April
BODYDimension136.6 x 69.8 x 7.9 mm (5.38 x 2.75 x 0.31 in)
Wight130 g (4.59 oz)
DISPLAYTypeSuper AMOLED capacitive touchscreen, 16M colors
Size1080 x 1920 pixels, 5.0 inches (~441 ppi pixel density)
MultitouchYes
protectionCorning Gorilla Glass 3
- TouchWiz UI
SOUNDAlert typeVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
MEMORYCard slotmicroSD, up to 64 GB
Internal16/32/64 GB storage, 2 GB RAM
DATAGPRSYes
EDGEYes
SPEEDHSDPA, 42.2 Mbps; HSUPA, 5.76 Mbps
WLANWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP, EDR, LE
NFCYes
InfraredYes
USB Yes, microUSB v2.0 (MHL 2), USB On-the-go, USB Host
CAMERAPrimary13 MP, 4128 x 3096 pixels, autofocus, LED flash,
FeaturesDual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization, HDR
VideoYes, 1080p@30fps, dual-video rec.,
SecondaryYes, 2 MP,1080p@30fps, dual video call
FEATURESOSAndroid OS, v4.2.2 (Jelly Bean)
ChipsetExynos 5 Octa 5410
CPUQuad-core 1.6 GHz Cortex-A15 & quad-core 1.2 GHz Cortex-A7
GPUPowerVR SGX 544MP3
SensorsAccelerometer, gyro, proximity, compass, barometer, temperature, humidity, gesture
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
BrowserHTML5
RadioNo
GPSYes, with A-GPS support and GLONASS
javaYes, via Java MIDP emulator
ColoursWhite Frost, Black Mist
- Wireless charging (market dependent)
- S-Voice natural language commands and dictation
- Smart stay, Smart pause, Smart scroll
- Air gestures
- Dropbox (50 GB storage)
- Active noise cancellation with dedicated mic
- TV-out (via MHL 2 A/V link)
- SNS integration
- MP4/DivX/XviD/WMV/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+/AC3/FLAC player
- Organizer
- Image/video editor
- Document viewer (Word, Excel, PowerPoint, PDF)
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa
- Voice memo/dial/commands
- Predictive text input (Swype)
BATTERY BatteryLi-Ion 2600 mAh battery
Stand-by(2G) / Up to 370 h (3G)
Talk tiime(2G) / Up to 17 h (3G)
Music playUp to 62 h

http://www.gsmarena.com/samsung_i9500_galaxy_s4-5125.php

 

আমি সামসাং এর গালাক্সি এস৪ কে সবচেয়ে এগিয়ে রেখেছি কারন, এর অসাধারণ পারফমেন্সের জন্য, এতে রয়েছে ১.২গিগাহার্জ+ ১.৬গিগাহার্জ অক্তা-কোর মানে ৪+৪= ৮টি কোর, যা আমাদের অনেকের ল্যাপটপ বা কম্পিউটারেও নেই। এর সাথে রয়েছে পাওয়ারফুল কোয়ালকোম স্নাপড্রাগন এস ৬০০ চিপসেট ও এড্রিনো ৩২০ গ্রাফিক্স, ৫” ফুলএইচডি ডিসপ্লে ও ২জিবি রেম তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল এটা।

তবে এরও কিছু মাইনাস পয়েন্ট রয়েছে যেমন দেখতে অনেকটা সস্তা মনে হয় আর ডিজাইনটাও তেমন ভাল নয়, প্রায় এস৩ মত, এবং FM নেই।

 

 

HTC ONE

price: 56000 (aprox)

HTC One MORE PICTURES

GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900
3G NetworkHSDPA 850 / 900 / 1900 / 2100
4G NetworkLTE (market dependent)
SIMMicro-SIM
Announced2013, February
Status
Available. Released 2013, March
BODYDimensons137.4 x 68.2 x 9.3 mm (5.41 x 2.69 x 0.37 in)
Weight143 g (5.04 oz)
DISPLAYTypeSuper LCD3 capacitive touchscreen, 16M colors
Size1080 x 1920 pixels, 4.7 inches (~469 ppi pixel density)
MultitouchYes
protectionCorning Gorilla Glass 2
- HTC Sense UI v5
SOUNDAleart typeVibration, MP3, WAV ringtones
LoudspeakerYes, with stereo speakers, built-in amplifiers
3.5 mm jackYes
- Beats Audio sound enhancement
MEMORYCard slotNo
Internal32/64 GB, 2 GB RAM
DATAGPRSYes
EDGEYes
SpeedHSPA+; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
WLANWi-Fi 802.11 a/ac/b/g/n, Wi-Fi Direct, DLNA, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP
NFCYes (Market dependent)
InfraredYes
USBYes, microUSB v2.0 (MHL)
CAMERAPrimary4 MP, 2688 x 1520 pixels, autofocus, LED flash,
Features1/3'' sensor size, 2µm pixel size, simultaneous HD video and image recording, geo-tagging, face and smile detection, optical image stabilization
VideoYes, 1080p@30fps, 720p@60fps, HDR, stereo sound rec., video stabilization,
SecondaryYes, 2.1 MP, 1080p@30fps, HDR
FEATURESOSAndroid OS, v4.1.2 (Jelly Bean), upgradable to v4.2.2 (Jelly Bean)
ChipsetQualcomm APQ8064T Snapdragon 600
CPUQuad-core 1.7 GHz Krait 300
GPUAdreno 320
SensorsAccelerometer, gyro, proximity, compass
MessagingSMS (threaded view), MMS, Email, Push Email
BrowserHTML5
RadioStereo FM radio with RDS
GPSYes, with A-GPS support and GLONASS
JavaYes, via Java MIDP emulator
ColoursBlack, Silver, Red
- SNS integration
- Dropbox (25 GB storage)
- Active noise cancellation with dedicated mic
- TV-out (via MHL A/V link)
- DivX/XviD/MP4/H.263/H.264/WMV player
- MP3/eAAC+/WMA/WAV/FLAC player
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk
- Organizer
- Document viewer/editor
- Photo viewer/editor
- Voice memo/dial/commands
- Predictive text input
BATTERYNon-removable Li-Po 2300 mAh battery
Stand-byNo official data
Talk timeNo official data

http://www.gsmarena.com/htc_one-5313.php

 

এস৪ হতে মটেই পিছিয়ে নেই এইচটিছি ওয়ান এতেও কোয়ালকোম স্নাপড্রাগন এস ৬০০ চিপসেট ও এড্রিনো ৩২০ গ্রাফিক্স রয়েছে, আর এতে রয়েছে ১.৭গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ও ৪.৭” ফুলএইচডি ডিসপ্লে ও ২জিবি রেম। এর ফিনিশ হয়েছে এলুমিনিয়াম দিয়ে তাই এটা দেখতে লাগে অসাম।

তবে এরও কিছু মাইনাস পয়েন্ট রয়েছে, মেমরি স্লট নেই, এবং এর ক্যামেরা মাত্র ৪.০ মেগাপিক্সেল অন্য ফোন গুলো যেখানে প্রায় ১২ মেগাপিক্সেল।

 

 

LG OPTIMUS G PRO

price: 52000-58000 (aprox)

LG Optimus G Pro E985 MORE PICTURES

GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900 - all versions
3G NetworkHSDPA 900 / 2100 - E985
HSDPA 850 / 1900 / 2100 - for AT&T
4G NetworkLTE
LTE 700 MHz Class 17 / 1700 / 2100 - for AT&T
SIMMicro-SIM
Announced2013, February
Status
Available. Released 2013, April
BODYDimension150.2 x 76.1 x 9.4 mm (5.91 x 3.00 x 0.37 in)
Weight172 g (6.07 oz)
DISPLAYTypeTrue Full HD IPS Plus LCD capacitive touchscreen, 16M colors
Size1080 x 1920 pixels, 5.5 inches (~401 ppi pixel density)
MultitouchYes
SOUNDAleart typeVibration, MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
- Dolby mobile sound enhancement
MEMORYCard slotmicroSD, up to 64 GB
Internal32 GB, 2 GB RAM
DATAGPRSClass 10 (4+1/3+2 slots), 32 - 48 kbps
EDGEClass 10, 236.8 kbps
SpeedHSPA+, LTE
WLANWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, DLNA, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP
NFCYes
InfraredYes
USBYes, microUSB v2.0 (MHL), USB Host
CAMERAPrimary13 MP, 4208 x 3120 pixels, autofocus, LED flash,
FeaturesGeo-tagging, face detection, image stabilization, panorama, HDR
VideoYes, 1080p@30fps, dual-video rec., HDR,
SecondaryYes, 2.1 MP, 1080p@30fps
FEATURESOSAndroid OS, v4.1.2 (Jelly Bean)
ChipsetQualcomm APQ8064T Snapdragon 600
CPUQuad-core 1.7 GHz Krait 300
GPUAdreno 320
SensorsAccelerometer, gyro, proximity, compass
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
BrowserHTML5, Adobe Flash
RadioStereo FM radio with RDS
GpsYes, with A-GPS, S-GPS support and GLONASS
JavaYes, via Java MIDP emulator
ColoursBlack, White
- Active noise cancellation with dedicated mic
- TV-out (via MHL A/V link)
- SNS applications
- MP4/H.264/H.263/WMV/DviX player
- MP3/WMA/WAV/FLAC/eAAC+/AC3 player
- Photo viewer/editor
- Document viewer/editor
- Organizer
- Voice memo/dial/commands
- Predictive text input
BATTERYLi-Po 3140 mAh battery
Stand-byUp to 576 h
Talk timeUp to 15 h 30 min

http://www.gsmarena.com/lg_optimus_g_pro_e985-5254.php

 

এলজি ও পিছিয়ে নেই কারও থেকে, অপটিমাস জি প্রো এটাতেও একই কোয়ালকোম স্নাপড্রাগন এস ৬০০ চিপসেট ও এড্রিনো ৩২০ গ্রাফিক্স রয়েছে, আর এতে রয়েছে ১.৭গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ও ৫.৫” ফুলএইচডি ডিসপ্লে ও ২জিবি রেম। আকারে সবচেয়ে বড়।

 

 

SONY XPERIA Z

price: 45000 (aprox)

Sony Xperia Z MORE PICTURES

GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900 - C6602, C6603
3G NetworkHSDPA 850 / 900 / 2100 - C6603
HSDPA 850 / 900 / 1700 / 1900 / 2100 - C6602
4G NetworkLTE 800 / 850 / 900 / 1800 / 2100 / 2600 - C6603
SIMMicro-SIM
Announced2013, January
Status
Available. Released 2013, February
BODYDimensions139 x 71 x 7.9 mm (5.47 x 2.80 x 0.31 in)
Weight146 g (5.15 oz)
- IP57 certified - dust and water resistant
- Water resistant up to 1 meter and 30 minutes
DISPLAYTypeTFT capacitive touchscreen, 16M colors
Size1080 x 1920 pixels, 5.0 inches (~441 ppi pixel density)
MultitouchYes, up to 10 fingers
Shatter proof and scratch-resistant glass
- Sony Mobile BRAVIA Engine 2
SOUNDAleart typeVibration; MP3 ringtones
LoudspeakerYes
3.5 mm jackYes
MEMORYCard slotmicroSD, up to 64 GB
Internal16 GB, 2 GB RAM
DATAGPRSUp to 107 kbps
EDGEUp to 296 kbps
SpeedHSDPA, 42 Mbps; HSUPA, 5.8 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
WLANWi-Fi 802.11 a/b/g/n, Wi-Fi Direct, DLNA, Wi-Fi hotspot
BluetoothYes, v4.0 with A2DP
NFCYes
USBYes, microUSB v2.0 (MHL), USB On-the-go
CAMERAPrimary13.1 MP, 4128x3096 pixels, autofocus, LED flash,
FeaturesGeo-tagging, touch focus, face detection, image stabilization, HDR, sweep panorama
VideoYes, 1080p@30fps, video stabilization, HDR,
SecondaryYes, 2.2 MP, 1080p@30fps
FEATURESOSAndroid OS, v4.1.2 (Jelly Bean), planned upgrade to v4.2 (Jelly Bean)
ChipsetQualcomm MDM9215M / APQ8064
CPUQuad-core 1.5 GHz Krait
GPUAdreno 320
Accelerometer, gyro, proximity, compass
MessagingSMS (threaded view), MMS, Email, IM, Push Email
BrowserHTML5
RadioStereo FM radio with RDS
GPS Yes, with A-GPS support and GLONASS
JavaYes, via Java MIDP emulator
ColoursBlack, White, Purple
- SNS integration
- TV-out (via MHL A/V link)
- Active noise cancellation with dedicated mic
- MP4/H.263/H.264/WMV player
- MP3/eAAC+/WMA/WAV/Flac player
- Document viewer
- Photo viewer/editor
- Voice memo/dial
- Predictive text input
BATTERYNon-removable Li-Ion 2330 mAh battery
Up to 550 h (2G) / Up to 530 h (3G)
Talk timeUp to 11 h (2G) / Up to 14 h (3G)
Music playUp to 40 h

http://www.gsmarena.com/sony_xperia_z-5204.php

 

সামসাং ও সনির মধ্যে হাডডা হাডডি লড়াই চলছে।

আপনি যদি পারফমেন্স চান তবে নিতে পারেন সামসাং এর গালাক্সি এস৪। পারফন্সের বিচারে সবার চেয়ে এগিয়ে রয়েছে এবং প্রায় সকল বেঞ্চমার্কে টপ পজিশনে রয়েছে।

আর যদি স্টাইলিশ লুক আর ডিজাইন চান তবে নিতে পারেন সনির এক্সপেরিয়া জেড। এর অসাম লুকের কাছে আপনাকে হার মানতে হবে।

আর যদি আপনি এইচটিছির ফ্যান হন এবং ক্যামেরা এবং কার্ড স্লটে আপনার কোন প্রবলেম না হয় তবে আপনি নিতে পারেন অসাধারন এইচটিছি ওয়ান।

আর যদি আপনি বড় ডিসপ্লে  ইউস করতে চান তবে নিতে পারেন এলজির অপটিমাস জি প্রো।

 

 

 

https://www.facebook.com/easines (my profile)

https://www.facebook.com/onlytrue.es (like this page)

https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেককেই ভুলটা করতে দেখেছি! আপনিও করলেন!!
Samsung Galaxy S4 এর দুটি International Version রয়েছে যার একটি হল I9500! এটাতেই ব্যাবহার করা হয়েছে Exynos 5 Octa 5410 চিপসেট এবং 8 Core প্রসেসর (Quad-core 1.6 GHz Cortex-A15 &
Quad-core 1.2 GHz Cortex-A7)
কিন্তু এটি একসাথে কাজ করতে পারে না! মানে Real Heavy Work & Multitusking এর সময় Quad-core 1.6 GHz Cortex-A15 কাজ করে আর তুলনামূলক কম শক্তিশালী কাজের সময় কাজ করে Quad-core 1.2 GHz Cortex-A7! I mean that 8-core can’t work at the same time!!!
আর অন্য International Version টি হল I9505 যা Qualcomm APQ8064T Snapdragon
600 চিপসেটে চলে! এটি শুধুমাত্র Quad-core 1.9 GHz Krait 300 প্রসেসরে চলে, অর্থাৎ এটি 8-core নয় just Quad-core!!!
PLEASE, আপনি একটু gsmarena তে দেখলেই ব্যাপারটা বুঝে যাবেন! ব্যাপারটা জানান্ো কর্তব্য মনে করলাম!!

    @DEVIL NEXUS: vai amio jani je duita aksathe kaj korte parena ami akhane ata bolechi je ate te octa core babohar kora hoyeche. ja onno mobaile akhono babohar kora hoyni, montobber jonno dhonnobad.

      @মুহাম্মদ ইয়াসিন ইসলাম:

      Bro u don’t get it! Please read ur own writings first then say! I said that there are Two International Version of Samsung Galaxy S4 and

      I900 Version has ‘The Legendary’ Octa-core (8-core) Processor & Samsung’s own homebrewd Exynos Chipset! But in ur tune u wrote that The Octa-core S4 has the Qualcomm Snapdragon S600 Chipset! It’s a fault! I9505 Version uses That Qualcomm Chipset and It has only Quad-core not 8-core!

      Another thing is, u said in ur comment that u knew that 8-core can’t work together. OK, but Many don’t know that and Ur writing could lead them in a wrong understanding! U should say that that 8-core can’t work together! That’s why I wrote u that very first comment!!!

      And Yes almost all (but not all) know is S4 [ Only I9500 model ] is the only Octa-core Smartphone at present!

      Thanks for ur tune! It let us know the current fighting I mean leading Smartphones and Ur Way of looking their Positive-Negative Sides are really VERY MUCH APPRICIABLE!
      I LIKED THAT!!! KEEP TUNING BROTHER!!!!

এইচ.টি.সি ওয়ান এর ক্যামেরা ৪ মেগা পিক্সেল না। আল্ট্রা পিক্সেল, যেটা ১২ মেগাপিক্সেলের চেয়েও উন্নত ছবি তুলতে সক্ষম। 😀
ধন্যবাদ চমৎকার টিউনটির জন্য।

ভাইরে কি দেখাইলেন, মাথাতো পুরাই হট হইয়া গেলো!!!!! ট্যাকা নাই, তাই এগুলার ছবি দেইখা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নাই আমার :'(

তবে আমার ব্যক্তিগত ধারণা যে, শুধু একটা মোবাইলফোনের পেছনে এতগুলো টাকা ঢালা এক প্রকারের বিলাসিতা – বিশেস করে ছাত্রদের জন্য।

@muzik freak:
Not Exactly!
The Ultrapixel Camera of HTC One is unbeatable in taking pics under low light condition but in the normal condition it is not so good! As a 4 MP camera it is the best but it is NO MATCH for a 12 MP camera! Please, see in gsmarena!
Thank You!

২৫/৫/২০১৩ তারিখে SAMSUNG GALAXY S4 মোবাইলটা কিনলাম, ভাই কি বলবো, নোকিয়ার সাথে সিম্বিয়ান সিরিজ ৬০ এর মারাত্মক ভক্ত ছিলাম, এখন শুধুই সামসাং এর সাথে , ভালই মোটামুটি। ব্যাটারি ভুয়া। ২৪ ঘণ্টায় ২বার চার্জ দিতে হয়।

ছোটো ভাইদের পাল্লায় পরে SAMSUNG GALAXY S4 এ গেলাম। কিন্তু ব্যাটারি আমার হৃদয়কে রক্তক্ষরণ করছে। মনে হচ্ছে নোকিয়া লুমিয়া ৯২০ টাই কেনা দরকার ছিল।

Sony Xperia is best,you know sony multimedia mobiles are best for it’s camera controlled by bravia engine.Also these mobiles’ have smart outlook,sleek and smoky design.So I prefer to go with sony experia,a new experience 😀

iPhone 5 is still a better smartphone…and should be in the list.