সকলে আমার সালাম নিবেন । আশা করি সকলে খুব ভাল আছেন । আমি ও ভাল আছি ।
আজ সিম্বিয়ান মোবাইল ব্যাবহার কারিদের জন্য নিয়ে এলাম দারুন একটি সফটওয়্যার । অনেকেই এই সফটওয়্যারটি হয়ত আগেই ব্যাবহার করেছেন । যারা ব্যাবহার করেন নি শুধুমাত্র তাদের জন্য ।
সকলেই চাই যে তার মোবাইল ফাস্ট থাকুক । কিন্তু মোবাইলে অনেক সফটওয়্যার ব্যাবহার করলে বা মোবাইল অনেক দিন যাবত ব্যাবহার করলে মোবাইলটি আস্তে আস্তে স্লো হয়ে যায় । আর এ সমস্যার একটি কারণ হচ্ছে মোবাইলে অপ্রয়োজনীয় ফাইল তৈরি হওয়া ।
যে ফাইল গুলো অটোমেটিক ভাবে তৈরি হয়ে থাকে । আবার অনেক সময় দেখা যায় যে এই ফাইল গুলো হিডেন অবস্থায় থাকে । তাই সহজে এই ফাইল গুলোকে দেখা যায় না ।
আপনার সিম্বিয়ান মোবাইলটি যদি স্লো হয় তাহলে আর দেরি না করে এখনই ডাউনলোড করে নিন Cleaner নামক সফটওয়্যারটি ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download Cleaner S60 v3
Download Cleaner S60 v2
Download Cleaner S60 v5
ডাউনলোড শেষে সফটওয়্যারটি আপনার সিম্বিয়ান ফোনটিতে ইনস্টল করুন এবং ওপেন করুন । আর Scan Garbage অপশনটি দিয়ে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল গুলো Scan করুন ।
তারপর অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলেট করে দিন । এবার দেখবেন আপনার ফোনটি আগের চেয়ে একটু ফাস্ট হয়েছে ।
আমি sujonbiswasagon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।