MobiMB Mobile Media Browser দিয়ে ফিক্সড মেমোরি মোবাইল সেটে রিংটোন, ছবি, গেমস ঢুকান।

টেকটিউন পরিবারের সবাইকে শুভেচ্ছা। আমি ইতিমধ্যে দুয়েকটি টিউন করেছি। ইচ্ছা আছে আরও অনেক টিউন করার। আমিতো আসলে এই পরিবারে একেবারেই নতুন। আজ আমি যে টিউনটি করব সেটি হলো- যে সব মোবাইলে মেমোরি কার্ড নেই কিন্তু ফোন মেমোরী আছে যেমন- নোকিয়া ১১১০, ১৬০০, ১২০০, ১২০২, ১২০৮, ১২০৯, ১৬৫০, ১৬৮০, ৬০২০, ২৬১০, ৩১০০, ৩১২০ আরও অন্যন্য মডেল যেগুলোতে আপনি মিডি, এমপিথ্রি রিংটোন, পিকচার, গেমস ইত্যাদি ঢুকাতে পারবেন। সফটওয়্যারটির নাম MobiMB Mobile Media Browser। এই কাজটি করতে গেলে আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটি হলো ডাটা ক্যাবল জোগাড় করা। ডাটা ক্যাবল আপনি ১০০-১৪০টাকার ভেতরে ঢাকার গুলিস্থান পাতাল মার্কেট, ইষ্টান প্লাজা, মোতালিব প্লাজা বা আরও অনেক জায়গায়ই একটু খোজ করলে পাবেন। ডাটা ক্যাবলের মধ্যে usb এবং serial cable দুই ধরনের ক্যাবলই পাওয়া যায়। এর মধ্যে serial cable টিই ভালো। কারন এতে ড্রাইভার পাওয়ানোর কোন ঝামেলা নেই। এখন সফটওয়্যারটি ডাউনলোড করে ছবির মতো কাজ গুলো করে নিন। আরও সুরেলা রিংটোন, গান, গেমস উপভোগ করুন।

Mobi 1

১। এখানের start mobiMB তে ক্লিক করুন।

Mobi 2

২। ফাইল মেনুর settings এ ক্লিক করুন।

Mobi 3

৩। এখানে advanced ট্যাবের advanced এর সবগুলোতে মার্ক করে apply>ok দিয়ে বের হয়ে আসুন।

Mobi 4

এইভাবে করতে থাকুন।

Mobi 5এখানে ভুলবশত মার্ক করতে পারি নাই (Port option থেকে আপনার portটি সিলেক্ট করে নিন)

user tone এ ক্লিক করে দরকারী ফাইল পেষ্ট করুন।

এখানে আমি নোকিয়া ১২০২ মডেলের হ্যান্ডসেটে মিডি রিংটোন ঢুকিয়েছি। তাই এখানে শুধু user tone আসছে। আর যেসব সেটে picture, games, thems সাপোর্ট করে তাহলে user tone সাথে এইসব ফোল্ডারগুলিও দেখাবে।

ধন্যবাদ সকলকে।

Level 0

আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onek agei use koresi tarpreo dannobad

    আপনাকে ও ধন্যবাদ। আসলে টেকটিউনে সার্চ করে মোবিএমবির সম্পর্কে কোন টিউন পাই নাই। তাই এটি টিউন করলাম। আর এটি আমি আজ থেকে ৫ বছর ধরে ব্যবহার করছি।

ভাল টিউনস। ধন্যবাদ। নাম যখন virus দিয়েছেন তখন এ বিষয়েও টিউনস করবেন আশাকরি।

আমার জন্য এটি কাজের। আমার তো ভিষন কাজে লাগবে। ধন্যবাদ ভাইরাস ভাই।

ভাল tune.অনেক ধন্যবাদ ভাইরাস ভাই।
http://gsmalapon.blogspot.com/

দারুণ টিউন খালেদ ভাই। চালিয়ে যান।

খালেদ ভাই,এটা কি গ্রামীন সেটে করা যায় ?

valo jinish.jader phone memory tai vorosa tader kaje lagbe……………..

খালেদ ভাই
MobiMB Mobile Media Browser -তো অনেক আগে থেকে ব্যবহার করেছি। তবে একটা কথা হচ্ছে- সফ্টওয়্যারটি ইন্সটল করার পর যদি ডাটা কেবলের ড্রাইভার সেটআপ না দেয়া হয় তাহলে তো কাজ করবে না।