IMEI দিয়ে জেনে নিন আপনার মোবাইলের Quality!

এই Topic টি আগে এখানে লেখা হয়েছে কিনা জানিনা। তবে আগে লেখা হলেও এটা আর আগেরটা এক হবে না। IMEI নম্বর কিভাবে বের করতে হয় আশা করি সবাই জানেন।

খুবই সহজ। *#06# প্রেস করলেই চলে আসবে। নম্বরটা দেখতে হবে এরকম

3 6 9 3 9 5 0 1 2 3 5 5 6 7 8

আমাদের কাজ হল ৭ আর ৮ নম্বর ডিজিট নিয়ে। গুজব আছে এটা দিয়ে জানা যায় কোন মোবাইল কোন দেশে তৈরী। কতটুকু গুজব আর কতটুকু সত্যি জানিনা। তবে কথায় আছে- যা রটে তার কিছুটা হলেও ঘটে!  😉

নকিয়া অবশ্য তাদের সাইটে এটাকে অস্বীকার করেছে। কিন্তু গুজবের সাথে বাস্তবের মিল পাওয়া যায়। তাই এটি নিয়ে লিখছি।

  • 00 - Original Factory (Best Quality)
  • 01/10 - Finland (High Quality)
  • 13 - Azerbaijan (Very bad quality, bad for health)
  • 02/20 - Emirates (Very Poor Quality)
  • 03/30, 04/40 - (Good Quality Chinese Phone)
  • 05/50 - Brazil/ USA/ Finland
  • 06/ 60 - Hon Kong/ China/ Mexico
  • 08/80 - Germany (Fair Quality)
  • 15 - Not Found
  • 09 - Not Found
শেষের দুটি আমি তন্ন তন্ন করে খুঁজেছি।কোথাও পাওয়া যায় নি। কারো কাছে থাকলে বলে দিবেন।
এসব তথ্য নিয়ে মতভেদ আছে। অনেকে বলে সবটাই ধাপ্পা। তবে ঐযে বললাম- যা রটে তার কিছুটা হলেও ঘটে।
উদাহরণ- আপনি যদি অনেক আগের Nokia সেট গুলো দেখেন তবে দেখবেন সেগুলোর IMEI এর ৭ আর ৮ নম্বর ডিজিট 00।
তখন চায়না বা অন্য দেশে তাদের ফ্যক্টরি তেমন একটা ছিল না। তার মানে দাড়ায় সেগুলোর মূল ফ্যাক্টরিতে বানানো হত। নকিয়া যতই ধানাই পানাই করুক কথাটা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
এর আগে লেখা হয়েছিল এখানে-

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন ফোনের কথা আপনি বলছেন সেটা উল্লেখ করুন

    Level 0

    @নিলয় খান:

    All Phones. Nokia was used as example.

    @munnamark:
    আপনার তথ্যগুলো সম্পূর্ণ ভুল । আপনি যে দুটো ডিজিটের কথা বলেছেন সেটি হচ্ছে PAC নাম্বার । আর এগুলো নতুন IMEI এ ব্যবহার হয়না বললেই চলে ।
    বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন চিরচেনা পাঠশালা WIKI তে এখানে …

    http://en.wikipedia.org/wiki/International_Mobile_Station_Equipment_Identity

    আর আপনার সেট এর IMEI এর মেনুফেক্চারার কে জানতে ভিজিট করুন এখানে …

    http://imei-number.com/imei-number-lookup/

    ধন্যবাদ
    আর বাংলা লিখতে কারো সমস্যা হলে গুগল মামাকে সরণ করতে ভুলবেন না … 😀

    http://www.google.com/transliterate/bengali

Level 0

নকিয়া অবশ্য স্বীকার করে না……. তবে এ তথ্য গুলো কোন সেটের জন্য প্রযোজ্য দয়া করে বলবেন কি?

    Level 0

    @sislsm:
    আরে ভাই Nokia -র কথা তো উদাহরণ হিসেবে বলেছি। তথ্যটা সব ফোনের জন্যই।
    আপনি যদি Chines Samsung কিনেন তাতে বেশিরভাগ সময়ই দেখবেন ০৪/৪০
    সব ফোনের মধ্যেই সাধারণত এ কোডগুলোই দেখা যায়। সেটা Symphony হলেও।

vai eita mone hoi thik na. cause ami sony er website theke ekta pdf download korcilam sekhane xperia p er ekta phone er imei number deya cilo. okhane niscoy 00 thaka ucit cilo. okhane number 05 er mane ki????

    Level 0

    @রাব্বি:
    ০৫ এর মানে দাড়াচ্ছে- ব্রাজিল বা ইউএসএ অথবা ফিনল্যান্ড।

    বাকিটা সনি জানে! 🙂

    তবে ০০ ই হতে হবে এমন কথা নেই। কারণ তাদের তো বিভিন্ন যায়গায় ফ্যক্টরি থাকতে পারে। সেক্ষেত্রে আপনার সেটে ০০ থাকার কথা না।

Level 0

amarta 00 hu hu
agula faltu blv hoi na

    Level 0

    @m3ath3n:
    আমিও বলেছি কতটুকু সত্যি বলা মুশকিল। আগেই বলে দিয়েছি এগুলো নিয়ে মতবিরোধ আছে।
    কেউ বলে একবারেই মিথ্যা। আবার কেউ বলে সবগুলোর মানে ঠিক নেই।

    তবে আমি যে উদাহরণ টা দিলাম সেটা লক্ষ্য করুন। আপনি যদি নকিয়া ১১০০ বা স্যামসাং এর আগের সেটগুলো দেখতে পারেন তাহলে দেখবেন ওগুলোর নম্বর ০০। কারণ এত আগে বিভিন্ন যায়গায় ওদের ফ্যাক্টরি ছিল না।

    তাছাড়া কোম্পানীগুলো দেশের ঠিকানা যাতে ফাস না হয়ে যায় সেজন্য ও ব্যাপারটা অস্বীকার করতে পারে।

    সত্যিটা কি সেটা ওরাই ভাল বলতে পারবে।

    Level 0

    @m3ath3n:
    আমিও বলেছি কতটুকু সত্যি বলা মুশকিল। আগেই বলে দিয়েছি এগুলো নিয়ে মতবিরোধ আছে।
    কেউ বলে একবারেই মিথ্যা। আবার কেউ বলে সবগুলোর মানে ঠিক নেই।

    তবে আমি যে উদাহরণ টা দিলাম সেটা লক্ষ্য করুন। আপনি যদি নকিয়া ১১০০ বা স্যামসাং এর আগের সেটগুলো দেখতে পারেন তাহলে দেখবেন ওগুলোর নম্বর ০০। কারণ এত আগে বিভিন্ন যায়গায় ওদের ফ্যাক্টরি ছিল না।

    তাছাড়া কোম্পানীগুলো দেশের ঠিকানা যাতে ফাস না হয়ে যায় সেজন্য ও ব্যাপারটা অস্বীকার করতে পারে।

    সত্যিটা কি সেটা ওরাই ভাল বলতে পারবে।
    তবে IMEI দিয়ে সেট আসল না নকল তা বলা যায়। দুনম্বর সেট IMEI নম্বর ক্যালকুলেশন করে ধরে ফেলার ব্যবস্থা আছে। (যদি না সেটা ভাল কোন সেটের IMEI কপি না করে)