সবাই কেমন আছেন ? শিরোনাম দেখে হয়তো অনেকেই মনে করতেছেন, এটা আবার কোন টিউন হলো নাকি ! এই টিপস টা যারা জানেন তাদের জন্য নয় ! যারা জানেন না, শুধু তাদের জন্য ! এই টিপস টি যেসব মোবাইলে ওপেরা মিনি সার্পোট করে সেসব মোবাইলে ভাল কাজ করবে ! এবার নিয়ম বলে দিই ! প্রথমে যাকে Mention করে কমেন্ট করবেন তার নামের উপর ক্লিক করুন
এবং তার প্রোফাইল না আসা পর্যন্তঅপেক্ষা করুন ! প্রোফাইল আসলে Address bar এ যান এবং প্রোফাইলের লিংক থেকে https://m এটা কেটে দিয়ে www লিখে Go করুন !
এবার লোডিং নেওয়া শেষ হলে আবার Address bar এ যান এবং লিংকের শেষে দেখুন id= এরপর কিছু সংখ্যা দেওয়া আছে & এর আগে পর্যন্ত ! শুধু ওই সংখ্যা গুলো কপি করুন করুন !
ওই সংখ্যা গুলোই হল আপনার id ! এবার Back করে কমেন্ট এর পেজে আসুন! কমেন্ট লিখুন ! এবার @ লিখুন ! কোন স্প্রেস না দিয়েই [ লিখুন এবং এর সাথেই কপি করা id টি পেস্ট করুন ! তারপর : লিখুন ! এরপর যাকে Mention করছেন তার নাম লিখুন ! এবার ] দিন ! অথ্যাত্ লেখার ফরমাট টি হবে নিচের মতো ,
কমেন্ট @[id:নাম] !
এইক্ষেত্রে মনে রাখবেন @ এর থেকে ] এই পর্যন্ত কোন স্পেস হবে না ! এবার Comment এ ক্লিক করুন ! দেখবেন Mention হয়ে গেছে !
এই ভাবে মোবাইল দিয়ে আপনার যেকোন ফেসবুক বন্ধুকে Mention করতে পারবেন ! আপনি এই পদ্ধতিতে অন্য ব্রাউজারেও চেষ্টা করে দেখতে পারেন ! কাজ হলে হতেও পারে !
আপনার বন্ধুর প্রোফাইলে ছবি সেট করা না থাকলেও এই পদ্ধতিতে Mention করতে পারবেন !
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ধন্যবাদ। পোষ্টির জন্য। ফেইসবুকে আপনার পোষ্ট দেখেই বুঝতে পেরেছিলাম যে আজকেই পোষ্টটি দিবেন।
ভাই আমি আপনার একটি টিউনের অপেক্ষাতে আছি। তারবিহীন ডিস সিগনাল ট্রান্সফারের বিষয়ে (ফেইসবুকে বোতলের ভিতর যে সার্কিটটি নিয়ে পোষ্ট করেছিলেন, এবং টেকটিউনেও এর আগেও রিকোয়েস্ট করেছিলাম।) এখনও অপেক্ষায় আছি।।