কেমন আছেন আপনারা? আমার আগের টিউনে আপনাদের সহযোগিতা পেয়ে এই টিউনটি করতে বসলাম।
শুরুর আগে কয়েকটা কথাঃ
টেকটিউনসের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।প্রযুক্তিধর্মী যা জ্ঞান আমার ছিলো তা হয়ত কিছুটা আমার নিজের প্রচেষ্টার ফল।কিন্তু
টেকটিউনস সে জ্ঞান কে কিছুটা হলেও শানিত করেছে।আমার টিউনারশীপ খুব একটা পুরোনো না হলেও টেকটিউনসের সাথে পরিচয় বেশ পুরোনো।
টিটি-র মোবাইলীয় বিভাগ বেশ ভালো লাগে।আগে থেকেই আমি মোবাইল বিষয়ক বিভিন্ন ইংরেজী ব্লগ ও ফোরামগুলোয় ঘোরাঘুরি করতাম।
CFW ফ্ল্যাশিং নিয়ে অনেক টিউটোরিয়ালও পেয়েছি কিন্তু ভরসা পাইনি ফ্ল্যাশ দিতে।
সাইফুল ভাইয়ের টিউন থেকেই ভরসা পেয়ে ১ম ফ্ল্যাশ দিয়েছি।আর আজ মোটামুটি নিজের চাহিদামত CFW বানানো বা মডিফাই করতে পারি।(যদিও ২-১ টা bug থেকেই যায়। যাই হোক)
তাই সাইফুল ভাইয়ের কাছেও আমি কিছুটা কৃতজ্ঞ।
অনেক সময় নষ্ট করলাম আপনাদের,
আসুন আমরা মূল টিউনের দিকে এগিয়ে যাইঃ
কাস্টম ফার্মওয়ার তৈরির ক্ষেত্রে
প্রাথমিক পরিচিতিঃ(নতুনদের জন্য)
FW: ফার্মওয়ার।
OFW: অরিজিনাল ফার্মওয়ার।
CFW: কাস্টোমাইজড ফার্মওয়ার।
MCU: এটি ফার্মওয়ারের কোর ফাইল।
এর এক্সটেনশন সাধাররনত .coo বা .cOr হয়।
PPM: এটি একটি ROFS2 ইমেজ যা CFW-এর বেশীভাগ ফিচার ধারন করে।
এর এক্সটেনশন সাধারনত .rofs2.v** হয়।(এখানে * এর জায়গায় যে কোন সংখ্যা হতে পারে)
APE: এটি UDA ফাইল।এটিকে ফোন মেমরিও বলা যেতে পারে(C:drive)।এটি ROFS3 ইমেজ।এক্সটেনশনঃ .uda.fpsx
Mod: এসব ফাইল তৈরি করা হয়ে থাকে ফার্মওয়ারকে বিভিন্নভাবে কার্যক্ষম করে তুলতে।আমাদের কাজ শুধু এসব মড FW-এর নির্দিষ্ট ফোল্ডারে কপি-পেস্ট করা।(যদিও বেশীভাগ CFW-তে অধিকাংশ মড দেয়াই থাকে)।
যে টুলস গুলো লাগবেঃ
> Navifirm plus. এখানে (হ্যান্ডসেটের ফার্মওয়ার ডাউনলোডের জন্য)
> NFE Core Editor (core ফাইল এডিট করা খুব বিপজ্জনক,তাই এটি বাদ দিন আপাতত).এখানে
> NFE. এখানে (ফার্মওয়ার এডিট করার জন্য)
> Nokia Cooker. এখানে (ফার্মওয়ার এডিটের জন্য)
> Nokia FW cleaner.এখানে (ROFS2-তে থাকা বিল্ট-ইন অ্যাপস ক্লিন করার জন্য)
>SIS Contents. এখানে (সিম্বিয়ান ইন্সটলেশন ফাইল আনপ্যাক করার জন্য)
> RSC editor. এখানে (রিসোর্স ফাইল এডিট করার জন্য)
> SISXplorer. এখানে (sis,sisx যাচাই করা যায় এর মাধ্যমে।বাকিটা sis content-এর মতই)
> MBM Converter. এখানে (mbm এক্সটেনশনে ইমেজ কনভার্টের জন্য)
> SVGB to SVG converter. এখানে
> SVG to SVGT converter. এখানে
> MIF maker. এখানে
> Mediabar Editor. এখানে
> Nokia Qwerty keyboard editor. এখানে
>Symbian Menu Editor. এখানে
> Hex editor. এখানে
> Theme icon switcher. এখানে
> SISware. এখানে (এর কাজও sis content-এর মতই)
> ResEdit. এখানে (রিসোর্স ফাইল দেখা ও এডিটের জন্য)
> SymbianRSC. এখানে (রিসোর্স ফাইলে অবস্থিত স্ট্রিং এডিট করার জন্য)
> Petran GUI. এখানে (.exe ও .dll ফাইল এডিট ও কম্প্রেসড করার জন্য,যাতে ROFS2-তে বেশী ফাইল ঢুকানো যায়)
> ROFS2 Language Tool. এখানে (Language ফাইল এক্সপোর্ট ও ইম্পোর্ট করার জন্য)
> Jaf. এখানে (সাইফুল ভাইয়ের টিউন থেকে নেয়া লিংক)
আজ শুধু FW এডিট করার টুলস গুলো শেয়ার করলাম।তাই স্ক্রীনশট দেয়ার কোন প্রয়োজনবোধ করলাম না।
টিটি-তে অনেক ভাই আছে যারা FW মডিং নিয়ে ভালো জ্ঞান রাখেন।
আশা করছি তাদের কেউ CFW তৈরী নিয়ে টিউন করবেন।যদি কেউ এ বিষয়ে টিউন না করেন
তবে ভবিষ্যতে হয়ত বা চেইন টিউন করতে পারি (এখনও সিদ্ধান্ত নিতে পারিনি)।
টিউন কেমন লাগলো জানাবেন।যদি টিউনটি সাহায্যপুর্ন বলে মনে হয় তবে অবশ্যই মন্তব্য করবেন।
ভালো থাকবেন। পরবর্তী টিউনে আবার দেখা হবে।
সে পর্যন্ত বিদায়।
আমি ব্যাকস্পেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর শুধুমাত্র দর্শক হয়ে থাকতে পারলাম না........
খুব ভাল টিউন , অসাধারন , অসাধারন , আপনাকে অনেক ধন্যবাদ , চেইন টিউন শুরু করুন , আমার মত অনেকেই অপেক্ষায় থাকলাম ………।