S60v5 এর CFW বানাতে চান?(তাহলে এ টিউন দেখতেই হবে)[আপডেটেড]

কেমন আছেন আপনারা?  আমার আগের টিউনে আপনাদের সহযোগিতা পেয়ে এই টিউনটি করতে বসলাম।

শুরুর আগে কয়েকটা কথাঃ

টেকটিউনসের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।প্রযুক্তিধর্মী যা জ্ঞান আমার ছিলো তা হয়ত কিছুটা আমার নিজের প্রচেষ্টার ফল।কিন্তু

টেকটিউনস সে জ্ঞান কে কিছুটা হলেও শানিত করেছে।আমার টিউনারশীপ খুব একটা পুরোনো না হলেও টেকটিউনসের সাথে পরিচয় বেশ পুরোনো।

টিটি-র মোবাইলীয় বিভাগ বেশ ভালো লাগে।আগে থেকেই আমি মোবাইল বিষয়ক বিভিন্ন ইংরেজী ব্লগ ও ফোরামগুলোয় ঘোরাঘুরি করতাম।

CFW ফ্ল্যাশিং নিয়ে অনেক টিউটোরিয়ালও পেয়েছি কিন্তু ভরসা পাইনি ফ্ল্যাশ দিতে।

সাইফুল ভাইয়ের টিউন থেকেই ভরসা পেয়ে ১ম ফ্ল্যাশ দিয়েছি।আর আজ মোটামুটি নিজের চাহিদামত CFW বানানো বা মডিফাই করতে পারি।(যদিও ২-১ টা bug থেকেই যায়। যাই হোক)

তাই সাইফুল ভাইয়ের কাছেও আমি কিছুটা কৃতজ্ঞ।

অনেক সময় নষ্ট করলাম আপনাদের,

আসুন আমরা মূল টিউনের দিকে এগিয়ে যাইঃ

কাস্টম ফার্মওয়ার তৈরির ক্ষেত্রে

প্রাথমিক পরিচিতিঃ(নতুনদের জন্য)

FW: ফার্মওয়ার।

OFW: অরিজিনাল ফার্মওয়ার।

CFW: কাস্টোমাইজড ফার্মওয়ার।

MCU: এটি ফার্মওয়ারের কোর ফাইল।

এর এক্সটেনশন সাধাররনত .coo বা .cOr হয়।

PPM: এটি একটি ROFS2 ইমেজ যা CFW-এর বেশীভাগ ফিচার ধারন করে।

এর এক্সটেনশন সাধারনত .rofs2.v** হয়।(এখানে * এর জায়গায় যে কোন সংখ্যা হতে পারে)

APE: এটি UDA ফাইল।এটিকে ফোন মেমরিও বলা যেতে পারে(C:drive)।এটি ROFS3 ইমেজ।এক্সটেনশনঃ .uda.fpsx

Mod: এসব ফাইল তৈরি করা হয়ে থাকে ফার্মওয়ারকে বিভিন্নভাবে কার্যক্ষম করে তুলতে।আমাদের কাজ শুধু এসব মড FW-এর নির্দিষ্ট ফোল্ডারে কপি-পেস্ট করা।(যদিও বেশীভাগ CFW-তে অধিকাংশ মড দেয়াই থাকে)।

যে টুলস গুলো লাগবেঃ

> Navifirm plus. এখানে (হ্যান্ডসেটের ফার্মওয়ার ডাউনলোডের জন্য)

> NFE Core Editor (core ফাইল এডিট করা খুব বিপজ্জনক,তাই এটি বাদ দিন আপাতত).এখানে

> NFE. এখানে (ফার্মওয়ার এডিট করার জন্য)

> Nokia Cooker. এখানে (ফার্মওয়ার এডিটের জন্য)

> Nokia FW cleaner.এখানে (ROFS2-তে থাকা বিল্ট-ইন অ্যাপস ক্লিন করার জন্য)

>SIS Contents. এখানে (সিম্বিয়ান ইন্সটলেশন ফাইল আনপ্যাক করার জন্য)

> RSC editor. এখানে (রিসোর্স ফাইল এডিট করার জন্য)

> SISXplorer. এখানে (sis,sisx যাচাই করা যায় এর মাধ্যমে।বাকিটা sis content-এর মতই)

> MBM Converter. এখানে (mbm এক্সটেনশনে ইমেজ কনভার্টের জন্য)

> SVGB to SVG converter. এখানে

> SVG to SVGT converter. এখানে

> MIF maker. এখানে

> Mediabar Editor. এখানে

> Nokia Qwerty keyboard editor. এখানে

>Symbian Menu Editor. এখানে

> Hex editor. এখানে

> Theme icon switcher. এখানে

> SISware. এখানে (এর কাজও sis content-এর মতই)

> ResEdit. এখানে (রিসোর্স ফাইল দেখা ও এডিটের জন্য)

> SymbianRSC. এখানে (রিসোর্স ফাইলে অবস্থিত স্ট্রিং এডিট করার জন্য)

> Petran GUI. এখানে (.exe ও .dll ফাইল এডিট ও কম্প্রেসড করার জন্য,যাতে ROFS2-তে বেশী ফাইল ঢুকানো যায়)

> ROFS2 Language Tool. এখানে (Language ফাইল এক্সপোর্ট ও ইম্পোর্ট করার জন্য)

> Jaf. এখানে (সাইফুল ভাইয়ের টিউন থেকে নেয়া লিংক)

আজ শুধু FW এডিট করার টুলস গুলো শেয়ার করলাম।তাই স্ক্রীনশট দেয়ার কোন প্রয়োজনবোধ করলাম না।

টিটি-তে অনেক ভাই আছে যারা FW মডিং নিয়ে ভালো জ্ঞান রাখেন।

আশা করছি তাদের কেউ CFW তৈরী নিয়ে টিউন করবেন।যদি কেউ এ বিষয়ে টিউন না করেন

তবে ভবিষ্যতে হয়ত বা চেইন টিউন করতে পারি (এখনও সিদ্ধান্ত নিতে পারিনি)।

টিউন কেমন লাগলো জানাবেন।যদি টিউনটি সাহায্যপুর্ন বলে মনে হয় তবে অবশ্যই মন্তব্য করবেন।

ভালো থাকবেন। পরবর্তী টিউনে আবার দেখা হবে।

সে পর্যন্ত বিদায়।

Level 0

আমি ব্যাকস্পেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর শুধুমাত্র দর্শক হয়ে থাকতে পারলাম না........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল টিউন , অসাধারন , অসাধারন , আপনাকে অনেক ধন্যবাদ , চেইন টিউন শুরু করুন , আমার মত অনেকেই অপেক্ষায় থাকলাম ………।

    @ইশতিয়াক: আপনাকে টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ।আমার CFW মডিং ১০০% পারফেক্ট এখনো হয়নি বলে মনে করি।নিজেকে আর একটু ইমপ্রুভ করে নেই,তারপর অবশ্যই এ বিষয়ে টিউন করবো।

      @ব্যাকস্পেস: ভাই এখনো অপেক্ষায় আছি ।

        @ইশতিয়াক: @ইশতিয়াক: ভাই,CFW-এর জন্য বাংলা কি-বোর্ড তৈরির চেষ্টা করছি।সফল হতে পারলে একেবারে সব এপস নিয়ে চেইন টিউন করব,তা নাহলে তো চেইন টিউন অসম্পুর্ন থেকে যাবে।যাই হোক আমার জন্য দোয়া করবেন।
        এখন পরীক্ষার জন্য একটু ব্যস্ত আছি তাই কোন টিউন করার সময় পাচ্ছিনা।

      @ব্যাকস্পেস: প্রিয়তে নিলাম , আর নির্বাচিত করার পক্ষে ভোট দিলাম ।

ভাই চেইন টিউন করেন। Dhonnobad

Level 0

great bro

খুব ভাল লাগলো। আর্ও বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ।

খুব ভালো টিউন হয়েছে।

Level New

প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনার সুন্দর টিউনের জন্য, আমি নোকিয়া ফোনের খুঁজছি কিন্তু নেটে সার্চ করে সফল হতে পারিনি কেউ ডাউনেলাড লিংক (কার্যকর) দিতে পারলে উপকৃত হতাম।

Level New

দু:খিত আগের কমেন্টে ইংরেজী আসেনি। আমি Nokia E05-00 ফোনের CFW খুঁজছি

    @Iqbal: আপনি বোধহয় E5-00-এর কথা বলছেন।আচ্ছা দেখি,যদি পাই তবে শেয়ার করবো।মন্তব্যের জন্য ধন্যবাদ।

CFW বানানোর প্রক্রিয়া বেশ জটিল। সামান্য ত্রুটি থাকলে ফ্ল্যাশিং হবেনা। এমনকি ফোন ডেড হয়ে যেতে পারে। তবে ভয় নেই OFW দিয়ে ফ্ল্যাশ দিলে আবার ঠিক হয়ে যাবে। আমি নোকিয়া C6 ব্যবহার করি। প্রায় ২৫-২৬বার ফ্ল্যাশ করেছি। অনেক বার ডেড হয়েছে তারপরেও কোন সমস্য ছাড়াই চলছে।
আশা করছি প্রতিটি সফটওয়্যার নিয়ে চেইন টিউন করবেন। আমার ইচ্ছা ছিলো টিউন করার কিন্তু সময়ের বড় অভাব আর কোন কিছু সহজ ভাষায় গুছিয়ে লিখতে পারিনা।

আর হ্যাঁ আমার কাছে কিছু টুলস ছিলোনা। এখন পেয়েছি।
অনেক ধন্যবাদ আপনাকে।

    @রুবেল হাওলাদার: ১ম CFW টি বানাতে আমারও অনেকবার ফ্ল্যাশ দিতে হয়েছিলো।OFW-ই বলুন আর CFW-ই বলুন, usb এর মাধ্যমে খুব বেশী ফ্ল্যাশ দেয়া ঠিক নয়। ফ্ল্যাশিংয়ের সময় কোন দুর্ঘটনাজনিত কারনে ফোনের usb boot loader নষ্ট হয়ে গেলে সাধের হ্যান্ডসেট টি শো-কেইজ এ সাজিয়ে রাখা ছাড়া আর কোন উপায় থাকবেনা।তবে boot loader সাধারণত খুব কমই নষ্ট হয়।
    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

সুন্দর টিউন ।

চমৎকার টিউন । খুব ভাল লাগলো পড়ে । আমার পক্ষে CFW বানানো সম্ভব না !!!! আশা করি ভবিষ্যতে আরও কিছু উপহার দিতে পারবেন । চালিয়ে জান ভাই । জিনিশগুলো নামিয়ে রাখলাম ।।

    @kakerbachcha: এত তাড়াতাড়ি হতাশ হবেন না।CFW নিজে বানানো হয়ত বেশ কঠিন কিন্তু অন্য একটি CFW মডিফাই করে নিজের মত স্টাইলে সাজিয়ে নেয়া কিছুটা হলেও সহজ।যে এপস গুলো দিয়েছি এগুলো দিয়েই পারবেন।আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

DARUN DISEN VAI

Level 0

ভাই আমি নোকিয়া রাম-৩৫৬ তে CFW দিশি , কাজ ও হইসে কিন্তু আগের অবস্থানে ফীড়ে যাব কি করে? মানে নোকিয়া ৫৮০০। রাম- ৩৫৬ অরিজিনাল FW তে

Level 2

rsc editor er link deya achhe http://www.mediafire.com/?vnq2brxaslrwtx0/
kuntu tate siscontent.rar download hoy.

Fb te friend request pathaichhi, add koren.

Kivabe handseter bortoman firmware backup kore rakhte parbo?

http://www.n8fanclub.com/2011/08/how-to-flash-symbian-belle-update-on.html?m=1 ei firmware e kivabe Bangla language ad korbo?

Bangla keyboard layout ki toiri kora jabe?

All for nokia n8 belle refresh rm-596 s^4

thanks for tune & waiting for your chain tutorial

    @ghosthost: লিংক ঠিক করা হয়েছে।আর CFW-তে বাংলা ল্যাঙ্গুয়েজ যুক্ত করার চেষ্টা আমি নিজেই করছি,সফল হতে পারলে জানাব।মন্তব্যের জন্য ধন্যবাদ।

তেঁতুল দেখালেন, কিন্তু খাওয়ালেন না, এখন তো আর তর সইছে না……….