মোবাইল ফোনের দেশী বাজার দর

মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আমরা ব্রান্ডের পাশাপাশি আর যে দুটি বিষয় প্রাধান্য দিয়ে থাকি তা হলো এর ফিচার এবং দাম। ফিচারের ক্ষেত্রে বিদেশী অনেক ওয়েব সাইট অথবা স স ব্রান্ডের ওয়েব সাইট থেকে জানতে পারলেও আমাদের দেশে কখন কোন সেটের কি দাম যাচ্ছে তা জানতে পারি না। এই সমস্যা থেকে পরিত্রানের জন্য অরনব সমাদ্দর এবং মোহাম্মদ তানভির সিদ্দীকি দেশি চমংকার একটি ওয়েব সাইট পাবলিশ করেছেন, যা থেকে  আমরা অধিকাংশ জনপ্রিয় ব্রান্ডের মোবাইলের বতমান বাজার দর এবং পাশাপাশি প্রয়োজনীয় কিছু ফিচার জানতে পারি। সাইটটি নিয়মিত আপডেট করা হয়, বিধায় চলতি বাজার দর জানা যায়। নিচে দেশী ওয়েব সাইটটির পাশাপাশি আর্ও একটি ওয়েব সাইট দিলাম যা থেকে পাঠক একটি মোবাইল ফোনের প্রয়োজনীয় সব ফিচার পেতে পারেন।

(১) http://www.mobilemaya.com/

(২) http://www.gsmarena.com/

আশা করি সাইট দুটি পাঠকের উপকারে আসবে।

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ সামীউল ইসলাম হিরন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিষ তবে চায়না মোবাইলের দাম জানলে আমার জন্য আরও ভাল হতো কারন আমি চায়না সেট ব্যবহার করি। 😉
ধন্যবাদ।

    ভাই, আশা করি আপনার লেখাটা ওই ওয়েব সাইট এর ওনারদের চোখে পড়বে এবং ওনারা চাইনা মোবাইল সেটের বাজার দরও যুক্ত করবেন।
    ধন্যবাদ আপনার মতমতের জন্য।

ভাল লাগল। মোবাইল ফোন কেনার পূর্বে কাজে লাগবে। আপনার আরও টিউন চাই।

    ধন্যবাদ হাসিবুল।

ফিচারের ক্ষেত্রে বিদেশী অনেক ওয়েব সাইট অথবা স স ব্রান্ডের ওয়েব সাইট থেকে জানতে পারলেও আমাদের দেশে কখন কোন সেটের কি দাম যাচ্ছে তা জানতে পারি না।.

একদম খাটি কথা।
তবে এখানে দামি কিছু ব্রান্ড দেই নাই।
ধন্যবাদ

    সাম্য ভাই,
    ধন্যবাদ আপনার মতামতের জন্য।
    আশা করি খুব শ্রিগ্রি আরও অনেক সেটের দাম আমরা দেখতে পাব।

    তাহলে ব্লাকবেরি, এইস টি সি, আপ্যল, এগুলো আনেন।
    আমার তা ভাই বিশাল দরকার এই লিস্ট গুলো।

    সাম্য ভাই,
    ওয়েব সাইটটা তো আমি ডেভেলাপ ও পাবলিশ করি নাই। যারা করেছেন তাদের নাম আমি আমার লেখায় উল্লেখ করেছি।
    আশা করি ওনারা এই সেটগুলির দামও যোগ করবেন।
    ধন্যবাদ।

ধন্যবাদ মেহেদী ভাই ।

Ami set kenar somoy dam khuija pai nai. Pore Nokia set er price list ta amar blog e dia dichi. Dekhte paren http://shemul49rmc.blogspot.com

http://www.mobilemaya.com সাইট’টি McAfee red listed সাইট। আমার ম্যাকেফি সাইট এডভাইজর তো তাই দেখালো… তাড়া কিছু কুকি সেভ করে যা স্ট্যান্ডার্ড কুকি সেভিংস প্রাকটিসের মধ্যে পড়ে নাহ।