স্বাগতম সবাইকে আমার ২য় টিউনে।
যদিও এখন অ্যান্ড্রয়েডের যুগ,তারপরও যারা এখনও সিম্বিয়ান OS যুক্ত ফোন ব্যাবহার করেন
টিউনটি মূলতঃ তাদের জন্য।
তো চলুন শুরু করা যাক........
আজকের CFW-এর নামঃ Palikon Black Edition
বেজ ফার্মওয়ারঃ N97v30
(আমি প্রায় ১৫-১৬ টির মত CFW ব্যাবহার করেছি এবং তার মধ্যে এটি সবচেয়ে ভালো লেগেছে।)
স্টাইলের দিক থেকেও এটি যথেষ্ট সুন্দর আর অন্যান্য ফার্মওয়ারের চেয়ে স্পিডও তুলনামূলকভাবে বেশি। (আমার অভিজ্ঞতা থেকে)
চলুন কিছু স্ক্রিনশট দেখা যাকঃ
(৩নং স্ক্রিনশট টি আমার মোবাইল থেকে নেয়া)
ফিচারসমুহঃ
> CFW ব্যাবহারকারিরা অনেকেই QT সমস্যায় পড়ে থাকেন।এতে QT বিল্ট-ইন দেয়াই আছে (Z: drive)
তাই হ্যান্ডসেট রিস্টোর করলেও QT থেকেই যাবে।
> মিউজিক প্লেয়ারের জন্য অতিরিক্ত ৫টি ইকুলাইজার (Z: drive)
> উইন্ডোজ ফোনের kinetic scroll সংযোজিত।
> নকিয়া ডিফল্ট ফাইল ব্রাউজার দিয়ে যে কোনো প্রটেক্টেড ফাইল পাঠানো যাবে।
> ক্যামেরাতে ভালো মানের শট এবং ভিডিও রেকর্ডিং পেতে FPS বর্ধিত করা হয়েছে।
>ব্লুটুথ হেডসেট ব্যাবহার করতে হ্যান্ডসেট রিস্টার্ট হয়না।(আমার ৫২৩৩ মডেলে টেস্ট করে দেখেছি)
> মিউজিক প্লেয়ারের ডিফল্ট স্ক্যান ডিরেক্টরি E:/music
> বোনাস যেসব এ্যাপস সংযোজিত হয়েছেঃ
BTSwitch , Rom Patcher 3.1, KillME 1.36, AutoInstaller, File Browser, Accel Switch, Menu swap, Light Control, Photo Browser, Auto Installer, Pocket Lock, Btswitch, Restart, Shutdown, Easykeylock, Memcheck, Google Maps.
> আরও অনেক ফিচার রয়েছে যা দেখতে চাইলে ফার্মওয়ার টির মূল সাইট থেকে ঘুরে আসতে পারেন।
(আসলে ঘুম পেয়েছে খুব তাই আর লিখতে ইচ্ছা করছে না)
ডাউনলোড লিংকঃ
* হ্যান্ডসেট ফ্ল্যাশ দিতে সাইফুল ভাইয়ের এই টিউন দেখতে পারেন।
অনেক বকবক করলাম। টিউনটি যদি কারও ভালো লাগে তবে টিউমেন্ট করবেন। (নাকি করবেন না ? )
দুই ঘন্টার বেশি সময় ধরে লিখেছি....আর না।
সবাই ভালো থাকবেন।পরবর্তী টিউন পর্যন্ত বিদায়।
আমি ব্যাকস্পেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর শুধুমাত্র দর্শক হয়ে থাকতে পারলাম না........
আমিও অনেক CFW (C6) ব্যবহার করেছি। তবে একটাও মনের মতো হয়নি।
এখন আমার নিজের বানানো CFW ব্যবহার করছি।