S60v5 ইউজারদের জন্য একটি দারুন CFW

স্বাগতম সবাইকে আমার ২য় টিউনে।

যদিও এখন অ্যান্ড্রয়েডের যুগ,তারপরও যারা এখনও সিম্বিয়ান OS যুক্ত ফোন ব্যাবহার করেন

টিউনটি মূলতঃ তাদের জন্য।

তো চলুন শুরু করা যাক........

আজকের CFW-এর নামঃ Palikon Black Edition

বেজ ফার্মওয়ারঃ N97v30

(আমি প্রায় ১৫-১৬ টির মত CFW ব্যাবহার করেছি এবং তার মধ্যে এটি সবচেয়ে ভালো লেগেছে।)

স্টাইলের দিক থেকেও এটি যথেষ্ট সুন্দর আর অন্যান্য ফার্মওয়ারের চেয়ে স্পিডও তুলনামূলকভাবে বেশি। (আমার অভিজ্ঞতা থেকে)

চলুন কিছু স্ক্রিনশট দেখা যাকঃ

(৩নং স্ক্রিনশট টি আমার মোবাইল থেকে নেয়া)

ফিচারসমুহঃ

> CFW ব্যাবহারকারিরা অনেকেই QT সমস্যায় পড়ে থাকেন।এতে QT বিল্ট-ইন দেয়াই আছে (Z: drive)

তাই হ্যান্ডসেট রিস্টোর করলেও QT থেকেই যাবে।

> মিউজিক প্লেয়ারের জন্য অতিরিক্ত ৫টি ইকুলাইজার (Z: drive)

> উইন্ডোজ ফোনের kinetic scroll সংযোজিত।

> নকিয়া ডিফল্ট ফাইল ব্রাউজার দিয়ে যে কোনো প্রটেক্টেড ফাইল পাঠানো যাবে।

> ক্যামেরাতে ভালো মানের শট এবং ভিডিও রেকর্ডিং পেতে FPS বর্ধিত করা হয়েছে।

>ব্লুটুথ হেডসেট ব্যাবহার করতে হ্যান্ডসেট রিস্টার্ট হয়না।(আমার ৫২৩৩ মডেলে টেস্ট করে দেখেছি)

> মিউজিক প্লেয়ারের ডিফল্ট স্ক্যান ডিরেক্টরি E:/music

> বোনাস যেসব এ্যাপস সংযোজিত হয়েছেঃ

BTSwitch , Rom Patcher 3.1, KillME 1.36, AutoInstaller, File Browser, Accel Switch, Menu swap, Light Control, Photo Browser, Auto Installer, Pocket Lock, Btswitch, Restart, Shutdown, Easykeylock, Memcheck, Google Maps.

> আরও অনেক ফিচার রয়েছে যা দেখতে চাইলে ফার্মওয়ার টির মূল সাইট থেকে ঘুরে আসতে পারেন।

(আসলে ঘুম পেয়েছে খুব তাই আর লিখতে ইচ্ছা করছে না)

ডাউনলোড লিংকঃ

Nokia 5233 ও 5228 (RM-625)

Nokia 5230 (RM-588)

Nokia 5800 (RM-356)

* হ্যান্ডসেট ফ্ল্যাশ দিতে সাইফুল ভাইয়ের এই টিউন দেখতে পারেন।

অনেক বকবক করলাম। টিউনটি যদি কারও ভালো লাগে তবে টিউমেন্ট করবেন। (নাকি করবেন না ? :))

দুই ঘন্টার বেশি সময় ধরে লিখেছি....আর না।

সবাই ভালো থাকবেন।পরবর্তী টিউন পর্যন্ত বিদায়।

Level 0

আমি ব্যাকস্পেস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর শুধুমাত্র দর্শক হয়ে থাকতে পারলাম না........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও অনেক CFW (C6) ব্যবহার করেছি। তবে একটাও মনের মতো হয়নি।
এখন আমার নিজের বানানো CFW ব্যবহার করছি।

    @রুবেল হাওলাদার: সত্যিই নিজের বানানো CFW ব্যবহার করার মজাই আলাদা।আমি এই ফার্মওয়ার সহ অন্যান্য কিছু ফার্মওয়ার থেকে ভালো ভালো ফিচার নিয়ে নিজের পছন্দমত CFW তৈরী করেছি।এক্ষেত্রে Re-partitioned CORE+Rofs2 ব্যাবহার করছি।আপাতত এর bug খুজছি।যদি নিজের কাছে শেয়ার করার উপযোগী মনে হয় তবে ভবিষ্যতে শেয়ার করব। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

ami ei CFW ta use korchi valoi lagche….

রুবেল হাওলাদার @ vai apnar CFW tar kichu screen shoot paren to den dekhtam kemon korechen. asha korchi valoi korechen.. r nijer banano jinish use korar mojatai alada….

Level 0

vai…..eta ki amar n97 e install korte pabo????? answer diyen……with facebook id….

    @ocean4mbd: না ভাই। এটি আপনার N97-এ চলবে না।তবে গুগলে সার্চ করে আপনার হান্ডসেটের মডেলের সাথে মিলিয়ে অনেক CFW পাবেন।টিউমেন্টের জন্য ধন্যবাদ।আর আমার FB id আমার টিউনার স্ট্যাটাসের সাথেই দেয়া আছে।পেজের উপরের দিকে দেখুন।

দারুন ফার্মওয়্যার ! বাট আমার ৫৫৩০ এর জন্য নাই 🙁

    @সাইফুল ইসলাম: টিউমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ সাইফুল ভাই।আর হ্যা,আপনার মডেলের জন্য লিংক পেলে টিউন আপডেট করে দেব।

নকিয়া s60v3 তে কাজ করবে? 🙁

@ওয়াক্তিয়ার ভাই সরি স্ক্রিনসর্ট দিতে পারবো না। আর আপনি ঠিকই বলেছেন নিজের বানানো জিনিস ব্যবহার করার মজাই আলাদা। আমি আমার ফার্মওয়্যার থেকে নোকিয়ার অনেক ডিফল্ট সফটওয়্যার,থিম মুছে ফেলেছি। আমার মোবাইল এখন সুপার ফাস্ট।

@সাইফুল ইসলাম(symbian guru), আপনি ইচ্ছা করলে নিজেই আপনার ফার্মওয়্যার বানাতে পারবেন। এরজন্য কিছু সফটওয়্যারের দরকার হবে।
যেমন-
NFECoreEditor
Nokia Cooker
Nokia Firmware Editor
Nokia FW Cleaner…

আমার মতো গর্দভ যদি পারে তাহলে আপনিতো…….

@ রুবেল ভাই কিভাবে ফার্মওয়্যার বানাতে হয় এই নিয়ে যদি একটা টিউন করেন তাহলে খুব ভালো হয়।
যদি সম্ভব হয় তো টিউন টি করেন প্লিজ।

ভাইরে টিউনতো করতে ইচ্ছা করে কিন্ত সাহস হয়না। তারপরেও দেখি চেষ্টা করে।

@ রুবেল ভাই হ্যা আপনি পারবেন। কেন পারবেন না??

ভাই ৩.৫ বছর থেকে সিম্বিয়ান S60v5 ব্যাবহার করি কিন্তু এর আগে কখন cfw এর নাম ও শুনি নাই। এইটা কি আমার ৫৫৩০ তে চলবে? একটু বিস্তারিত বলুন Please

Level 0

C5-03’r jonno nai !

    @Sushan: দেখি,পেলে শেয়ার করব। টিউমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমিও cfw টা use করছি অসাধারন একটা cfw . তবে এর mettro theme টা অনেক অসাম 🙂

ভাই চরম CFW দিসেন একটা । আমি আমার nokia 5233 এর জন্য download করসি । এখন আমি আপনার দেওয়া farmaware ব্যাবহার করছি । কি আর বলব !!! আইটা তো পুরাই অছাম ছালা !!!! শেয়ার করার জন্য ধন্যবাদ ।

চরম চরম থিম ইফেক্ট দিচ্ছে !!!!!

ব্যাকস্পেস ভাই আপনি আরও কয়েকটা CFW নিয়ে টিউন করেন ।।

    @kakerbachcha: ধন্যবাদ আপনাকে টিউমেন্টের জন্য।
    টিটি-তে তো আর সব জিনিস শেয়ার করা যায়না,দেখি যদি ভালো কিছু পাই আর তা শেয়ার করার উপযোগী মনে হয় তবে অবশ্যই শেয়ার করব।CFW-এর টুকটাক মডিফাই নিয়ে কিছু টিউন করব ভাবছি,যদি আপনারা সাথে থাকেন তবেই…