বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ওয়াল্টন স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করে। তাদের প্রথম স্মার্টফোন ছিল ওয়াল্টন Primo যেটি ব্যবহারকারীর কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতা ধরে তারা আরও ৪টি নতুন মডেলের স্মার্টফোনের তার মধ্য একটি হলো Walton Primo G1।
Walton Primo G1-এ থাকছে
- ডুয়েল কোর ১ গিগাহার্জ Qualcomm এর প্রসেসর,
- ৪.৩ ইঞ্চি আকারের আইপিএস ডিসপ্লে
- রেজুলেশন 800X480 পিক্সেল।
- ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।
তবে আগের ডিভাইসগুলোর তুলনায় এর ব্যাটারির ক্ষমতা একটু বেশি। ১৮০০ এমএএইচ।
এ ফোনটিতে চলছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ । পাশাপাশি সেটটিতে রয়েছে
- ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা,
- রেডিও,
- ব্লুটুথ,
- জিপিএস,
- অ্যাক্সেলেরোমিটার,
- প্রক্সিমিটি সেন্সর,
- কম্পাস,
- ওয়াই-ফাই ও ৩জি সুবিধা।
এ্ই ডিভাইসের দাম ১৩ হাজার টাকার আশেপাশে হতে পারে বলে জানা গেছে।আরো অন্য ডিভাইসগুলো সম্পর্কে জানার জন্য
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Kobe markete asbe,