‘মাইক্রোম্যাক্স A116 ক্যানভাস ৩ HD মোবাইল WITH জেলীবিন’-এবার ‘সাধ্যের মধ্যেই সবটুকু সুখ’।

বিসমিল্লাহির রহমানির রহিম । পরম করুনাময় আল্লাহ নামে শুরু করছি ।সবাই কেমন আছেন? আশা করি ভাল। মাইক্রোম্যাক্স এর দারুন একটি মোবাইল নিয়ে লিখব আজ।যা ফেব্রুয়ারির ১ম সপ্তাহে বাজারে ছাড়বে  মাইক্রোম্যাক্স কোম্পানি।যেটির নাম 'মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস ৩ এইচডি '

'মাইক্রোম্যাক্স A116 ক্যানভাস ৩ HD মোবাইলে কি কি থাকছে দেখে নিনঃ-

#১।নেটওয়ার্ক ও সিমঃ-

১।২জি ও ৩জি নেটওয়ার্ক সবিধা থাকছে।

২।Dual SIM (Mini-SIM) এর সবিধাও থাকছে।

৩।তবে,একটি সিমস্লট ৩জি সিম ও অন্যটি ২জি সিম ব্যাবহার করার জন্য।

#২।ডিসপ্লেও বডিঃ-

১।5.0 inch HD ডিসপ্লেটিতে ১২৮০x৭২০ এর HD  রেজোলিউশান রয়েছে।

২।ডিসপ্লেটিতে অবশ্যই মাল্টিটাচ ও protectionথাকবে।

৩। 5.0 inches ডিসপ্লেটিতে (~294 ppi pixel density) রয়েছে।

#৩।মেমরি কার্ড ,রেমও প্রসেসরঃ-

১।৪ জিবি এর স্টোরেজ মেমরি আছে এতে।তবে সম্ভবত ২ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে।

২।প্রথম বারের মত ১ জিবি রেম দেওয়া হয়েছে মাইক্রোম্যাক্স এর এই মোবাইলটিতে।

৩।তবে আলাদা মেমোরি ব্যাবহার করা যাবে ৩২ জিবি পর্যন্ত।

৪।Quad-core 1.2 GHz Cortex-A7-প্রসেসর এর সাথে থাকছে মেডিয়াটেক এর MTK MT6589 চিপ্সেট।

#৪।ক্যামেরাঃ-

১। ৮ মেগাপিক্সেল এর পেছনের ক্যামেরা থাকছে  যার পিক্সেল ৩২৬৪x২৪৪৮।

২। সাথে অবশ্যই লেড ফ্ল্যাশ লাইট আছে।

৩। এবার VGA ফ্রন্ট ক্যামেরা ব্যাবহার করা হয়েছে যা দিয়ে ভিডিও কল করা যাবে।

#৫। OS ও অন্নান্য FEATURESঃ-

দারুন এই HD সুপার ফোনটিতে অ্যান্ড্রয়েড এর নতুন Android OS, v4.1 (Jelly Bean) ব্যাবহার করা হয়েছে । যা v4.2 (Jelly Bean) এ আপগ্রেড করা যাবে। এর ডিসপ্লেটি হল অতুলনীয়।যাতে HD ভিডিও ও HD গেম খেলা যাবে সমস্যা ছাড়াই।

SMARTPHONE

আর ব্যাটারি 2100 mAh এর।আর,‘মাইক্রোম্যাক্স A১১০ ক্যানভাস ২,ram-৫১২ mb.‘মাইক্রোম্যাক্স A116 ক্যানভাস ৩ এর ১GB.।ডিসপ্লে ও A110 এর চেয়ে অনেক অনেক ভাল।কারণ A110 এর 480 x 854 pixels resolution।আর এর pixel density ও অনেক কম ~196 ppi।তবে,মাইক্রোম্যাক্স A১১০ ক্যানভাস ২ পাবেন ১৫,০০০ টাকাই।

এই SUPER PHABLET  ফোনটির সাথে স্যামসাঙ এর নতুন গালাক্স্যি GRAND মোবাইল এর তুলনা করলেই বোযা যাবে সাধ্যের মধ্যে এটিই সেরা স্মার্টফোন।

উপড়ের ছবিতে এই SUPER PHABLET  ফোনটির ইন্ডিয়ান রুপিতে  দাম দেওয়া হয়েছে।মনে হয় আমাদের দেশে মোবাইলটির দাম ২০,০০০ হতে ২৫,০০০ হাজার টাকার মধ্যে হবে

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য...।|

এই ব্লগে আপনাদের আমন্ত্রণ রইল-ITTALKBD | আইটি টক বিডি .

Level 0

আমি HRIDOY AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Samsung r Micromax haha. mentally satisfaction পাবেন না Micromax a.

    @মুরাদ: স্যামসাঙ অবশ্যই ভাল।তবে যত ভিডিও রিভিও দেখলাম এতে এই ফোন খুব ভালই মনে হয়েছে।আর আসল কথাটা হল ”এই SUPER PHABLET ফোনটির সাথে স্যামসাঙ এর নতুন গালাক্স্যি GRAND মোবাইল এর তুলনা করলেই বোযা যাবে সাধ্যের মধ্যে এটিই সেরা স্মার্টফোন।”হ্যাঁ =-সাধ্যের মধ্যে এটিই সেরা স্মার্টফোন।”

Level 0

thanks bro ami ai set ti goto koyek din jabot khus tese but eta ekhon banglash a ashe nai a te amar mon posondo ekti se

    @SHAHIN GSM: থ্যাংকস আপনাকে।আর হ্যাঁ-আমিও যখন প্রথম ২৬ জানুয়ারীতে দেখি তখন মনে হয়েছিল থিক তাই………।

Level 0

সবই ঠিক আছে কিন্তু মিডিয়াটেক চিপসেটের নাম শুনেই সব আগ্রহ উবে গেল।

    @HRIDOY AHMED: @somrat786: @somrat786: @somrat786: ভিডিও রিভিও দেখে এই ফোন খুব ভালই মনে হয়েছে।আর আসল কথাটা হল ”সাধ্যের মধ্যে এটিই সেরা স্মার্টফোন।”

Level 0

price koto

    @bondhan18: মনে হয় আমাদের দেশে মোবাইলটির দাম ২০,০০০ হতে ২৫,০০০ হাজার টাকার মধ্যে হবে।

ধন্যবাদ আপনাকে এই মোবাইল টির সম্পর্কে জানানো জন্য । দেখি ……। টাকা হলে কিনতে পারি কি না …।।
ভাল থাকুন ।

    @নিউ আইটি ওয়ার্ল্ড: ধন্যবাদ আপনাকেও।দোয়া করি জেন কিনতে পারেন।আর,‘মাইক্রোম্যাক্স A১১০ ক্যানভাস ২,ram-৫১২ mb.‘মাইক্রোম্যাক্স A116 ক্যানভাস ৩ এর ১GB.।ডিসপ্লে ও A110 এর চেয়ে অনেক অনেক ভাল।

Level 0

where i can get this phone in bangladesh?????

    @djjmahbub: আশা করি এই ফোন আমাদের দেশে ফেব্রুয়ারির ১ম সপ্তাহেই পাব।আর,বাজারে ছাড়ার পর কিছুদিনের মধ্যেই ভাল মোবাইলের দুকানে(মাইক্রোম্যাক্স এর বসুন্ধরা সিটি সার্ভিস সেন্টার) পাওয়া যায়।আর আমি ও এইটা কিনব…।তাই যখন জানব তখন আমি আপনাদের জানিয়ে দেব…।

এটা কি সাদ্ধের মধ্যে হল?????

    @mahmudulcse:সবটুকু সুখ’।power jonno 40-60 hajar o tar besi damer smartphone onekei kine thake.R apni 20-22 hajar takai temon smartphone pabenona….R jara smartphone asolei kinte chai tader kache 20-22 hajar taka jogar kora motei kothin kicho na,,,20-22 hajar taka.তাই,সাধ্যের মধ্যে এটিই সেরা স্মার্টফোন।