কেমন আছেন বন্ধুরা। ইন্টারনেটে Search করতে আজ আরেকটি নতুন খবর আপনাদের সাথে শেয়ার করার মত খুঁজে পেলাম ।
খবরটি যদিও একটি Rumor ,তারপরেও শেয়ার না করে থাকতে পারলাম না ।
Smartphone Giant Samsung বাজারে মুক্তি করতে চলছে Galaxy Series এর Galaxy S4, Sammobile এর মতে।
ছবিটি যদি সত্যি হয়ে থাকে তাহলে Samsung তাদের যথারিত হোম আর ন্যাভ (Home And Navigational ) Button গুলো উঠিয়ে Touch Pad এ আনতে যাচ্ছে।
একই সাথে Phoneটি আরও পাতলা হবে আগের মডেল গুলর থেকেও আর Screen আগের থেকেও বড় হবে কোনায় কোনায় লাগানো, Motorola’র Droid Razr M এর মত।
Galaxy S4 এর মূল বৈশিষ্ট্য –4.99-Inch Super Amoled Full Hd 1920 X 1080 Display, এবং একটি 2ghz Quad-Core Exynos Processor ক্ষমতা সম্পন্ন , 2gb Of Ram ও একটি 13-Megapixel Rear Camera ।
যদিও Sammobile খবরটির সত্যতা বিচারের কোন দায়িত্ব বহন করেনি । কিন্তু পাশাপাশি এটাও শোনা গিয়েছে যে নতুন Galaxy S4 এই বছরের এপ্রিল এ মুক্তি পেতে চলেছে।
আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দাম টা কত হবে?