Samsung এর নতুন Flexible display – এমন স্ক্রীন যেটা বাঁকানো বা ভাঁজ করা যায়!!

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, আজ আপনাদের কাছে একটি নতুন টেকনোলজির খবর দিতে চলে আসলাম।

Smartphone  display টেকনোলজির নতুন যুগ!!

Cnet.com এর প্রযুক্তি মেলায় Samsung তাদের নতুন Flexible display এর  সাথে পরিচয় করিয়ে দিল। এটি এমন একধরনের display যা কাগজের মত মোড়ানো বা বাঁকানো যায়।

Display টির বৈশিষ্ট্য –

  • ৫.৫ ইঞ্চি flexible screen / display – যেটা Galaxy S3 এর মত ভবিষ্যতের smartphone গুলতে ব্যবহার করার পরিকল্পনা আছে
  • এর সাথে 1280*720 HD resolutions ও 267 pixel density।

এই ছোট display টির প্রদর্শনীর সময় Samsung  এও জানায় যে তারদের কাছে ৫৬ ইঞ্চের বড় display আছে।

তারা উল্লেখ করেন যে , এই ধরনের flexible display এর জন্য Samsung galaxy s3 - smartphone  গুলর মত ভবিষ্যতের smartphone গুলোতে design এর স্বাধীনতা আসবে।

তারা আরও বলেছেন , এর থেকে আরও উন্নত display তৈরি করার চেষ্টায় আছেন যার সাথে touch pad ও lens যুক্ত করবেন।

শুধু Samsung না LG ও Nokia  এমন flexible display কিছু ডেমো বের করছে , কিন্তু বরাবরের মত Samsung এরটাই ভালো বেরুল।

সবার শেষে আপনাদের শুধু এটাই বলতে চাই যে , টেকনোলজি আমাদের পৃথিবীকে খুব পরিবর্তন করে ফেলছে। আশা করি আপনাদের ভাল লাগবে।

আমার পূর্বের টিউনগুলো দেখার অনুরধ রইল-

টিউনটি পূর্বে প্রকাশিত আমার ব্লগে – এখানে ক্লিক করুন

Level 0

আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jotil

awesome as always

    Level 0

    @sheikh nahid: অসংখ্য ধন্যবাদ ভাই । যোগাযোগে থাকুন আশা করি আরও এমন নতুন খবর দিতে পারব।

ধন্যবাদ, ২০১৩ সালের মধ্যেই গ্যালাক্সী স্কিন হাতে পৌঁছবে বলে ধারনা করা হচ্ছে।

    Level 0

    @অদৃশ্য: হা আপনি ঠিক বলেছেন , কমেন্টের জন্য ধন্যবাদ ।

Level 0

Thank you for the nice post !!!!