সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, আজ আপনাদের কাছে একটি নতুন টেকনোলজির খবর দিতে চলে আসলাম।
Smartphone display টেকনোলজির নতুন যুগ!!
Cnet.com এর প্রযুক্তি মেলায় Samsung তাদের নতুন Flexible display এর সাথে পরিচয় করিয়ে দিল। এটি এমন একধরনের display যা কাগজের মত মোড়ানো বা বাঁকানো যায়।
এই ছোট display টির প্রদর্শনীর সময় Samsung এও জানায় যে তারদের কাছে ৫৬ ইঞ্চের বড় display আছে।
তারা উল্লেখ করেন যে , এই ধরনের flexible display এর জন্য Samsung galaxy s3 - smartphone গুলর মত ভবিষ্যতের smartphone গুলোতে design এর স্বাধীনতা আসবে।
তারা আরও বলেছেন , এর থেকে আরও উন্নত display তৈরি করার চেষ্টায় আছেন যার সাথে touch pad ও lens যুক্ত করবেন।
শুধু Samsung না LG ও Nokia এমন flexible display কিছু ডেমো বের করছে , কিন্তু বরাবরের মত Samsung এরটাই ভালো বেরুল।
সবার শেষে আপনাদের শুধু এটাই বলতে চাই যে , টেকনোলজি আমাদের পৃথিবীকে খুব পরিবর্তন করে ফেলছে। আশা করি আপনাদের ভাল লাগবে।
আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil