আপনার ফোনের UC Browser থেকে না বের হয়েই ফোন বা কল করুন । (যা ভাবছেন তা না ,একবার দেখেই আসুন )

নমষ্কার । আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালই আছেন । কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় ।

 

 

 

আমরা অনেকেই মোবাইলে UC Broser দিয়ে ইন্টারনেট ব্যবহার করি । ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের অনেকেরই Call করা বা SMS পাঠানের দরকার পড়ে । যার ফলে Browser থেকে বের হয়ে ফোন করতে হয় । যা অনেক বিরক্তিকর ।

 

আমি আজ বলব কিভাবে ব্রাউজার থেকে না বের হয়েই ফোন করা যায় ।

UC Browser এর একটি প্রোগ্রাম আগে যেটা নিম্নোক্ত ধাপ অনসরণ করে যেতে পারেনঃ

 

Menu>Tools>Dail>sms/dail

 

কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ।

আমি আপনাকে বলছি কিভাবে আরো তাড়াতাড়ি কল করার অপশানে যেতে পারেন ।

 

CALL

কল করার জন্য Address bar এ লিখুন tel: এবং OK বাটন চাপুন । দেখবেন আপনার কল করার অপশান চলে এসেছে ।

 

SMS

 

SMS করার জন্য Address bar এ লিখুন sms: এবং OK বাটন চাপুন । দেখবেন আপনার SMS করার অপশান চলে এসেছে ।

 

এতে সরাসরি আপনি আপনার সকল ফোনবুকের নম্বর সার্চ করে পাবেন ।

আশা করি বুঝতে পেরেছেন । যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন ।

 

আজ এ পর্যন্তই । আগামি দিন হাজির হব অন্য কোনো কিছু নিয়ে । সে পর্যন্ত স্বুস্থ্য থাকুন , ভাল থাকুন । ধন্যবাদ সকলকে ।

 

 

পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত ।

Level New

আমি ধীমান সরকার বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শিখতে চাই ।আমাকে শেখান । আমি জানতে চাই ।আমাকে জানান । আমি জানাতে চাই । অপনি জানুন । প্রযুক্তি ভালভাসি । আছি নতুনের আশায় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Very good.thanks

Very good. Opera ar jonno kisu ache ki?

thanks brothers . Opera diye phone e default kono program kaj kore na .

So that, kisu korte parsi na .

Tobe parle janabo .

অনেক সুন্দর লিখেছেন, আপনাকে ধন্যবাদ, ভাল থাকুন।

Level 0

vai..amar uc browsre bangla lekha dakha jayna akhon ki korbo ?

Level 0

ভাল উপদেশ দিয়েছেন। এভাবে দিতে থাকুন।

Level 0

ভাই আমার মোবাইলের মডেল হল নোকিয়া C7

Thanks for sharing the info. Same thing can possible with Opera Mini.