আইফোন এর জন্য ১০টি প্রয়োজনীয় এপ্লিক্যাশন ডাউনেলাড।

সারা বিশ্বের মত বাংলাদেশে দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে আইফোন। আইফোন যেমনি অনেক সুবিধা দেয় তেমনি বিভিন্ন সময় টেকনিক্যাল জটিলতার জন্য দূর্ভোগ পোহাতে হয়। আইফোনে অনেক ফেসিলিটি আছে কিন্তু ইউটিলিটি সফটওয়্যারের অভাবে সে গুলো চাহিদামত ব্যবহার করা যায় না। তাই এর জন্য এখানে উল্লেখিত ইউটিলিটি সফটওয়্যার গুলো আশা করি আইফোন ইউজারদের কাজে আসবে। আইফোন এর ১০টি প্রয়োজনীয় এপলিক্যাশন, এই এপলিক্যাশন গুলো দিয়ে কর্পোরেট নেটওর্য়াক - মনিটর, রিমোটলি পিসি কন্ট্রোল ওয়েব ব্রাউজিং এছাড়া আরো অন্যান্য কাজ  সম্পন্ন করা যাবে। আমি শুধু এখানে সংক্ষিপ্ত ভাবে ব্যখ্যা করেছি, প্রয়োজনে উল্লিখিত লিংন্ক গুলো ব্যবহার করতে পারেন।

১। Network Utility Pro v2.1. : এই ইউটিলিটি দিয়ে খুব দ্রুত ওয়েভ সাভার চেক , ডোমেইন লুকআপ , ping, port scan, whois queries and geographic lookup of the IP address range চেক করা যাবে। এটি ফ্রী নয়। Price: $0.99 |

২। Cymphonix iPhone Application v 1.1. এটা দিয়ে Internet connection রিয়েল টাইম মনিটরিং, deep packet inspection, intrusion detection and content filtering, bandwidth consumption, traffic by protocol and application ইত্যাদি করা যায়।

৩। Ikidy IPEToolbox, v1.2.1. :এই এপলিক্যাশন দিয়ে  network subnet masks and other TCP/IP calculate করা যায় এবং VoIP bandwidth calculator, which tells you the number of Erlangs for your voice traffic কাজ করা যায়।

৪। 9Bit Labs Simple Network Area Prober (Snap) v1.02.: এই টুলস দিয়ে  Wi-Fi network to scan your local area network and see what else is nearby এবং পোট স্ক্যান করা যায়।

5. RSA SecurID Software Token for iPhone Devices v1.1.1.  VPN or Web applications, run your own SecurID server, iPhone Mail account; Price: Free |

6. Cisco Systems Security Intelligence to Go v1.1. Cisco : এটা একটা  security টুলস এটা দিয়ে একসাথে এক স্ক্রীন এ ১৬টা নিউজ ফিড দেখা যায় , এছাড়া You can also quickly see if you are dealing with a spammer or phishing site. You just enter the domain name in the app, and SIO to Go will offer information such as the domain owner records, any suspicious e-mail or Web traffic, and other data that can be useful to determine the provenance of the domain.

৭।  MochaSoft Mocha VNC Lite v 2.3. এটা একটা VNC clients বেইজ টুলস যা  সচরাচর আইফোন এর জন্য ব্যবহার হয়। Price: Free |

৮। Citrix Systems Receiver v1.0.3. এটা রিমোটলি Windows ডেক্সটপ পিসি এবং আইফোন এর মধ্য সংযোগ স্থাপনের জন্য কাজ করে।

Price: Free |

৯। Magnetism Studios FileMagnet v1.3.2. ডেক্সটপ এবং আইফোন যখন same local Wi-Fi network এ সংযোগ এর জন্য এটা ব্যবহার করা হয়। এ ছাড়া এটি দিয়ে PDF, HTML, and Microsoft Word, Excel, and PowerPoint এগুলো ভিউ করা যাবে।

Price: $4.99 |

১০. Box.net Box v1.3. এটা URL for ad-hoc file sharing এর জন্য  ব্যবহার হয়। Price: Free |

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইফোন কিনতে মন চাই। 😛
দাম কিরকম ভাই আইফোনের?

আন্তরিকভাবে ধন্যবাদ।
তবে আমাদের দেশের ইউজারদের জন্যে মনে হয় ফ্রি এ্যাপ্লিকেশানগুলো ফিচার করলে ভালো হয়

আমার মতে, ফ্রি এ্যাপ্লিকেশনগুলো ফিচার করার পাশাপাশি যদি পে এ্যাপ্লিকেশনগুলো করা হয় তাহলে অন্ততঃ প্রাখমিক ধারনা পাওয়া যায় যে, কোন এ্যাপ্লিকেশন কি কাজে আসে। আপনাকে অনেক ধন্যবাদ।

… কাজের টিউন … কিন্তু উপায় নাই। 🙁

Happy New year

Happy new Year 2010,ধন্যবাদ।