আসসালামুআলাইকুম...
আমাদের সমাজ এর সকল মেয়েরাই নিজের Phone Number টা নিয়ে ব্যাপক
Problem এ পরে !!! বার বার Sim Card বদল করে ও সুরাহা পান না । এ ক্ষেত্রে বাংলালিংক এর এই
অফার টা আমার কাছে খুব ই ভাল লেগেছে । Recharge এর সময় Number না বলে ১০ সংখ্যার
একটা Code বললে ই চলবে। সেই Code ও আবার ইচ্ছে মত Change করে নেয়া যায় ।
এবার সিস্টেম টা বলি-
প্রথমে আপনার Massage option থেকে PIN লিখে 7326 নাম্বার এ Send করতে হবে ।
Than, সাথে সাথে আপনাকে আপনার টাকা Recharge এর Code টা দেয়া হবে । আপনি এই Code
দিয়ে ই Recharge করতে পারবেন ।
Code Change করতে হলে-
MPIN -স্পেস- Office Code -স্পেস- New Code এবং Send করতে হবে 7326 নাম্বার এ ।
কিছু বলার তাকলে বলতে পারেন, আল্লাহ্ হাফেয ।
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
its kinda funny but Nice ^_^