কোরআন শরিফ পড়ার সময় পাচ্ছেন না? এবার মোবাইলেই পড়ুন কোরআন শরিফ।

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দুনিয়াটা এখন ডিজিটাল হয়ে গেছে। এনালগ এর দিকে কেও আর তাকায় না। বই এর জায়গায় এখন Ebook reader। ওইখানে কোরআন শরীফ পড়ার সময় কই? কিন্তু কেও একবার চিন্তা করেনা কবরে গেলে মুঙ্কার নাকির এর কাছে এই ডিজিটাল যুগের কোন দাম থাকবেনা। তখন হবে আমল নামার হিসাব নিকাশ। যে দিতে পারবে সেই হবে জান্নাত এর আধিকারি। আর যে দিতে পারবেনা তার জন্য যে শাস্তি হবে তা কল্পনা করাও কঠিন। যেহেতু দুনিয়া ডিজিটাল তাই আপনাদের জন্য ডিজিটাল ভাবেই সওয়াব কামানোর ব্যবস্থা করার চেষ্টা করছি। যদি নিজেও কিছু সওয়াব পাই এই আশায়। যাক অনেক কথা বলে ফেললাম কাজের কোথায় আসি। এই ডিজিটাল যুগে মোবাইল নাই এমন মানুষ পাওয়া মুশকিল। অন্তত জাভা মোবাইল নাই এমন মানুষ পাওয়া যাবেনা। তাই আপনাদের জন্য আমার আজকে ক্ষুদ্র চেষ্টা।

সিম্বিয়ান ইউজার

যাদের s60v3 সেট আছে তাদের জন্য কোরআন শরীফ পড়ার সুন্দর একটা সফট আছে। নাম

ASGATech Quran

তবে এইটা Install করার পূর্বে আপনার সেট হ্যাক করে নিতে হবে। নিচে কিছু স্কিনশট দেয়া হল।

এখানে সব গুলো সূরার নাম দেয়া আছে। আপনার যেটা পড়ার দরকার সেটার উপর ক্লিক করে পড়তে পারবেন।

সূরা ফাতিহা। লেখার স্টাইল টা অ্যারাবিয়ান কুরআন এর অনুকরণে লেখা।

চাইলে আয়াত বা সূরার নাম দিয়ে সার্চ দিতে পারবেন।

এখানে লিখে সার্চ দিন।

Rules of Tajweed এ আপনি তাজভিদ সহকারে পড়ার নিয়ম গুলো পাবেন। কিন্তু এখানে সব আরবিতে দেয়া। তাই যারা বুজবেন না তাদের একটু কষ্ট হবে।

এখানে মদ্দে আসলির নিয়ম গুলো দেয়া। কিন্তু আরবিতে।

একটু আসুবিধা হলেও সুন্দর ভাবেই পড়াযায়। আশা করি আপনাদের ও ভাল লাগবে।

এবার ডাউনলোড এর পালা। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

জাভা ইউজার

সিম্বিয়ান নিয়ে অনেক বকবকানি করলাম। তারা সুন্দর একটা সফট ও পেলেন।কিন্তু জাভা ভাইরা কি করবেন। নো চিন্তা ডু ফুর্তি। আপনাদের জন্য ও আছে। নিছে স্কিনশট গুলো দেখেনি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আশা করি আপনাদের ভাল লেগেছে। আর এ থেকে যদি আপনাদের কোন উপকার হয় তাহলে আমার টিউন সার্থক। কিছু সওয়াব ও হবে।

আল্লাহ আমাদের সকল কে কোরআন পড়ার তৌফীক দিন। আমিন

Level 0

আমি জাহিদুল কবির রিশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 224 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@riponzm: আপনি কি টিটি তে আপনার ব্লগ এর প্রচার করার জন্য জয়েন করসেন? আপনি আরো একটা পোস্ট এ এমন কমেন্ট দিসেন. ব্লগে যদি মৌলীক পোস্ট করেন তাহলে প্রচার করতে হবেনা. ইউজার এমনিতেই আসবে.

জাহিদ জানো তো মোবাইল এর সর্ম্পকে আমি কম জানি । তারপর আমাদের মত যারা মোবাইলের সম্নধে তাদের জন্য এই টিঊন টি কাজে লাগবে ।

keep UP GOOD work running
always suprize us with good tuning

———————————————–PothiK Rasul——————————————————-

ধন্যবাদ আপনাকে।

Level 0

আমার মতে এভাবে কোরআন না পড়াই ভালো। কারন এতে কোরআনের শানে বেইজ্জুতি হই। মুসলিম হিসেবে কুরআনের পবিত্রতা রক্ষা করার দায়িত্ত আমাদের । কোরআন যেমন পবিত্র তাহার স্থান ও পবিত্র জায়গাই হওয়া উচিত।

Level 0

Nai mamar chaite kana mama valo

Level 0

Rishad vai can i hav ur numbr plzzz…i need to talk to u.i want ur themes so badly.