সবাইকে পবিত্র ইদ-উল-আযহা'র অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই :).
বাংলাদেশের প্রায় অধিকাংশ স্মার্ট ফোন ব্যাবহারকারী নকিয়ার স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন . কারন একটা কথা প্রচলিত আছে "সেটের মজা নকিয়া, প্রেমের মজা পরকীয়া"
কিন্তু বর্তমানে নকিয়ার বাজার ক্রমেই কমে যাচ্ছে, এবং নকিয়ার সিমবিয়ান সফটোয়ার মার্কেট এর পরিধি দিন দিন কমে যাচ্ছে। আর নকিয়া ও ঝুঁকছে নতুন নতুন ও এস এর দিকে। ফলে সিমবিয়ান ব্যাবহারকারীদের পড়তে হচ্ছে নানান ঝামেলায়। এক্ষেত্রে দেখা যায় ব্যাবহারকারীদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তবে সিমবিয়ান ও এস এ বোধয় অনেকেই হ্যাং ঝামেলায় পড়েন। এক্ষেত্রে মোবাইল অফ করার অ প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় সিমবিয়ান এর ডিফল্ট টাস্ক ম্যানেজার দিয়ে হ্যাং হওয়া অ্যাপ্স টি বন্ধ করা সম্ভব হয় না। ফলে অনেকেই কিছু হালনাগাদ অ্যাপ ব্যবহার করেন। কিন্তু অ্যাপ গুলোতেও থাকে দারুন বিড়ম্বনা .
এক্ষেত্রে দেখা যায় অ্যাপ্স গুলুর নির্মাতারা অপেক্ষাকৃত ব্রিহত ও এস গুলুর ডেভেলপ করায় ঝুঁকেন, ফলে সিমবিয়ান এর অ্যাপ গুলু নতুন করে আপডেট করা হয় না ফলে অ্যাপ্স এর সার্টিফিকেট এক্সপায়ার অথবা বাতিল হয়ে যায় এবং আর ব্যবহার করা যায় না। আবার অনেক সময় অ্যাপ্সটির ট্রায়াল শেষ হয় গেলে আর ব্যবহার করা যায় না।
কিন্তু আজকে আমি ওই হ্যাং বিড়ম্বনার একটি সহজ সমাধান নিয়ে এলাম। আমরা অনেকেই বোধ হয় handy task manager apps ব্যবহার করেছি। কিন্তু এটি ১৫ দিন পর আর ব্যবহার করা যায় না, কারন তারপর আপনাকে এটি কিনতে হবে . কিন্তু আমাদের সবার ত আর কার্ড verified পেপাল নাই। তাই আমরা কিনতে ও পারি না।
এই সফট টি দিয়ে আপনি খুব সহজেই পার্বেন যেকোন অ্যাপ্লিকেশন কে কিল অপশন দ্বারা বন্ধ করে দিতে। ফলে হ্যাং হওয়া অ্যাপ টি খুব সহজে বন্ধ হয়ে যাবে এবং মোবাইল রিস্টার্ট করতে হবে না
কিন্তু আপনি নিচে দেওয়া নিয়মে সফটওয়ার টি ফুল ভার্সন করে নিতে পারেন
প্রথমে সফটওয়ারটি ডাউনলোড করে নিন: এখান থেকে
serial key ডাউনলোড করে নিন: এখান থেকে
এবার সফট টি অপেন করলে ট্রায়াল দিন। তারপর ১৫ দিন এর ট্রায়াল চালু হবে। এবার মেনু থেকে রেজিসটার এ যান। ২ টি বক্স দেখাবে serial key দেবার।" -" চিনহটির আগের অংশ প্রথম বক্স এ এবং "-" এর পরের অংশ দ্বিতীয় বক্সে দিন। ব্যাস,এতটুকুই! এখন হয়ে গেল আপনার ফুল ভার্সন হ্যান্ডি টাস্ক ম্যানেজার।
আমি রেজিসটার করে ফেলায় screenshot দেওয়া গেল না।
গ্রামে আছি তাই মোবাইল দিয়ে লিখলাম তাই বানান ভুল থাকতেই পারে।
ভাল লাগলে কমেন্ট করবেন
আমি জিএমশুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জিএমশুভ। পড়ালেখার পাশাপাশি লেখা লেখি করছি। ভালবাসি টেকনোলজিকে। নেট ব্রাউজ করা আর বই পড়া আমার প্রধান সখ।আর ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে। ফেসবুকে আমি: http://facebook.com/gms.me
প্রিয় টিউনার,
টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।