বন্ধুরা কেমন আছেন ? must be সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে একটি USB চার্জার বানানো যায় । আপনি যে কোন mobile এর জন্য এটা বানাতে পারবেন এবং আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে মোবাইল সহজেই চার্জ দিতে পারবেন।
এটা আমার মাথায় কিভাবে আসল? ঃ আমি ইন্টারনেট নোকিয়া X M 5800 কে মোডেম হিসবে use করি । এতে মোবাইল এর চার্জ তারাতারি শেষ হয়ে যায় । এজন্য আমি এমন একটা চার্জার খুজি যা দিয়ে ল্যাপটপ থেকে চার্জ দেওয়া যায় । কিন্তু বাজারে এমন চার্জার নেই যা দিয়ে আমি ল্যাপটপ থেকে নোকিয়া চিকন চার্জার এ চার্জ দিব ।
যা যা লাগবে ঃ (১) একটি USB Cable । ( যেমন নষ্ট keyboard বা mouse এর USB cable হতে পারে ।
(২) একটি কনভার্টার (১০ টাকার ) এটা আপনার মোবাইল এর charging port অনুযায়ী হবে ।
কিভাবে বানাবেনঃ
১) আপনার কনভার্টার এবং USB cable এর মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলুন।
২) কনভার্টার টির ২ টি তার বের হবে, ১তি লাল অন্যটিকালো।
৩)আবার USB cable এর ৪ টি তার বেরর হবে , কালো , লাল থাকবে ২ টি এবং অন্য ২ টি যে কোন color হতে পারে ।(৪ টির মধ্যে ২ টি কালো এবং লাল অবশ্যই থাকবে)
৪) এখন কনভার্টার টির কালো তারের সাথে USB cable এর কালো তার এবং লাল তারের সাথে লাল টি সংযোগ দিতে হবে ।
৫) এখন ল্যাপটপ এ USB সংযোগ দিলেই চার্জ হবে ।
আমি ফজলে রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nil
ভাই আমি জানি যে, ইউ এস বি ৫ ভোল্ট দেয়। কিন্তু আমার মোবাইল চার্জ হতে ৬ ভোল্ট লাগে।
কিভাবে আমি ইউ এস বি থেকে ৬ ভোলট ব্যাকআপ পাবো আমাকে জানাবেন ।