মাত্র ১০ টাকা দিয়ে মোবাইল চার্জার (USB) বানান

বন্ধুরা কেমন আছেন ? must be সবাই ভাল আছেন । আজ আমি  আপনাদের দেখাব কিভাবে খুব সহজে একটি USB চার্জার বানানো যায় । আপনি  যে কোন mobile এর  জন্য এটা বানাতে পারবেন  এবং আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে  মোবাইল সহজেই চার্জ দিতে পারবেন।

এটা আমার মাথায় কিভাবে আসল? ঃ আমি  ইন্টারনেট নোকিয়া  X M 5800 কে  মোডেম হিসবে  use করি  । এতে মোবাইল এর চার্জ তারাতারি  শেষ হয়ে যায় । এজন্য আমি এমন একটা চার্জার খুজি যা দিয়ে ল্যাপটপ থেকে চার্জ দেওয়া যায় । কিন্তু বাজারে এমন চার্জার নেই যা দিয়ে  আমি ল্যাপটপ থেকে নোকিয়া চিকন চার্জার এ চার্জ দিব ।

যা যা লাগবে ঃ       (১) একটি  USB Cable । ( যেমন নষ্ট keyboard বা mouse এর USB cable হতে পারে ।

(২) একটি  কনভার্টার  (১০ টাকার ) এটা আপনার মোবাইল এর charging port অনুযায়ী হবে ।

কিভাবে বানাবেনঃ

১) আপনার কনভার্টার এবং USB cable এর মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলুন।

২) কনভার্টার টির ২ টি তার বের হবে, ১তি লাল অন্যটিকালো।

৩)আবার USB cable এর ৪ টি তার বেরর হবে , কালো , লাল থাকবে ২ টি এবং অন্য ২ টি যে  কোন color হতে পারে ।(৪ টির মধ্যে ২ টি কালো এবং লাল অবশ্যই থাকবে)

৪) এখন কনভার্টার টির কালো তারের সাথে  USB cable এর কালো তার এবং লাল তারের সাথে লাল টি সংযোগ দিতে হবে  ।

৫) এখন ল্যাপটপ এ USB সংযোগ দিলেই চার্জ হবে ।

Level 0

আমি ফজলে রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

nil


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি জানি যে, ইউ এস বি ৫ ভোল্ট দেয়। কিন্তু আমার মোবাইল চার্জ হতে ৬ ভোল্ট লাগে।
কিভাবে আমি ইউ এস বি থেকে ৬ ভোলট ব্যাকআপ পাবো আমাকে জানাবেন ।

এটা তো কম দামি সেট এর জন্য।কারন এখন সব মাল্টিমিডিয়া সেট এর ডাটা কেবল আর চার্জার একই।,

ধন্যবাদ Share এর জন্য…

ভাইজান তো দেখিতেছি এক্কেবারে চিকণ বুদ্ধির লোক 😀 ভালো বুদ্ধি বাইর করছেন 😀 তবে আমার এখন কোন নকিয়া ফোন না থাকায় ট্রাই করতে পারতেছিনা 🙁

    Level 0

    it may be for je kono mobile

Level 0

Bhai amar set Nokia N97mini charger dia charg dila charge nita onek somy naj. 5-6 gontai ekpoint chareg hoi. somadan chai. khota voltage charger proyjon ami kikora bujba.

    Level 0

    apnar qus ta ami bujte parchi na. amar skype id (chetamal) add den. try kori solve korte.

baiya donnobadh share korar jonno tobe ei bhabe charge dile phoner ki kunu koti gobe???

baiya donnobadh share korar jonno tobe ei bhabe charge dile phoner ki kunu koti hobe???

    Level 0

    thanks rahela apu .no way !!!! use it saftily .

আইডিয়া’টা অবশ্যই ভাল… কিন্তু প্রসঙ্গত বলে রাখা ভাল যে, ল্যাপটপ থেকে চার্জ দিতে চাইলে ল্যাপটপ’টি যেন তার নিজের ব্যাটারী থেকে ফোনে চার্জ না দেয়। কারন তাতে করে ফোনের ব্যাটারীর বারো’টা বাজতে খুব বেশী সময় লাগবে নাহ। ব্যাটারী থেকে ব্যাটারী চার্জ খুবই ক্ষতিকর। তাই ল্যাপটপ থেকে চার্জ দিতে চাইলে সেটা যেন পাওয়ারে কানেক্টেড থাকে সেই মাথায় রাখতে হবে। আর ডেস্কটপ পিসি এর ক্ষেত্রে সেইটা যেন আইপিএস দিয়ে চালিত অবস্থা চার্জ দেওয়া না হয়।

vi ami nokia xm 5800 use kori. Bangla likahar soft dorkar. Amar nokia 5220 xm set tite sim in kore call korle off hoye jai pore on korte hoy. Sim in kore kisu na korle off hoyna,music sona jai.net use kora jaina. Please er kono Solution thakle janaben.

    Level 0

    1) mobile9 web site theke apni je kono software download kore use korte parben. je software gulo sis formate er segulo xm 5800 te cholbe.
    2) 5220 set ti format kore dekte paren. *#7370# die formate kore dekte paren.

ডেস্কটপে কাজ করবে কিনা?

Vi 5800 xm mobiler jonno bangla lekha jai emon soft dorkar.
Other 1ti 5220 xm sete problem hoyce. Flash dicilam tateo kaz hoyni. Dokandar bolce ime number naki problem hoyce. Sim dia call dile off hoye jai. Call na dia music sona jai/24 hour o on thake. Jodi kono poramorso thake likhle valo hoto

Level 0

mobile9 or ovi website e search korle paben, r na thakle kothau paben na.
5220 er soluation amar kace nai.
thanks

Level 0

ekhane 1ta jinish mone rakhte hobe…1)battery Mah (mili ampiar per hour).bortomane battery 1200,1600mah hoi..!!! usb ai systeme charge dile 10hours eio charge full korte parben naa…jodio charge full show kore..but its fake charge..5min kotha bollei battery empty…ami porikkhito….!!!!but thanks in advance….