এয়ারটেলের নতুন প্যাকেজ হৈ চৈ (hoi choi ) সাথে আছে ১ সেকেন্ড পালস সুবিধা ও দুইটি এফ এন এফ । ( উক্ত প্যাকেজের ১০ সেকেন্ড পালস সুবিধা পরিবর্তন করায় টিউনটি সংশোধন করা হয়েছে )

আস্ সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন । আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এলাম। তা হল এয়ারটেলের নতুন প্যাকেজ হৈ চৈ (hoi choi ) । প্যাকেজটির সাথে আছে ১ সেকেন্ড পালস সুবিধা ও দুইটি এফ এন এফ ।

হৈ চৈ (hoi choi )  প্যাকেজের বিস্তারিত :

  • প্রথম সেকেন্ড থেকেই ১ সেকেন্ড পাল্‌স
  • ২টি স্পেশাল FnF নাম্বার (১টি এয়ারটেল নাম্বার ও ১টি অন্য অপারেটরের নাম্বার
  • এয়ারটেল FnF নাম্বারে কলরেট ০.৫ পয়সা/সেকেন্ড ও অন্য অপারেটরের FnF নাম্বারে ১ পয়সা/সেকেন্ড
  • অন্যান্য কলের ক্ষেত্রে ১.৬৫ পয়সা/সেকেন্ড
  • ভ্যাট প্রযোজ্য

কলরেট ( মিনিট হিসাবে ) :

  • যেকোনো নম্বরে ৯৯ পয়সা(ভ্যাটসহ ১.১৪ টাকা)

২ টি এফএনএফ নম্বরে ( মিনিট হিসাবে ) :

  • এয়ারটেল-এয়ারটেল ৩০ পয়সা(ভ্যাটসহ ৩৪ পয়সা)
  • এয়ারটেল-অন্য অপারেটর এ ৬০ পয়সা (ভ্যাটসহ ৬৯ পয়সা)

এসএমএস চার্জঃ

  • এয়ারটেল-এয়ারটেল ৩৯ পয়সা(ভ্যাটসহ ৪৪ পয়সা)
  • এয়ারটেল-অন্য অপারেটর এ ৩৯ পয়সা (ভ্যাটসহ ৪৪ পয়সা)
  • এয়ারটেল-এয়ারটেল(এফএনএফ) ২৯ পয়সা(ভ্যাটসহ ৩৩ পয়সা)
  • এয়ারটেল-অন্য অপারেটর(এফএনএফ) ২৯ পয়সা(ভ্যাটসহ ৩৩ পয়সা)

* হৈচৈ প্যাকেজে মাইগ্রেট করতে টাইপ করো H আর পাঠিয়ে দাও ৭৩৫৩ নাম্বারে। (ফ্রি)

* FnF  নাম্বার অ্যাড করতে ADD <স্পেস>০১৬XXXXXXXX (FnF নাম্বার) টাইপ করে পাঠিয়ে দাও ৭৩৫৩ নাম্বারে (ফ্রি)

আরও বিস্তারিত জানতে এখানে দেখুন

এয়ারটেলের অফারটি কেমন লাগলো তা  জানাবেন ।

Level 0

আমি Harry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks dear for informing us! 😉

Level 0

ফোন কোম্পানীগুলোর ১০ সেকেন্ড বাস্তবায়নের অবস্থা দেখে কেন জানি সন্দেহ হচ্ছে এরা বিটিআরসির নির্দেশ বাস্তবায়ন করবে না। এবং আরো সন্দেহ হচ্ছে, এদের ব্যবসার খাতিরে বিটিআরসির চেয়ারম্যান এর হৃদযন্ত্র অসময়ে বন্ধ হয়ে গেল না তো/?

    @শুভ:বিবেচনার বিষয়

    Level 0

    @শুভ: @শুভ: আমার মনে হয় এয়ারটেল এই প্যাকেজটা বিটিআরসি কে দেখানোর জন্য করেছে । যাতে করে তাদের কোন সমস্যা না হয় । যারা কিনা প্রতিদিন টিভি , রেডিও , খবরের কাগজে এত বিজ্ঞাপন দিতে পারে , তারা কিনা আগস্টের ১৫ তারিখে এটা চালু করে এসম্পরকে এখনও একটা বিজ্ঞাপন দিলনা ।

vai kotha package valo hobe naki hoi choi package konta.

    Level 0

    @বিপু: প্রয়োজনীয় ও কম কথা বলার জন্য হৈ চৈ প্যাকেজ ভালো হবে ।

Level 0

vai BTRC chairman er onek obodan chilo telejogajog khate. tini mara geshe asha kri take nia sundor ekta tune korben.

Level 0

বিটি আর সির ত এমন নির্দেশ ছিল না। সব প্যাকেজে ১০সেকেন্ড পালস চালু করার কথা।

    Level 0

    @papon: সব প্যাকেজে ১০সেকেন্ড পালস চালু করলে তো ভালই হত । গ্রামীণফোনের ১০সেকেন্ড পালস প্যাকেজ এর চেয়ে এয়ারটেলের ১০সেকেন্ড পালস প্যাকেজটা অনেক ভালো । বিটিআরসি এখানে থেমে না গেলে সব প্যাকেজে ১০সেকেন্ড পালস চালু হবেই ।

Hoichoi Pkg Chalu hoiche 17-08-2012.

Level 0

FNF nai?

অই মিয়া, সকল প্যাকেজে তো চালু করার কথা।
মোবাইল কোম্পানীগুলা কি আমাদের কে ঢেউটিন ভাবে নাকি যে যা দিবে তাই খাব?
টাকা দিয়ে ব্যবহার করি, মাগ্না সার্ভিস দেয়না। :X

    Level 0

    @নীলাকাশ: ভাই মোবাইল কোম্পানীগুলা আমাদের যে কী ভাবে তা নিয়ে আমরা সবাই চিন্তিত । ওরা আমাদের সাথে যা ইচ্ছা করে যাচ্ছে । তবে গ্রামীণফোনের ফাঁদে পরলে জীবন শেষ । তারচেয়ে এয়ারটেল ব্যাবহার করে অনেক শান্তিতে আছি । তাই বলে যে এয়ারটেল বাঁশ মারেনা তা বলবনা । সুযোগ পেলে ওরাও বাঁশ মারে । একেক কোম্পানীর বাঁশ মারার পরিমাণ কম আর বেশি এই তফাৎ ।
    তাই আমাদেরও উচিত সুযোগ পেলেই ওদের বাঁশ মারা ।

পনের দিন আগে চালু হয়েছে এটা। আগস্টের ১৫ তারিখে এখানে ( http://www.extratelecombd.com/2012/08/airtels-new-prepaid-package-hoichoi.html ) প্রকাশ হয়েছে।

    Level 0

    @অতিরিক্ত একজন: ভাই পনের দিন আগে চালু হয়েছে তো বুজলাম । তবে এটা কয়জন জানে তা কী আপনি বলতে পারবেন ? তাছাড়া আপনার ওখানে কিন্তু এই কথাটা (N.B.- This package is not commercially launched yet.) লেখা আছে । এবং migrate করার জন্য এটা (To migrate to this package, please call 786 & request them to migrate to “Hoichoi”)
    লেখা আছে । এখন কিন্তু আর এত ঝমেলা নেই ।

হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার টিউন দ্বারা অনেকেই জানতে পেরেছে। আমি শুধু এইটুকুই বলতে চেয়েছি যে। অনেক দিন আহেই চালু করেছে, কিন্ত গোপন রেখেছে।

    Level 0

    @অতিরিক্ত একজন: ভাই আমার মনে হয় এয়ারটেল এই প্যাকেজটা বিটিআরসি কে দেখানোর জন্য করেছে । যাতে করে তাদের কোন সমস্যা না হয় । যারা কিনা প্রতিদিন টিভি , রেডিও , খবরের কাগজে এত বিজ্ঞাপন দিতে পারে , তারা কিনা আগস্টের ১৫ তারিখে এটা চালু করে এ সম্পর্কে এখনও একটা বিজ্ঞাপন দিলনা !!! আর তাদের SMS এর কথা নাই বা বললাম। দিনে যে কয়টা SMS করে তা গুনে শেষ করা যাবে না।এই সম্পর্কে একটা SMS ও নেই । অবাক হওয়ার মতই একটা বিষয় ।।।

      @Harry: ভাইজান, প্যাকেজের কল রেটে পরিবর্তন হয়ে গিয়েছে। ৮৯ পয়সার জায়গায় ৯৯ পয়সা। আর ১০ সেকেন্ড পালসের জায়গায় ১ সেকেন্ড।

        Level 0

        @অতিরিক্ত একজন: কি আর বলবো ভাই, বিটিআরসির চেয়ারম্যান মারা যেতেই ওদের ১০ সেকেন্ড পালসও উদাও হয়ে গেলো ।
        তবে ১ সেকেন্ড পালসের অফারটাও মন্দ না ।
        এখন তো তাহলে টিউনটা এডিট করে দিতে হবে…
        জানানোর জন্য আপানাকে অনেক ধন্যবাদ । 🙂

আমার মতে এক সেকেন্ড পালস করলেও আমি খুশি না যতহ্মন না পর্যন্ত কলরেট কমছে। বাংলাদেশের মত একটা জনবহুল দেশে আড়াই টাকা মিনিট কোনো কাজের কথা?

সবার কমেন্ট পড়ে মনে হল Airtel এর হ্যাপি বাঁশ ডে উদযাপন হইতাছে 🙂

    Level 0

    @অর্জন: আপনিও হ্যাপি বাঁশ ডে উদযাপনে যোগদান করে ফেলুন । 🙂 🙂 🙂

টিউনার ভাই অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ টিউন এর জন্য , আসলে মোবাইল ফোন অপারেটর গুলু আগেই বাঁশের কাজ সেরেছে এখন ত কল রেট অনেক কম , এমন ও সময় গেছে ঢাকার বাহিরে কথা বললে ২২ টাকা মিনিট রেট কাটত এখন ত দিন বদলেছে , সেই তুলনায় কল রেট অনেক কমেছে , আগে ২২ টাকা দিয়ে ( ১৯৯৭ / ১৯৯৮ ) অনেক কিছু কেনা যেত , যা এখন ৬০ টাকা দিয়ে ও কেনা যায়না , মানে বুঝলেন ? সেই তুলনায় বরতমান রেট কি ? আপ্নারা ই বলুন , ও আরেক টা কথা আগে কিন্তু , সংযোগ এর ভিন্নতা ছিল যেমন , মোবাইল টু মোবাইল , এন ডাব্লিও ডী , আই এস ডি , জোনাল , ইন্টার জোনাল , আরও কত রকম রেট ছিল তাহা উনারাই জানেন , আর এফ ন এফ এর নাম কতদিন ধরে শুনছেন ? এটা ও ছিল না ভাই , আরও অনেক সিরিঞ্জ ছিল ওদের যা আমাদের রক্ত চুসে নিত , আর বলতে পারছিনা , ভীষণ কষ্ট পাচ্ছি আগের রেট গুলর কথা মনে করে , সবাই আমার সালাম নিবেন , আর ক্ষমা করে দিবেন ্‌ আসসালামুয়ালাইকুম ।

Level 0

মনে হচ্ছে মোবাইল কোম্পানির স্বার্থ উদ্ধার এর জন্য ই BTRC এর চেয়ারম্যান এর মৃত্যু হল। হতে পারে মোবাইল কোম্পানির যোগসাজশে চেয়ারম্যান সাহেব কে ইউনাইটেড হসপিটালে হত্যা করা হয়েছে। আজকাল বাংলাদেশে সব এ সম্ভব । এ দেশের মানুষ সারথের জন্য কসাই হয়ে জায়।

    Level 0

    @obuj chele:ভাই আমিও এ ব্যাপারটা নিয়ে চিন্তিত । উনার মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য নেই তো ???? রহস্য না থাকাটা এদেশের জন্য অস্বাভাবিক । উনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, জানিনা তা আর বাস্তবায়ন হবে কিনা ।