আপনার সিম্বিয়ান s60v3 মোবাইল দিয়ে যে কোন Image এর সাইজ কম বেশি করুন !

সবাই কেমন আছেন ? আমরা বিভিন্ন কারণে আমাদের ছবির সাইজ কম বেশি করে থাকি ! কিন্তু এই কাজ করতে হলে কম্পিউটার এর দরকার হয় ! এই কাজ যদি আপনার সিম্বিয়ান মোবাইল দিয়ে করা যায় তাহলে কেমন হবে? সিম্বিয়ান মোবাইলের জন্য এমন অনেক সফটওয়্যার আছে যার মাধ্যমে Photos এর Width ও height কম বেশি করা যায় ! এদের মধ্যে থেকে আমি ছোট একটা সফটওয়্যার আপনাদের উপহার দিবো ! এর জন্য এখান থেকে Resizer সফটওয়্যার ডাউনলোড করে ফোন মেমোরীতে ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! তাহলে চিত্রের মত আসবে !

TTC Tunes
এবার যেই ছবির সাইজ কমবেশি করতে চান সেটি ওপেন করুন !

TTC Tunes
তহালে চিত্রের মত আসবে !

TTC Tunes

এবার Custom এ সিলেক্ট করুন ! তহালে চিত্রের মত আসবে !

TTC Tunes
এবার আপনার ইচ্ছা মত width ও height এর মান বসান ! এবার Ok তে সিলেক্ট করুন ! তহালে চিত্রের মত আসবে !

TTC Tunes
এবার Yes সিলেক্ট করুন !

TTC Tunes
তহালে চিত্রের মত আসবে ! এখানে ছবির যেকোন নাম লিখে Ok করুন! তাহলে চিত্রের মত আসবে !

TTC Tunes

এবার Ok তে সিলেক্ট করে সফটওয়্যারটি বন্ধ করুন ! এবার XPLORE দিয়ে সি ড্রাইভ ওপেন করে ওই resize করা ছবি মুভ করে আপনার পছন্দ মত ফোল্ডারে রাখুন ! এবার ওপেন করলেই দেখবেন ছবির সাইজ আগে থেকে কমবেশি হয়েছে ! যেমন আমার ছবি resize করার আগের চিত্র দেখুন !

TTC Tunes

আর resize করার পরের চিত্র দেখুন !

TTC Tunes

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vyia download hoina

kajynuruddin ভাইয়া,আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি।আমার মনে হয় আপনার 4shared এ কোন account নেই।তাই আপনার এ সমস্যা হচ্ছে।আমার তো ডাউনলোড ঠিকই হয়েছে।আপনি account খুলেন আপনা-আপনি reload হয়ে একটু নিচেই ডাউনলোড অপশন আসবে।

রুবেল ভাইয়াকে ধন্যবাদ জানানোর কথা ভুলেই গেছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার S60V5 NOKIA 5530 এর জন্য পাইলে প্লিজ ডাউনলোড লিংক দিবেন।S60V3 তবুও ডাউনলোড করলাম।গত টিউনে যে image convertor দিয়েছিলেন তা ওপেন করলে টাচ কাজ করেনা।সেটাও ছিল S60V3 পারলে সেটাও দিয়েন।ভাইয়ার কাছে আরো একটা অনুরোধ, আপনি সাধারণত টিউন করলে S60V3 এর উপরেই দিয়ে থাকেন।তাই দয়া করে আমাদের দিকে তাকাইয়া S60V5 এর উপরেও দিয়েন।