সবাই কেমন আছেন ? আমরা যারা সিম্বিয়ান Lover, তারা সব সময়ই কিছু না কিছু সফটওয়্যার Edit করে থাকে ! কিন্তু যদি তাতে কোন ছবি সরিয়ে নিজের পছন্দের কোন ছবি দিতে চান তাহলেই একটু সমস্যা দেখা দেয় ! কারন মোবাইল দিয়ে তোলা ছবি সাধারনত jpg অথবা jpeg ফরমাটের হয়ে থাকে ! কিন্তু ওই সময় আপনার gif, png, mbm অথবা bmp ফরমাটের ছবি প্রয়োজন হতে পারে ! তাই যদি কখনো প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে এই Converter টা ডাউনলোড করে ইন্সস্টল দিন ! এবার যেই ছবি কনভার্ট করবেন সেটি কপি করে আপনার ফোন মেমোরীর Images ফোল্ডারে রাখুন ! এবার সফটওয়্যারটা ওপেন করুন ! আপনার ছবি খুজে বের করুন !
এবার অপশন থেকে Save as এ সিলেক্ট করে
যেই ফরমাটে ছবিটি কনভার্ট করতে চান সেটি সিলেক্ট করুন !
এবার ছবিটির নাম লিখে Ok তে সিলেক্ট করুন !
কাজ শেষ ! কনভার্ট করা ছবিটি ফোন মেমোরীর Images ফোল্ডারে পাবেন ! তবে এর জন্য আপনার ফোন হ্যাক করা থাকতে হবে !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Android এ আছি। টিউনটা দেখে সেই N95 ফোনটার কথা মনে পরল।