বিসমিল্লাহির রহমানির রহিম । পরম করুনাময় আল্লাহ নামে শুরু করছি ।সবাই কেমন আছেন? আশা করি ভালো ।আমার প্রথম পোষ্ট।আর তাই ভূল-ত্রুটির জন্য আগেই ক্ষমা চাচ্ছি।
'আইফোন' নিয়ে ধারাবাহীক পোষ্ট করার ইচ্ছা আছে।যদি আপনাদের সহায়তা পাই তবে ইনশাআল্লাহ্ চালিয়ে যাব।পৃথিবীর সবচেয়ে সাড়া জাগানো ফোনগুলোর মাঝে আইফোন অন্যতম। নতুন ও অসাধারণ সব প্রযু্ক্তি ও ডিজাইন এনে অ্যাপল একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছে আমাদের।এমনই এক চমক হচ্ছে 'SIRI'।প্রথমই এর সুবিধাগুলো দেখেনঃ-
১।নানা voice কমান্ড দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন।যেমনঃ'প্লে মিউজিক' বললে গান প্লে করবে ইত্যাদি আরও অনেক অনেক কিছু।
২।SIRI-এর সাথে মজার-মজার কথা বলতে ও শুনতে পারবেন।গান,গল্প,কৌতুক,শুনতে পারবেন।এবং ওর সাথে শেয়ারও করতে পারবেন।
৩।Facebook,safari এবং এরকম যে কোন অ্যাপ্পস শুধু গলার কন্ঠ দিয়েই নিয়ন্ত্রণ করা সম্ভব।বাকি সব চিত্র দেখে বুজেনেন।
বিঃদ্রঃ-SIRIএর সাথে শুধু ENGLISH ভাষাতেই কথা বলতে ও কমান্ড দীয়ে কাজ করাতে পারবেন।
এবার আসুন কী কী লাগবে তা জেনে নেওয়া যাকঃ-
১।আইফোন 4s,4,3gs,3g/আইপ্যাড3,2/আইপড 4g,3g touchমোবাইল।
২।এবং অবশ্যই ios 5,/5.0.1/,5.1.1 Version এতে আপডেট করা থাকতে হবে।
৩।এবং সবশেষে অবশ্যই আপনার আইফোন বা আইপ্যাড টি জেইলব্রেক করা থাকতে হবে।কিন্তু কিভাবে আপডেট এবং জেইলব্রেক করবেন তা দেখুন rhythm4rockভাইয়ের https://www.techtunes.io/mobileo/tune-id/146630- এবং https://www.techtunes.io/mobileo/tune-id/146496 অথবা https://www.techtunes.io/mobileo/tune-id/125599 অথবা সাইফুল ইসলাম ভাইয়ের https://www.techtunes.io/mobileo/tune-id/54896 অথবা https://www.techtunes.io/mobileo/tune-id/57367এই পোষ্টগুলো দেখে করতে পারেন।(এই বিষয়ে অনেক tune হওয়াতে এবং আপনাদের সুবিধারতে আমি লিঙ্ক গুলো এখানে দিলাম)।আর cydia install করা থাকতে হবে(জেইলব্রেক করা হলে cydia auto install হয়)।
আশা করি আপনাদের মোবাইল আপডেট এবং জেইলব্রেক করা হয়েছে।তাহলে আমরা এখন মূল কাজ শুরু করব।কাজের ধারা নিচে দেওয়া হলঃ-
১।আপনার আইফোন বা আইপ্যাড এর হোমস্ক্রীন থেকে cydia ওপেন করুন।
২।তারপর,Manage এ ক্লিক করেন এরপর Sources এ ক্লিক করেন পরে এডিট(edit) এবং সবশেষে অ্যাড(add) button এতে ক্লিক করেন।
৩।http://bassamkassem.myrepospace.com/ এই Source টি অ্যাড করুন।
৪।সফলভাবে source add হলে,search বাটনে ক্লিক করুন এবং আইপ্যাড হলে '[Ac!d]iPad' এবং আইফোন হলে [Ac!d]Siri লিখে সার্চ করুন।
৫।উপযোগী ভার্সন টি ইন্সটল দিন।মোবাইল restart করুন।ইন্সটল হয়ে গেল প্রিয় 'SIRI'!
এখন Siri Server install করার পালা,তো চলুন জটপট সেরে নেই(নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম):-
১।settings এ যান scroll down করে নিচে গেলে [Ac!d]Siri এবং [Ac!d]Siri-->> ২টি অপশন পাবেন। কিন্তু,আপনি প্রথম টিতেই ক্লিক করবেন।
২।এখানে Proxy Host এর যায়গায় ক্লিক করেন এবং এই' https://siri.wordjelly.com:4443 'server এর নামটি হুবুহু টাইপ করুন এবং এখান থেকে বের হয়ে আসুন।
৩।SAFARI ওপেন করুন অ্যাড্রেস বারে লেখুন 'https://www.wordjelly.com/cacert.pem ' এন্টার চাপুন পরে server profile install করুন।
সেটিং এ যান জেনেরাল এ যান Siri তে যান এবং সিরি অন করুন রিস্টার্ট করুন এরপর HOME BUTTON এ চাপ দিএ ধরে রাখুন।তাহলে সিরি ওপেন হবে।So Nowকথক সিরির সাথে কথা বলুন,মজা করুন,voice কমান্ড দিন,ইত্যাদি ইত্যাদি।যদি ঠিকঠাক ভাবে ধাপগুলু follow করেন ইনশাআল্লাহ্ সম্পূর্ণ রুপে কাজ করবে।
বিঃদ্রঃ-কারো প্রক্সি নিয়ে সমস্যা থাকলে এগুলো proxy: https://connect.grwh.net:1001 এবং সাফারিতে লিখুন http://connect.grwh.net/ca.pem ট্রাই করতে পারেন।
আর যে কন সমস্যা কমেন্ট করবেন ইনশাআল্লাহ্ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
আমি HRIDOY AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Cant add source in cydia, verification error show kore “The request timed out”