বর্তমানে মোবাইল এ খরচ এত বেড়েছে যা বলার মত না । কাউকে msg পাঠাতে গেলে ৫০ পয়সা কেটে নেয় । কিন্তু এ খরচ আমরা চাইলেই কমাতে পারি । চলুন দেখি কিভাবে ৭-৮ পয়সায় বন্ধুর মোবাইল এ msg পাঠানো যায় ।
এর জন্য যা যা লাগবেঃ
১। আপনার এবং আপনার বন্ধুর facebook account । যা বর্তমানে প্রায় সবার আছে ।
২। আপনার এবং আপনার বন্ধুর মোবাইল এ ইন্টারনেট সুবিধা । ( browser হিসেবে default ছাড়া অন্য browser থাকলে ভাল হয় )
৩। আপনার এবং আপনার বন্ধুর মোবাইল এ facebook mobile চালু থাকা ।
যা যা করতে হবেঃ
১। facebook mobile চালু করার জন্য এই লিঙ্ক এ যান । add a phone click করুন । country তে বাংলাদেশ select করুন আর Mobile carrier হিসেবে আপনার
sim কোন company এর তা select করুন । next চাপুন ।
এবার আপনার মোবাইল থেকে F লিখে 32665 এ msg পাঠান । facebook msg এর মাধ্যমে আপনাকে একটি confirmation code পাঠাবে । এই code টি ২ নং ঘরে
লিখে next দিন । ব্যাস আপনার facebook mobile চালু হয়ে গেল ।
এই কাজটি আপনার বন্ধুকেও করতে বলবেন ।
২। মোবাইল এ ইন্টারনেট active করুন । মোবাইল দিয়ে facebook এ ঢুকে যেই বন্ধুকে msg পাঠাতে চান তার msg page এ যান । page টি আপনার browser এ
save করে রাখুন । যাতে আমাদের বার বার এই page টী load করতে না হয় । opera mini তে page টি save করার জন্য যান menu==>tools==>save page ।
অন্য যেকোনো browser এই menu তে গেলে page save করার option পাবেন ।
শুধু msg এর msg পেতে যানঃ মোবাইল দিয়ে settings এ যান তারপর text messaging এ যান এবং আপনার মনের মত করে change করুন ।
এবার আমাদের test করার পালা । save করা যেকোনো একটি বন্ধুর page open করুন । msg box এ আপনার বক্তব্য লিখুন আর send করুন । দেখুন সাথে সাথে
আপনার বন্ধুর নাম্বার এ msg চলে গেছে ।
একটি msg send করতে 3 KB net use হয় । যা payper use package এ মূল্য ৭-৮ পয়সা । আর যদি আপনার bundle package নেয়া থাকেই তাইলে তো আর কথাই নেই । ফ্রী ফ্রী msg পাঠাতে পারবেন যত খুশি তত।
আপনাদের উপকারে লাগলে জানাবেন ।
আমার website
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু অসুবিধে ও আছে ,
ঠিক মতো ম্যাসেজ আসে না , এছাড়াও প্রচুর নোটিফিকেশন আসতে থাকে , বিরক্তিকরও বটে !