সবাইকে আমার সালাম।আজ আমি বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য অতি দরকারী একটি পোস্ট করব।
পর্যায় সারণী রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।আর কত বই খুলে খুলে পর্যায় সারণীর বিভিন্ন মৌল সম্পর্কে জানবেন? সম্পূর্ণ পর্যায় সারণী নিয়ে নিন আপনার মোবাইল-এর জন্য।এখানে আপনি সবগুলো মৌলের গলনাঙ্ক,স্ফুটনাঙ্ক,আবিষ্কার সাল,অবিষ্কারকের নাম.............................. পাবেন।প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করুন।ইনস্টল করার পর Modern Periodic Table ডাউনলোড শুরু হবে।ভাল লাগলে কমেন্ট করবেন।
Activation Code: bagiriya.blogspot.com

এটা আমার জীবনের প্রথম লেখা। ভুল হলে ছোটভাই মনে করে ক্ষমা করবেন।
প্রথম টিউনে স্বাগতম।। আশা করি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবে ।।