আস্ সালামুআলাইকুম। কেমন আছেন আপনারা।
আপনার কি iPhone এর মালিক এবং আপনার মোবাইলের কিছু হলে বা ভূল করে রিসেট করে ফেলেছেন অথবা অনেক ধীর (slow) গতিতে কাজ করছে।
তাহলে আজই আপডেট করে ফেলুন। iPhone যতটা আপডেট থাকে ততটা বেশী গতি সম্পন্ন হয়।
আজ আমি আপনাদের কিভাবে iPhone রিস্টোর বা untethered jailbreak করতে হয় তা জানাবো। আমার iPhone 4 আছে তাই প্রথমদিকে একটু কিছু হলেই দৌর দিতে হতো Eastern plaza or Boshundhara City কিন্তু এখন আমি নিজেই নিজের iPhone 4 কে software restore করি।
আমি একজন কর্মজীবী তাই এই দয়া করে আমার ব্লগে ঢুকে একটু দেখে নিন। আমি আমার দুইটে ব্লগ এর ঠিকানা দিয়ে দিচ্ছি
গুগল ব্লগ এখানে এবং উইবলি ব্লগ এখানে
আমি আপনাদের যতটুকু সম্ভব সহযোগিতা করতে ইচ্ছুক। আমার সময় খুবই ক্ষীন বলে আমি আপনাদের বাংলায় উল্লেখ করতে পারলাম না, তাই ক্ষমা করবেন। আমি এই untethered jailbreak করতে পারি প্রায় ২ বছর হলো। কিন্তু সময়ের করনে আপনাদের শেয়ার করতে পারি নাই। আজ যেটুকু পেলাম তাই দিয়ে আপনাদের পোষ্ট লিখলাম।
আপনি আমাকে ফলো করতে পারেন আমার গুগল + একাউন্টে @ [email protected]
ধন্যবাদ সবাইকে।
আমি rhythm4rock। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar 3gs 4.2.1 jailbreak kora. akhon jodi ami 5.1 a update korte chai ki korte hobe?
r amar phone jailbreak diya unlock kora, update korar por ki abar lock hoya jabe?